![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দাবী মানতে শুনতে হবে,সাংবাদিকদের ফ্ল্যাট দিলে আমাদের ব্লগারদেরও গাড়ি,বাড়ি,আর ভালো উন্নত মানের ক্যামেরা দিতে হইবে। না হলে জলবে আগুন রাজপথে,জলবে আগুন ব্লগারদের ব্লগ বাড়িতে জলবে আগুন বাংলা প্রতিটা ওয়েব সাইটে।
ব্লগার ভাই এবং সুপ্রিয় বোন,ভাগ্নে,ভাগ্নি,ও শ্রদ্ধেও আপু,দুলাভাই এবং আমার বোনের পুলা,মাইয়ারা সকলে ঐক্যবদ্ধ ভাবে গর্জে উঠুন এই দাবীতে এই শ্লোগানে; আমাদের দাবী মানতে শুনতে হবে,সাংবাদিকদের ফ্ল্যাট দিলে আমাদের ব্লগারদেরও গাড়ি,বাড়ি,আর ভালো উন্নত মানের ক্যামেরা দিতে হইবে। আগে শুনছিলাম বস্তিবাসীদের জন্য হবে ফ্ল্যাট এখন শুনছি সাংবাদিকরা পাবেন ফ্ল্যাট । এটাও অবশ্য
খারাপ না তাহলে আমরা ব্লগাররা কেন বাদ যাবো ।
মাননীয় এমপি,মন্ত্রী সাহেবেরা সাধারন ব্লগার বলে আমাদের অবহেলা করবেনা না। নাগরিক সংবাদ হিসেবে আমাদের কম ভূমিকা নয়
কিন্তু । ধনি,গরিব,বড়লোক,ছোট,রাজনীতি,আর পেটনীতি যে কোনো কুনীতি, সাংবাদিকদের আগে কিন্ত বেশির ভাগ ক্ষেত্রে আমরা ব্লগারাই
টের পাই। তাই আমাদের দিক থেকে আপনাদের সহযোগিতার হাত ছড়িয়ে নিবেন না।
লেখাটি কাউকে মনে কষ্ট দেয়ার জন্য নয় যাষ্ট ফান মনে করে ইচ্ছে মত দাঁত বের করে হেসে নিতে পারেন।
হাসির একটা ইমু হবে ।
লেগার সূত্রঃ
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমাদের দাবী আমাদের দাবী
মানতে হবে মানতে হবে,
নাইলে জলবে আগুন রাজপথে,
জলবে আগুন প্রতিটা বাঙলা ওয়েব সাইটে।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
আরোগ্য বলেছেন: মামু দারুণ প্রস্তাব।
দাবি মানলে তো প্রতিদিনই ঈদ হবে। কি মজা!
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মানতে হবে মানতে হবে
না হলে খবর আছে ।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা একদফা এক দাবী।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শ্লোগান হবে একটাই।
আমাদের দাবী আমাদের দাবী
মানতে হবে মানতে হবে,
নাইলে জলবে আগুন রাজপথে,
জলবে আগুন প্রতিটা বাঙলা ওয়েব সাইটে।
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২২
হাবিব বলেছেন: হাসির তিনটা ইমু.....
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
সাহসী সন্তান বলেছেন: আপনার পোস্ট দেইখা লগইন করছিলাম! ইয়ে মানে যদি একটা কিছু হয় সেই আশায় আরকি। কিন্তু ফোটনোট পইড়া তো আক্কেলগুড়ুম! এই পরিস্থিতিতে দাঁত বের কইরা হাসা আমার দ্বারা সম্ভব না, স্যরি...
শুভ কামনা মামু!
২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধৈন্য হলাম আপনার কথা হুইন্না
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: তাহলে আমরা কি কিছু পামু ভাই ?
২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পারেন।
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার দেয়া আগুনে কয়েকটি মোরগ গ্রীলড করা যাবে কি ?
২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
রাজীব নুর বলেছেন: আমি যে আজ অনেকদিন ধরে দাঁত ব্যাথায় কষ্ট পাচ্ছি সেটার কি হবে?
২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সমস্যা নাই বাড়ি গাড়ির সুখে দাঁত ব্যাথা ভালো হইয়া যাইবো।
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ক্ষমতাস্বীনদের মোসাহেবি /তেলামি শুরু করেন। বাড়ী পেলে পেতেও পারেন...
২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
১০| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩১
আখ্যাত বলেছেন: ক্যামেরা আর কলমগুলো কেনা বাকি ছিলো
দেশের উন্নয়নের পথকে নিষ্কণ্টক করার জন্য এর বিকল্প নেই।
২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শেষ সম্বল
১১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৮
ঠ্যঠা মফিজ বলেছেন: ভাই হাসু একাএকা বাড়ি ঘর দখল কইরেন না আমাদের জন্য কিছু রেখেন।
২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আচ্ছা ঠিক্কাছে ভাই।
১২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫
অস্বাধীন নাগরিক বলেছেন: দাবী মন্দ নয়।
২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫০
প্রামানিক বলেছেন: সরকারের দেয়া ফ্লাট কপালে না জুটলেও সাংবাদিকদের বাসায় ভাড়া থাকার ভাগ্য যেন হয় এই আসায় বিধির কাছে দরখাস্ত করলাম।
২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দরখাস্ত দেখার জন্য জোরপূর্বক দাবী যানচ্ছি ।
১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:১৫
ব্লগ মাস্টার বলেছেন: ভালা তাইলেতো আমরাও পামু।
২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অবশ্যয়ই পাবেন।
১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৫০
রানার ব্লগ বলেছেন: এক মিনিট দাঁত ব্রাশ করে আসি
২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১২
রাকু হাসান বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৮
ব্লগ সার্চম্যান বলেছেন: দাবী খারাপ না তবে পূরণ হবে না।
২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাও অবশ্য ঠিক বলেছেন।
১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩১
নজসু বলেছেন:
দুনিয়ার ব্লগার
এক হও। এক হও।
২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০০
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা... ক্ষমতাসীন'রা ব্লগারদের জন্য কারাগার তৈরী করবে।
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভয় দেখাইয়েন না ভাই । আমি এমনেই ভয় পাই।
২০| ২৪ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগ লিখে ১ টাকাও পাওয়া যায় আবার ফ্ল্যাট।
এখন কি দিবা স্বপ্ন দেখবো নাকি মামু?
২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি কন ভাই। তয় অনেকে দেহি কয় আপনি কি অনলাইনে আয় করতে চান । অন্যদিকে সরকারও সাংবাদিকদর বাড়ি দেয়ার কথা ভাবছেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬
হাবিব বলেছেন:
আমাদের দাবী আমাদের দাবী
মানতে হবে মানতে হবে