|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
বেশি দেরিতে হলেও একটা বিষয় এবার পরিস্কার হল আমার কাছে,আর সেটা হল যা কিছু একটা হোক সে মেম্বার,চেয়ারম্যান আর
সাধারন সম্পদক কিন্তু তবুওতো একটু ক্ষমতার মালিক হতে পারলাম।  
 
এবার এই উপজেলা বা সিটি করপেরেশন নির্বাচনে অনেক কাউন্সিলর প্রাথী আছেন যারা দশম সংসদ নির্বাচনে এমপি পদে দাঁড়িয়েছিলেন আবার অনেকে এবার একাদশ সংসদ নির্বাচনেও এমপি পদে দাঁড়াতে চেয়েছিলেন পাশ করলে হয়ত কোনো না কোনো
মন্ত্রী হতেন,কিন্তু এমপি ও মন্ত্রী হতে না পেরে শেষ পযন্ত কেও গ্রামে চেয়ারম্যান কেওবা সিটিতে কাউন্সিলর পদে দাঁড়িয়েছেন । 
কথা হলো কাউন্সিলর মানে প্রায় মেম্বার সমতুল্য । ক্ষমতার লোভ আমাদের এমন ভাবে পেয়ে বসেছে যে কারনে আমরা মান সন্মান 
সব বিসর্জন দিয়ে এমপি না হতে পেরে মেম্বার নয়ত কাউন্সিলর পদে দাঁড়িয়ে জনগনের সেবায় নিজেকে উৎসর্গ করে দিতে চাচ্ছি।
একেই বলে ক্ষমতা কারে কয়।হোক সে এমপি হোক সে চেয়ারম্যান হোক সে মেম্বার হোক সে কাউন্সিলর,তবুওতো ক্ষমতার মালিক
হতে পারলাম এটাই বড় কথা।  
 
কথা হল মানুষ মরে গেলে পঁচে যায়, আর বেঁচে থাকলে কিছু হলেও বদলায় ! কিন্তু আমাদের দেশের রাজনীতিবিধদের নীতি কখনো 
বদলায় না। আমাদের দেশের নেতা নেত্রী রাজনীতিবিধদের ক্ষমতার লোভ বদলায় না। 
 ২০ টি
    	২০ টি    	 +১/-০
    	+১/-০  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:০৭
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কথা সেটাই মামা,দিনে দিনে এদের অবস্থা সেরকম পর্যায় যেয়ে ঠেকেছে।
কথা একটাই,
কথা হল মানুষ মরে গেলে পঁচে যায়, আর বেঁচে থাকলে কিছু হলেও বদলায় ! কিন্তু আমাদের দেশের রাজনীতিবিধদের নীতি কখনো 
বদলায় না। আমাদের দেশের নেতা নেত্রী রাজনীতিবিধদের ক্ষমতার লোভ বদলায় না। 
২|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:০২
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:০২
ইব্রাহীম আই কে বলেছেন: মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়। কারণে অকারণে বদলায়। আর আমাদের দেশের রাজনীতিবিদেরা দিনে দিনে ছ্যাচরা হয়!
  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:০৮
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দিনে দিনে আমাদের চিন্তাধারা খুব নিম্ন মানের হয়ে যাচ্ছে।
৩|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:১৬
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:১৬
রাজীব নুর বলেছেন: ক্ষমতায় মনে হয় অনেক মজা।
  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৩৪
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার কাছেও সেরকমই মনে হয় গুরু ভাই।
৪|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৩৪
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৩৪
uzzalhosain বলেছেন: এরা কেউ দেশকে ভালোবাসে না এদের চাই হ্মমতা । হ্মমতা লাভ করাই এদের মূল উদ্দেশ্য
  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৪০
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ক্ষমতাই হল তাদের আপন স্বজন।
৫|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৩৪
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৩৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: 
কেউ পাজেরোর তলে টাকা খরচ করতে চায় না   যদি ওরা ঠিক সময়ে স্থানীয় নির্বাচন কমিশনারের বাসায় একখান জব্বর কালো পাজেরো পাঠিয়ে দিতে পারতো, তবেই কাজ হয়ে যেতো।
 যদি ওরা ঠিক সময়ে স্থানীয় নির্বাচন কমিশনারের বাসায় একখান জব্বর কালো পাজেরো পাঠিয়ে দিতে পারতো, তবেই কাজ হয়ে যেতো।   
 
যাই হোক, কপাল লাগেরে মামা কপাল ___এইডা হারনের পরের ডায়লগ  
  
  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৪৩
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যে যাই বলুক তাইজুল ভাই থুক্কু ভাগ্নে জব্বর একখান কথা কইছেন আপনি  কপালের নাম গোপাল
  কপালের নাম গোপাল 
৬|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৫০
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৫০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি আমার নামের বর্ধিত অংশের জন্য মামলা খাইবেন কয় দিলুম  
  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:০০
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:  ভুল হইয়াগেছে মাপ কইরাদেন তাজু ভাই থুক্কু ভাগ্নে
 ভুল হইয়াগেছে মাপ কইরাদেন তাজু ভাই থুক্কু ভাগ্নে 
৭|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১১:০৪
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১১:০৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ইব্রাহীম আই কেবলেছেন: মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়। কারণে অকারণে বদলায়। আর আমাদের দেশের রাজনীতিবিদেরা দিনে দিনে ছ্যাচরা হয়!
৮|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১১:৩৪
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১১:৩৪
রাকু হাসান বলেছেন: 
হুরো মামা   ভাবছি মাামা কিছু একটা হইলে ভাগিনার কপাল খুলবে
  ভাবছি মাামা কিছু একটা হইলে ভাগিনার কপাল খুলবে   । পিলিজ ডু ছামথিং ফর ভাগিনা
  । পিলিজ ডু ছামথিং ফর ভাগিনা   
  
৯|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১১:৫৯
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১১:৫৯
নাহিদ০৯ বলেছেন: এটা ঠিক ক্ষমতা টমতা না। এটা এখন একটা প্রেস্টীজ ইস্যু হয়ে গেছে। একটা পদ টদ না থাকলে আত্মীয় স্বজন এর কাছে মুখ থাকে না।
১০|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯  ভোর ৪:১৯
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯  ভোর ৪:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এক্কেবারে হাঁচা কথা কইছেন ভাই, এদেশের রাজনীতিবিদদের ক্ষমতার লোভ কোনদিন বদলায় না, এটা একেবারেই অসম্ভব।
সেজন্যই আমাদের রাজনীতিতে এত বিচিত্র দৃশ্যের অবতারণা হয় মাঝেমধ্যে।
বৈষম্যহীন সমাজ দরকার, দরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, তবেই যদি ক্ষমতার লোভ কিছুটা কমে এদেশে।
১১|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯  ভোর ৫:১৬
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯  ভোর ৫:১৬
ল বলেছেন: মামা যা বলছেন সবি সেইরকম - একটা গ্রাম পুলিশ বা চৌকিদার হলেও মন্দ না।
১২|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:১৫
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:১৫
নয়া পাঠক বলেছেন: ভাইরে থুক্কু মামারে ক্ষমতা...... কারে কয় জানো..... ক্ষমতা.... হুম..... যদি পাইতা.... তাইলে আর এই পুষ্ট দিয়া আমাগো সময় নষ্ট করতা না..... । সবই ক্ষমতার খেলা... হুম....।
১৩|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৭
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৭
কানিজ রিনা বলেছেন: আমাদের এলাকার মেম্বাররাই তো দেখি
মন্ত্রীর থেকে বেশী পাওয়ার। তাই লোভ
থাকা উচিৎ না অনউচিৎ কি বলেন?
কত সহজে এখন ভোট ছারা ক্ষ্যামতা
পাওয়া যায় তাতো সকলেই জানে।
রাতের অন্ধকারে ভুতেরা বাক্স ভরে।
আজকাল ভূতেরা অনেক বড়লোক
ভোটের বাক্স থেকেও ওদের টাকার
বক্স বড়। ধন্যবাদ।
  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১১:৫৮
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১১:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আপু। চারোদিকে নির্বাচনের আবোহাওয়া বইছে আপু।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:৫৮
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:৫৮
সনেট কবি বলেছেন: ‘নাই মামার চেয়ে কানা মামা ভাল’- কথাটা ভুলেগেলেন নাকি মামা?