নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

অবশেষে সামুতে প্রবেশ করতে পারলাম

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩২


একটি কথা আমি আগেও বলছি এখনো বলছি,আর সেটা হল রাজনীতি বা ধর্ম যে কোনো বিষয়ে ক্যাচাল বা ঝগরা যাই হোক না কেন,
সামু আমাদের সকলের বিশেষ করে বাংলাদেশী ও কোলকাটার বাঙ্গালী ব্লগারদের একটা প্রিয় ওয়েব সাইট বা মুক্ত মতামত প্রকাশের স্থান।
কিন্তু কেন বা কি কারনে বার বার এই প্রিয় সাইটটির উপরে ঝামেলা হয় সেটাই জানা নাই । এইতো আজ সারাদিন ধরে সামুতে প্রবেশ না
করতেপেরে মনটা বেশ খারাপ এবং চিন্তিত ছিলাম যে সামু কি আবার বন্ধ হয়ে গেল কিনা ? তবে অবশেষে এক বন্ধুর বুদ্ধি পরামর্শ মতে
একটু কৌশল খাটিয়ে গুগলক্রোম ব্রাউজারে ফ্রী ভিপিএন ইন্সটল করে তারপর প্রবেশ বা লগিন করতে পারলাম আর এখন মনটিও বেশ
ভালো লাগছে । তাই সামুব্লগের কৃতপক্ষের কাছে একটা বিশেষ আবেদন থাকবে আপনেরা সামুর এই সমস্যাটা নিয়ে সরকার পর্যায় বা
বিআরটিসি পর্যায় ভালোভাবে একটু বুঝপরামর্শ করুন । এই ধরুন কেন বা কোন ধরনের পোস্ট লেখা অথবা কোনো কমেন্টের জন্য যা
নীতির লঙ্গন হিসেবে বিবেচনা হয় যে কারনে সরকার বা বিআরটিসি ব্লগে চলমান সমস্যাগুলো করছে বা আইএসপি বন্ধ রাখছে । প্রয়োজনে আমরা ব্লগাররা তাদের সেই নীতিগুলো মেনে বা অনুসরন করে চলবো প্রয়োজনে সরকারের সমালোচনা অথবা সব ধরনের
রাজনীতি নিয়ে লেখা পোস্ট করা থেকে আমরা বিরত থাকবো । তবুও চাই আমাদের প্রাণের বাংলাভাষার ব্লগ সামহোয়্যারইন ব্লগ বন্ধ থাকা থেকে বেঁচে যাক এবং আমাদের জন্য উন্মক্ত থাকুক। আমাদের মত এতিম অসহায় সাধারন লেখকেদের জন্য এই একটা প্রিয় স্থানই আছে
মাত্র,যেখানে খারাপ মন বা মন খারাপ নিয়ে প্রবেশ করলে প্রিয় লেখকদের লেখা পড়লে মন কিছুটা হলেও শান্ত হয় ও মন খারাপ থাকলে ভালো হয়ে যায়।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫০

হাসাস হোসেন বলেছেন: হুম

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ব্লগে স্বাগতম ! :)

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:


ব্যাপারটা কি হচ্ছে, সেটা সামু জেনে নিক, সামু হয়তো জানে কখন কি করতে হবে।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪৫

চাঁদগাজী বলেছেন:


ভিপিএন ব্যবহার করে কিভাবে লগইন করলেন, সেটার টেকনিক্যাল ইনফো দেন, যাতে দরকার মতো আমরাও ব্যবহার করতে পারি।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: ওয়েল কাম ব্যাক।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৫৫

মাহমুদুর রহমান বলেছেন: এ বিষয়ে আমিও একটা পোষ্ট দিয়েছি।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কত ঝামেলা।
অথচ আমি তো কিছুই জানতে পারলাম না।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৪

নজসু বলেছেন:



ব্লগে আসতে আমিও নানা সমস্যার মুখোমুখি হচ্ছি।
পেইহ বারবার রিলোড করতে হয়।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৯

তারেক_মাহমুদ বলেছেন: ইয়াহু অবশেষে আমি ঢুকতে পেরেছি।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: ইস্কাটন এলাকায় মোবাইলে বা কম্পিউটারে সামু পেন হয় না।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভিপিএন ব্যবহার করেন গুরুভাই।https://chrome.google.com/webstore/detail/touch-vpn/bihmplhobchoageeokmgbdihknkjbknd/related?utm_source=chrome-ntp-icon
চরম থেকে এই লিংকে গিয়ে ইন্সটল করে নিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.