নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

২০১৯ সালে প্রাণের ২১শে বই মেলায় সামুর কলম আর কিবোর্ড যোদ্ধাদের যত বই,এসেছে,আসবে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৪


২০১৯ ২১শে গ্রন্থ মেলায় আমাদের প্রিয় প্লাটফর্ম সামহোয়্যার ইন ব্লগের প্রিয় ব্লগার বা কলম আর কিবোর্ড যোদ্ধাদের যত বই,এসেছে,আসবে জেনে নিন।


গ্রন্থমেলা বা বইমেলা ২০১৯ - আমার বই কঙ্কাবতীর কথা, আমাদের বই লেখাজোকা.....

মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

নজরবন্দীঃ শুধুই কি প্যারা-সাইকোলজিক্যাল থ্রিলার? নাকি একই সাথে একটা নলেজ পিস!

অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এর প্রথম দিন থেকেই মেলায় থাকছে রু

বইমেলার বই- 'ছায়াপথ'

অরণ্যের গুঞ্জন

একুশে বইমেলা ২০১৯; আজ থেকে আমার গল্পের বায়স্কোপ বইমেলায়।

আমার তৃতীয় নয়ন

বইমেলা ২০১৯, বই ২৮, ২৯, ৩০, ৩১, ৩২

বইমেলা ২০১৯, বই ৩৩. ৩৪. ৩৫. ৩৬. ৩৭.

বইমেলা ২০১৯, বই ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২

বইমেলা ২০১৯, বই ৪৩. ৪৪. ৪৫. ৪৬. ৪৭.

বইমেলা ২০১৯, বই ৪৮. ৪৯. ৫০. ৫১

প্রাণের একূশে বই মেলাঃ প্রিয় ব্লগার শিখা রহমান এর গ্রন্থসমূহ

বইমেলা ২০১৯, বই ১৫,১৬,১৭

বইমেলা ২০১৯, বই ১৮, ১৯, ২০, ২১, ২২

বইমেলা ২০১৯, বই ২৩. ২৪. ২৫. ২৬. ২৭.

একুশে বইমেলায় আসছে টু স্টেটসঃ দ্য স্টোরি অব মাই ম্যারেজ

নজরবন্দীঃ শুধু প্যারা-সাইকোলজিক্যাল থ্রিলার নয় বরং অবশ্যই একটা নলেজ প্রোডাক্ট!

অমর একুশে বইমেলা ২০১৯, ব্লগারদের প্রকাশিত বইসমুহ

বায়স্কোপ: সামু ব্লগের জন্লপ্রিয় বগার কাওসার চৌধুরীর প্রথম গল্পগ্রন্থ



অমর একুশে গ্রন্থমেলা -২০১৯ এ প্রকাশিতব্য আমার প্রথম উপন্যাস ''নিনাদ''

অমর একুশে গ্রন্থমেলা- ২০১৯ এ প্রকাশিত হবে আমার দুটো বই

আমার কাছে মনে হচ্ছে এই পোস্টের লেখকেরা নকল নামের ব্লগার।
এছাড়াও যে সকল প্রিয় ব্লগারদের পোস্ট সংযোগ হয়নি এই পোস্টে তারা তাদের লিঙ্কটি মন্তব্যের মাধ্যমে শেয়ার করুন আমি যোগ
করে দিচ্ছি।

মন্তব্য ৩৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৫

আরোগ্য বলেছেন: সকলের জন্য অনেক শুভ কামনা মামু।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওকে ভাগ্নে শুভ রাত্রী। বেশি বেশি ভালো থেকও আর অনেক রাত পযন্ত ব্লগীং করো ;)

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৯

বলেছেন: মামা এই ভাগিনার দুটি বই মেলায় আসছে কিন্ত --

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তা সেই বই ২টা নিয়ে একখান পোস্ট দেয়া প্রয়োজন ছিলনা ? পোস্ট দিলেইতো এখানে সংযোগ হয়ে যেত। শুভকামনা থাকল।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩২

কহিনূর বলেছেন: অনেক কষ্টের সঙ্কলন । ভালো থাকবেন মামু। পোস্ট স্টিকি হওক।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো সব সামু লেখকদের একসঙ্গে দেখতে পেরে,
শুভকামনা সবার জন্য,
উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকুক সাহিত্যের আকাশে সামুর গৌরব হয়ে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন ভাই।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:১৬

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ভীষন সলজ্জে জানাতে চাই যে, এই বইমেলা ২০১৯ এ আমার একটা ভ্রমন কাহিনী প্রকাশে পেয়েছে। নাম "আর্কিমিডিসের দেশে, পর্যটকের বেশে"। লেখাটি পাওয়া যাবে পেন্সিল পাবলিকেশনস থেকে প্রকাশিত 'পেন্সিল সংকলন ২০১৯'। সংকলনটি বেরোচ্ছে দুই খন্ডে! খন্ড ১- গল্প সংকলন। খন্ড ২- কবিতা ও অন্যান্য। খন্ড ২-এ আমার লেখাটি স্থান পেয়েছে।
ভীষন সলজ্জে জানাতে চাই যে এই বইমেলা ২০১৯ এ আমার একটা ভ্রমন কাহিনী প্রকাশে পেয়েছে। নাম "আর্কিমিডিসের দেশে, পর্যটকের বেশে"। লেখাটি পাওয়া যাবে পেন্সিল পাবলিকেশনস থেকে প্রকাশিত 'পেন্সিল সংকলন ২০১৯'। সংকলনটি বেরোচ্ছে দুই খন্ডে! খন্ড ১- গল্প সংকলন। খন্ড ২- কবিতা ও অন্যান্য। খন্ড ২-এ আমার লেখাটি স্থান পেয়েছে। খুঁজে পড়লে সেটাই হবে ইনামী। ধন্যবাদ!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভকামনা থাকল।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:২৮

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ইইক্, মাফ করবেন। মন্তব্য দুইবার এসেছে। দৃষ্টিকটু লাগছে। এডিটও করতে পারছি না।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:২৮

বাকপ্রবাস বলেছেন: ইচ্ছে করছে প্রত্যেকটা নিয়ে এসে এখনো পড়া শুরু করি

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৪০

চাঁদগাজী বলেছেন:


সব ব্লগার লেখকদের জন্য শুভ-কামনা রলো

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: সকল ব্লগার লেখকদের প্রকাশিত বই এর সাফল্য কামনা করছি ।
লেখক লেখিকাদের প্রতি রইল একরাশ শুভেচ্ছা ।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সবার জন্য শুভেচ্ছা ও শুভ কামনা।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৫

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫২

তারেক_মাহমুদ বলেছেন: সহব্লগারদের জন্য শুভ কামনা, আমি অধিকাংশ বইগুলো কিনবো।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২১

হাবিব বলেছেন: সুন্দর কাজ করেছেন। সকলের জন্য শুভ কামনা

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: সকল ব্লগ লেখকদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। গতকাল আমি কলকাতা বইমেলার বাংলাদেশ স্টলে গেছিলাম ; কিন্তু দুর্ভাগ্যবশত কোন ব্লগারের বই কোন পাবলিশার্স এর কাছে পেলাম না। একজন তো বলেই দিলেন, প্রতিষ্ঠিত না হলে নাকি তাদের বই এপারে আনার ঝুঁকি কোন পাবলিশার্স নিতে চান না। যে কারণে আমার অনুরোধ ; ব্লগার লেখকরা যদি পাবলিশার্সের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে সলিউশন দেন তাহলে কলকাতা বইমেলার বাংলাদেশ স্টল থেকে আমরাও বইগুলো সংগ্রহ করতে পারি।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৫

শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া!!!! :)

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৫

তারেক ফাহিম বলেছেন: সকল লেখকদের জন্য শুভকামনা।
সাথে আমাদের সামুর গণমামুর জন্যও ভালোবাসা।

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৩

মামুন ইসলাম বলেছেন: সকল লেখকদের জন্য শুভেচ্ছা রইলো। সাথে চমৎকার এরকম একটা পোস্ট দেয়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৮

মনিরা সুলতানা বলেছেন: ওয়াও সব লিস্ট একসাথে !

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৯

বিবেকহীন জ্ঞানি বলেছেন: সকলের জন্য অসংখ্য শুভ কামনা রইলো

২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০০

কাওসার চৌধুরী বলেছেন:
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো মামা। আমার বইটি তালিকাভুক্ত করার জন্য।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাদের সকলের সফলতা কামনা থাকল।

২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: খুব ভালো হলো আপনার এই পোস্টের উসিলায় অনেক ভালো বইয়ের সন্ধান পাওয়া যাবে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

২৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

গরল বলেছেন: বাহ অনেক বই, খুব ভালো লাগল জেনে। আপনাকেও অনেক ধন্যবাদ তথ্যগুলো দিয়ে পোষ্ট করার জন্য।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ গড়ল ভাই ।

২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সকল লেখক ব্লগারদের জন্য শুভকামনা রইলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.