নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

গত কালকে আমার ঘরে আগুন লেগেছিল

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭


জীবনে বলতে প্রায় ৩৭ কি ৩৮ বছর বয়সের ভিতর বুঝজ্ঞান বা বুঝার মত বয়স হওয়ার পর থেকে অনেক অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি এমকি চোখের সামনে বড় বাড়ি পুরে সাই হয়ে যেতে দেখেছি,
কিন্তু মনের ভিতর এক ফোটা ভয়ও কখনও পাইনি ।অথচ গত কাল রাত সারে চার'টায় আমার ঘরের সানসেটে এক হাত জায়গা আগুন
লেগে যাওয়ায় বা পুরে যাওয়ায় আমি এবং আমার স্ত্রী সন্তানেরা অনেক ভয় পেয়েছি।

নাহ! তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে মনের ভিতর যে ভয় সঞ্চয় হয়েছে সেটা বড় সমস্যা আকার ধারণ করছে।
আল্লাহু ক্ষমা এবং রক্ষা করার মালিক তাই বড় ধরনে বিপদ ঘটেনি। সে জন্য আল্লাহুর দরবারে লাক্ষ লাক্ষ সুকরিয়া।
আমার ঘরের চালে আগুন লাগাতে আমার মেয়ে ভিষন ভয় পেয়েছে আর এই ভয়ের কারনে রাত সারে চারটা থেকে এখনও
ঘুমাতে চায়নি অনেক বুঝিয়ে শুনিয়ে এখন তাদের ঘুমানোর ব্যবস্থা করলাম।

একে কি ভাবে ব্যাখ্যা করবো তা আমার জানা নাই বা হয়ত বলতে পারিনা। এতদিন পরের ঘর বাড়ি আবাসপত্র জ্বলতে দেখেছি ভয় পাইনি কিন্তু যখন নিজের ঘরে আগুন লেগেছে তখন আসলে আগুন বা যেকোনো দূর্ঘটনায় মানুষের মনের অনুভূতি কি হতে পারে তা বুঝতে পেরেছি।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:



আগুণ কিভাবে লেগেছে, সেটা বুঝার চেষ্টা করেন, আরো কোনভাবে আগুণ লাগার কোন সম্ভাবনা আছে কিনা, সেটা জেনে আগামী কয়েকদিনের ভেতর পোষ্ট দেবেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আগুন লাগা মানে একটা দূর্ঘটনা আর এই ধরনের দূর্ঘটনা যে কোনো মুহুর্তেই ঘটতে পারে এতে কারো হাত পাও নেই ওস্তাদ ।
সবই সৃষ্টিকর্তা জানেন। তিনি মানুষকে বিপদে রেখে মানুষের মনকে পরীক্ষা করেন আবার তিনিই মানুষকে সেই বিপদের হাত থেকে বাঁচান ।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আগুণ, বিদ্যুত এই সব খুবই ভয়াবহ একটি ব্যাপার। সাবধান থাকা জরুরি। আপনার কল্যাণ কামনা করছি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দোআ করবেন সাজ্জাদ ভাই।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫১

রাজীব নুর বলেছেন: হায় হায়----
আল্লাহ মাফ করুক।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবই তাহার ইচ্ছা শক্তি গুরু ভাই । এখানে কারো হাত নেই ।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮

নীল আকাশ বলেছেন: আল্লাহ মাফ করুক। আপনার এবং আপনার পরিবারের জন্য সাদকা দিয়ে দিন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ! আমিও সেটাই ভাবছি ।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনি সৌভাগ্যবান, তাই কোন বড় বিপদ হয় নাই। কিন্তু, ঢাকার চকবাজারের চুড়িহাট্টা'য় নিহত হতভাগা লোকগুলোর দুর্ভাগ্য, আগুনের অভিশাপ তাদের ক্ষমা করে নাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঘুরেফিরে নিহত ৭০জন কিন্তু মৃত হয়েছে না হলেও ৩০০ উপর। আসল তথ্য পাওয়া আরেক ভাগ্যের ব্যাপার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.