![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইচ্ছা কন চাই আননেরা গাছে এগুলাইন কি ? দেখতে আর আমার কাছে মনে হচ্ছে,না যা ভাবছেন আপনেরা এগুলো সেই সাদা ডিম না।
কি ভাবছেন লাগবোনি গাছে ধরা এই পুষ্টিভরা ডিম।
ধীর পায়ে হাঁটছিলেন অন্তরা চৌধুরী। বয়স ত্রিশের খানিক বেশি হবে। ফর্সা, লম্বা, চৌকোণা মুখমণ্ডল। দেখতে শান্ত, স্নিগ্ধ যাকে বলে। সঙ্গে ননদ সিঁথি আর বর শিহাব চৌধুরী। পাশ ঘেঁষে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালেন অন্তরা। আর বলে উঠলেন-বাহ্ এতো সুন্দর মূলা! পাশে থাকা বর শিহাব তার ভুল শুধরিয়ে বলে দিলেন- আরে মূলা কি গাছে ধরে? এটা বেগুন। তারপর তিনজনই হাসতে হাসতে সামনের দিকে এগিয়ে গেলেন। অন্তরার মুখে তখনও বিস্ময়ের রেশ। মূলা না বেগুন বোঝাই যায় না।গাছটির কাছে গিয়ে বোঝা গেল-সত্যিই ধন্দে লাগার মতো। সাদা বেগুন, তাও আবার লম্বায় ২০ সেন্টিমিটারের মতো। হঠাৎ দেখলে যে কারোরই একে মূলা বুঝে নিতে সময় লাগবে না, যদি না গাছের দিকে ভালো করে তাকানো হয়। এই লেখাটুকো পোস্টটিকে খাটো করার জন্য চুরি করেছি।
আরেব্বা গাছে আজকাল দেখছি মুলাও ধরে ।
আচ্জা এইটা কি ? যাক কিছু একটা অইবো।
যাই হোক এই যে ছবিগুলো এতক্ষন দেখলেন এগুলো সব বিদেশী কি না বলতে পারিনা তবে সব কিন্তু সাদা বেগুন আর শেষেরটা হলুদ
বেগুন।
২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও সুজন ভাই এই প্রথম দেখলাম ।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭
চাঁদগাজী বলেছেন:
আপনি এর আগে সাদা বেগুন দেখেননি? আজকাল আপনার পোষ্টগুলো ক্রমেই আজগুবি ধরণের হয়ে যাচ্ছে!
২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ ওস্তাদ ।
না ওস্তাদ আমি এর আগে আর হেটাগো দেখি নাই। খালি হলিহাতা দিয়া ডাইলের ঝোল খাইছি
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা মনে মনে যা ভেবেছি তাই, বেগুন, আপনার লেখাগুলো পড়ে নিশ্চিত হলাম, আপনি না বললে অনেকটা সন্দেহ থেকেই যেতো।
বেগুন গুলো আমি আগেও দেখেছিলাম, তবে সেগুলো সাদা ছিল না, এগুলো একদম সাদা দেখাচ্ছে।
ভালো লাগলো পোস্ট
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ নাঈম ভাই। শুভ সকাল।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ইহাই বায়োটেকনোলজি মামু।
ক্লোরোফিল আউট তাই সাদা আর জ্যান্থোফিলের কারনে হলুদ। লে হালুয়া..
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
সনেট কবি বলেছেন: দেখে ভাল লাগলো খুব।
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মামা।
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১
সাদা মনের মানুষ বলেছেন: সবই তো বেগুন, গুণী কিছু নাই?
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হু আপনারা খালি গুনবতী খুঁইজ্জা হয়রান। আহা ভাবীরে খবরখান জানাইতে হইবো ।
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
সাদা মনের মানুষ বলেছেন:
এইগুলা কি?
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: টমেটো আর বেগুন যেটাই হোক নিশ্চয় বাঙী হবেনা।
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৯| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
রানার ব্লগ বলেছেন: খেতে একদম মজা না
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নিশ্চয় পাইন্সা ।
১০| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
সাদা বেগুন পাইলাম
সাদা টমেটো পাইলাম
হায় সাদা একটা
মন পাইলাম না
হা হা হা
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ই আল্লাহু মাবুদ, গুরু এইটা কইলেন কি ?
ও আচ্ছা ভাবীর মন বুঝি কালা
ভাবী যদি হুনে আপনার খবর আছে কইলাম ভ্রাতা।
১১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
আর্কিওপটেরিক্স বলেছেন: দেখেই বুঝেছি সাদা বেগুন
তবে অন্য কিছুও হতে পারে
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
কি বলেন
১২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১০
নাইম রাজ বলেছেন: এই দেখলাম
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আরো দেখবেন সাথে থাকুন।
১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫
সূচরিতা সেন বলেছেন: দেখলাম ভালই লাগল দাদা।
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ দিদি।
১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪১
মামুন ইসলাম বলেছেন: চমৎকার।
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।
১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৯
কাওসার চৌধুরী বলেছেন:
ডিজিটাল জামানার ডিজিটাল চাষবাস!!!
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই।
১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৮
অস্বাধীন নাগরিক বলেছেন: সাদা হলুদ সব বেগুনি দেখা হল।
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৬
নীল আকাশ বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: সাদা বেগুন পাইলাম সাদা টমেটো পাইলাম হায় সাদা একটা মন পাইলাম না হা হা হা সাদা মনের রোবট চাইলেই পাবেন। মানুষের মন কখনোই পুরোপুরি সাদা হবে না। আপনারও খায়েশ পূর্ণ হবে না।
ধন্যবাদ।
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওগুলোতো প্লাস্টিক।
না না এটা মানা যাবেনা আপনি প্লাস্টিক দিয়া মাটির বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন।
১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৫
নিশাচড় বলেছেন: আমাদের ময়মনসিংহের ভাষায় এর নাম আন্ডা বাইগুন। বাড়ির আঙ্গিনায় রুপন করা হয়, সারা বছর জুরেই এই গাছে বেগুন ধরে।
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: থ্যাঙ্কু এত সুন্দর তথ্যটা প্রদানের জন্য।
১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৪
এস এম ইসমাঈল বলেছেন: আরে দুর মিয়া, আফনে কিচু াানেন না। হেইগুলান রে কয়, আধুনিক আন্ডা গাছ, ডিজিটাল মুলা, আর বাইগুন গাছ, হেহেহে। মজাদার পোষ্ট এর জন্য মুবারাকবাদ। মনে লয় এইডিন চিরিয়াখানায় পাওন যায়, আপনে কখনো ঐদিকে গেলে আমার লাইগ্যা কয়ডা লইয়া আইবেন কিন্তুক। মোর নাতনিডারে গিফট দিুমু, হেহেহে।
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মাশসাল্লা নানা আপনি আর কষ্ট করবেন ক্যান শত হলেও মুরব্বী মানুষের কষ্ট হোক সেটা এযুগের কোনো চ্যাংরা পুলাপইনই চাইবে না আমিতো না ।যাই হোক আপনার আর কষ্ট কইরা কাম নাই আমারে আননের নাতনিডার ঠিহানা দেন দেহি আমিই
গিফটখানা দিয়াআমুনি ।
২০| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি অনেক আগে থেকেই সাদা বেগুনের সাথে
পরিচিত। খেয়েছি বহুবার বহু ভাবে। আপনার জন্য
চমক হলেও আমার কাছে আগের মতোই। তার পরেও
ধন্যবাদ অনেকে পরিচিত হয়েরছ সাদা বেগুনের সাথে।
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ নূরু ভাই।
২১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪২
তারেক ফাহিম বলেছেন: গাছে আন্ডা ঝুলি রইছে
২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
২২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮
শেখ মফিজ বলেছেন: সাদা বেগুন আগে দেখেছি ।
তবে এত ধবধবে না ।
খেতে খুব একটা মজা লাগেনি ।
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি জানি বাপু খেতে কেমন লাগে বলতে পারিনে । কারন আমি কোনও দিন সাদা বেগুন খাইনি।
২৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯
এস এম ইসমাঈল বলেছেন: আমাদের গ্রামের বাড়ীতে দেখেছি, সেগুলো কিনতু আরো ছোট আকারের এই যে ধরুন আংগুরের।ওগুলোকে বলে বিতি বাইয়ুন। আবার ঐ সাইজের টমেটো ও দেখা যায়, লাল রংয়ের। সাইজ ঐ আংগুর এর সমান।
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যাক তাও ভালো আপনি দেখেছেন কিন্ত আমি এই প্রথম তাও অনলাইনে কৃত্বির্তে দেখতে পেলাম।
২৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৪
ঠাকুরমাহমুদ বলেছেন: সাদা বেগুণ দেখতে খুবই সুন্দর হলেও খেতে তেমন ভালো না, সাদা বেগুন সম্ভবত শংকর প্রজাতি তবে অনেকদিন হয়ে গেছে সাদা বেগুন দেখছি গত ৩০-৪০ বছর যাবত মনে হয় । বেগুনী রঙের বেগুনের কোনো বিকল্প নেই এবং এখন পর্যন্ত তাই খেতে ভালো লেগেছে ।
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ গুরু।
২৫| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৯
এস এম ইসমাঈল বলেছেন: : মাশসাল্লা নানা আপনি আর কষ্ট করবেন ক্যান শত হলেও মুরব্বী মানুষের কষ্ট হোক সেটা এযুগের কোনো চ্যাংরা পুলাপইনই চাইবে না আমিতো না ।যাই হোক আপনার আর কষ্ট কইরা কাম নাই আমারে আননের নাতনিডার ঠিহানা দেন দেহি আমিই
[/sb}আরে জওয়ান মর্দ আফনের দেহি মতলব খারাফ মনে লইতাসে, আরে আমার দশটা না পাচটা না একটা মাত্র নাতনি, ঠিহানা দিলে আফনে যে মোর নাতনিডারে ভাগাইয়া লইয়া যাইবাইন না, হেইডার কি গ্যরান্টি? না না না ভাই সাব, আফনেরে আমি আফনের নানীর মোবাইল লম্বরডা দেই, তাইলে আফানার আর নানীর টাইম পাস ভালা হইবো।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫২
নজসু বলেছেন:

এই প্রথম সাদা বেগুন দেখলাম।
দেখতে সাদা ডিমের মতোই লাগছে।