![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ মনে হয় পহেলা ফাল্গুন ছিল,কিন্তু অতি দুঃখজনক হলেও বলতে হয় আমার মনে ছিলনা তাই ফল্গুনের প্রথম দিনের শেষ মুহুর্তে এসে সবাইরে ফাগুনে আগুনে শুভেচ্ছা জানাই। আরে বাপু মনের আর কি দোষ বয়স হয়েছে তাই মনে রসকস না থাকাতে এসব মনে
থাকারো কথা নয়।
ভাগ্গিছ আজ বিকেলে একটু রাস্তায় বের হয়েছিলুম আর সে কারনে মনে পরলো আজ যে পৈহেলা ফাল্গুন ছিল।
রাস্তায় বের হওয়ার পর প্রথমতো রিতিমত আমি ভেবেছিলাম আজ পৈহেলা বৈশাখ কারন সকল নারী আর পুরুষ জোরায় জোরায় ছিল।
বেশির ভাগ নারীদের শরীরে হলুদ আর সাদা রঙের শাড়ি আর পুরষদের শরীরে পায়জামা পাঞ্জবী। সব থেকে বড় কথা হল নারীদের ঠোঠে লালু মিয়া আর কপালে গোলাপ রঙের টিপ আর গালে মুখে কাঁচা হলুদ মাখা ছাড়াও আরো বিভিন্ন ধরনের আটা ময়দা ও সুজি মেখেছেন।
এই জন্যয়ই বলি বাজারে আটা ময়দার দাম এত কেন ?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৮
রাজীব নুর বলেছেন: জানলাম।