নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

মনববন্ধন করে শুধু পাবলিকের সময় নষ্ট

৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৩


আমি আগেও বলছি এখনো বলছি বিএনপি আসলে কোনো দলের ভিতর পরেনা।বিএনপি যদি কোনো দলই হত তাহলে আজ তারা থাকতেন প্লামেন্টে বা সংসদে আর আওয়ামীলিগ থাকতেন সংসদের পরিবর্তে রাজপথে ।এখন ক্ষমতায় না থাকায় বিএনপি করছেন মানববন্ধন আজ আওয়ামীলিগ ক্ষমতায় না থাকলে তারা মানববন্ধন নয় তারা করতেন রাজপথ গরম ।আমার নিজের চোখে দেখা
এবং অভিজ্ঞতা যে আওয়ামীলিগের প্রতিটা কর্মী আওয়ামীলিগকে এবং শেখ হাসনিনাকে কতটা ভালোবাসে।তারা নেত্রীর জন্য জীবন
দিতে প্রস্তুত।আর বিএনপি কর্মীরা বিএনপি দলকে আর দলের চেয়ারপার্সনকে কতটুকো ভালোবাসেন সেটা গত হয়ে যাওয়া দীর্ঘ দশ
বছরে সাধার মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।আজ একদিকে আওয়ামীলিগ সরকার গঠিত চতুর্থবার নির্বাচিত হয়ে প্রথম
সংসদে বসছেন আর বিএনপি মাঠে মানববন্ধন করছেন।

মানববন্ধনে মির্জা ফখরুল সাহেব বলেছেন আজ যে সংসদ বসছে সেটি দখলের সংসদ। ৩০ ডিসেম্বর বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। সেদিন কোন মানুষ ভোট দিতে পারেনি। আজকে জনগণের সব অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চলেছে। তাই আমরা দাবী করছি যে অবিলম্বে নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। যাতে জনগণ নির্ভয়ে তাদের রায় দিতে পারে।

পাশাপাশি একাদশ জাতীয় সংসদকে ভুয়া সংসদ বলে আখ্যা দিয়ে দ্রুত আরেকটি নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির অন্যান্য নেতারাও। বর্তমান সংসদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই দাবি করে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বানও জানান তারা।

আচ্ছা ঘরে বসে দাবী করলেই কি সব দাবী পূরণ হওয়া সম্ভব। আরে ধরে নিলাম জনগণের সাথে আওয়ামীলিগের কোন সম্পৃক্ততা বা সমর্থন নেই,তাহলে আপনেরাই বা কতটুকো সম্পৃক্ততা রাখছেন জনগণের সাথে ? যদি আপনেরা জনগনের সাথে সম্পৃক্ততা রাখতেন
তাহলে ৩০ তারিখের পর প্রায় দীর্ঘ একমাস না বসে থেকে জনগণকে সঙ্গ নিয়ে মাঠে নামতেন কিন্তু তা আপনেরা করেন নাই তার মানে
সে শক্তি সাহস আপনাদের নেই । আর সে জন্য ধরে নিতে পারেন জনগনও আপনাদের সাথে নেই । কারন যে দল ভীরু তারা কখন
শক্তিশালী দল হতে পারেনা এবং তাদের দিয়ে দেশও চলবেনা ।তাই আপনাদের মনববন্ধন করা মানে শুধু শুধু পাবলিকের সময় নষ্ট
করা ছাড়া আর কিছু হতে পারেনা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: যা বলার শিরোনামেই বলে দিয়েছেন।

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ গুরু ভাই। ;)

২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৮

টারজান০০০০৭ বলেছেন: অদ্ভুত , অদ্ভুত ! ব্যাফক জনসমর্থন থাকা সত্ত্বেও বিম্পি ক্ষমতার বাহিরে !

ইহাতে প্রমাণিত হয় জনগণ ক্ষমতার উৎস নহে !

আল্লাহ যাহাকে ইচ্ছা ক্ষমতা দান করেন যাহাকে ইচ্ছা অপসারণ করেন।

সর্বভৌমত্বেরও মালিক নহে।

দেশতো কেবল ভূগোলের ব্যাপার , হাজার বছরে যার হাজারবার সীমানা পাল্টায় !

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই। ;)

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭

ব্লগ মাস্টার বলেছেন: কি বলবো ভাবতেছি ।

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিছু একটা কননা ভাই । ;)

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩২

উম্মু আবদুল্লাহ বলেছেন: গত কয়েক বছরে বিএনপির তৃনমূল পর্যায়ের কর্মীরা যথেষ্ঠ ত্যাগের স্বাক্ষর রেখেছে। এদের কারনেই দল টিকে রয়েছে, যার ফলে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হয় রাতে ভোট ডাকাতি করে। কিন্তু দলটির নেতৃত্বে সমস্যা থাকায় বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও কাংখিত সফলতা আসেনি। দলটিকে সত্যিকারের গনতান্ত্রিক মূল্যবোধে পরিচালিত করা গেলে সঠিক নেতৃত্ব উঠে আসবে । এটাই দল বাচানোর একমাত্র উপায়।

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিকি বলেছেন আন্টি সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.