![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদম বেশি কি প্রয়োজন ছিল এই মুহুর্তে উপজেলা নির্বাচন ?
শুধু শুধু এত টাকা পয়সা খরচ করার কোনো মানে বুঝলাম না ! যেহেতু আওয়ামীলিগ সরকার ক্ষমতায় এবং দেশও উন্নয়নের দিকে
সেই হিসেবে দেশের জনগনও আওয়ামীলিগকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে ।আর সেদিক দিয়ে বিবেচনা করলে
আওয়ামীলিগ থেকে যদি কোনো কলা গাছ দাঁড়ায় তহলে সেই পাশ করবে।তাহলে শুধু শুধু টাকা খরচ করে লোক দেখানো নির্বাচন দেয়ার
প্রয়োজন আছে ?তার চেয়ে বরং এই টাকাগুলো যদি দেশে সাধারন অসহায় গরিব দুখিদের পিঁছনে ব্যায় করতেন আওয়ামীলিগ সরকার তাহলে আরো অনেক বেশি সুনাম আয় করতে পারতেন তারা।তাই সরকারের প্রতি বিশেষ অনুরোধ থাকবে দেশের জনগকে বেশি বেশি
ভালোবাসা দেন আর জনগনের থেকেও বেশি বেশি ভালোবাসা নেন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই গুরু ভাই। তার চেয়ে টাকাগুলো গরীবের মাঝে বিতরন করলে সরকারের ভাবমুর্তি আরো ভালো হত।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৪
হাসান কালবৈশাখী বলেছেন:
এই রকম জামাতি লেজুরবৃত্তি করা অথর্ব বিরোধীদল থাকলে দেশের অবস্থা এমনি হবে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এদের দিয়ে আর কিছু হবে না।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: উপজেলা নির্বাচনে কোটি কোটি টাকা খরচ হবে।
অপচয়।