![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রসঙ্গত আমি গত এক মাস যাবত যে কোনো একটা কাজের জন্য বসুন্ধরায় কর্মরত আছি ।তাই প্রতিদিন সকাল ৮টা হতে আমাকে বিকেল ৫টা পযন্ত সেখানে থাকতে হয় ।প্রতিদিন দুপুরে খাওয়ার জন্য অফিসের বাহিরে আসতে হয় । সত্যি কথা বলতে কি যদিও বসুন্ধরা আমার বাসা থেকে বেশি দূর নয় কিন্তু,তবুও গত একমাসে যতটা এখানে যাওয়া আসা মনে হয় গত ২০ থেকে ২৫ বছরে এতটা যাতায়েত করতাম না ।আমি গত একমাসে কিছু বিষয় লক্ষ করলাম আর তা হল, আমাদের দেশের নাম বাংলাদেশ হলেও খুব দ্রুত সম্ভবত কোনো
ইউরোপ ক্রান্তিকে ফেল করে ফেলপে
আচ্ছা সামুর ব্লগেতো মনে হয় অনেক হাই সোসাইটির ভাই ও বোন আছেন যারা হয়ত বসুন্ধরা বা ধানমন্ডি বনানী এবং এরকম হাইসোসাইটি এলাকায় থাকেন । আমি সেই সকল ভাই বোনদের কাছে জানতে চাই আসলে আপনাদের শরীরে কি সত্যিই বেশি গরম
লাখে নাকি শরীরে ওড়না না রাখাটা আপনাদের একটা ফ্যাসন হয়ে দাঁড়িয়েছে ?
গত একমাসে সেখানে যদি আমি ছয়শত নারী দেখে থাকি তার ভিতর হয়ত পাঁচশ জন নারীর শরীরেই কোনো ওড়না নেই ।
এর কোনো কারন বা ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না ।
দোষটা কি আমার মনের না আমার চোখের সেটাও জানা নাই ।দেখুন রাস্তায় বের যখন হই তখন কিন্তু চোখ বন্ধ করে চলা সম্ভব নয়,
তাতে গাড়ির সাথে ধাক্কা খেয়ে বড় ধরনের দূর ঘটনার সম্ভবনা আছে যেমন তেমন আবার ভুল করে যদি না চাওয়া সর্তেও দূর্ঘটনা বসত
দৃষ্টি যেয়ে আটকে যায় আপনাদের দিকে তখন আবার বলবেন লোকটার নজর খারাপ চরিত্র খারাপ ।
দেখুন গাছে পাকাই হোক আর কাঁচাই হোক যদি আকর্ষনীয় তেতুল বা বরই ঝুলে চোখের সামনে তাহলে নারীরা খেতে না পারলেও
অন্তত মুখের জলে তাদের ঠোঠ দুটো ভিজে উঠবে । আশা করি এর চেয়ে বেশি ব্যাখ্যা করার কিছু নাই।
আপুরা বোনেরা ভাবিরা আপনাদের শরীর ঢেকে রাস্তায় চলাফেরা করুন ।তাতে আপনি নিজেকে নিয়ে সেফ ভাবে চলা ফেরা
করতে পারবেন মানুষও আপনার দিকে খারাপ দৃষ্টিতে নজর দিবেনা।কোনো গাড়িতে উঠলে লক্ষ করবেন সেখানে লেখা আছে,যার যার
মালপত্র তার তার নিজ দায়িত্বে রাখুন।ঠিক তেমনি আপুরা আপনাদের সন্মান ধরে রাখা কিন্ত আপনাদের নিজেদের দায়িত্বের আওটায় পরে ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাই কয়েকদিন ধরে আমার নজর খুব খারাপ হয়ে যাচ্ছে।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১২
নাহিদ০৯ বলেছেন: ঠোঁটে এক ইঞ্চি লিপস্টিক দিয়ে খোলামেলা চলাফেরা করে শরীরের গোপন অঙ্গ পরপুরুষকে দেখানোর নাম স্মার্টনেস। এটা অনেক সস্তা একটা উপায় নিজের স্মার্টনেস দেখানোর। মাথায় এদের ঘিলু কম।
স্মার্টনেস তো ব্যবহারে, কথায়, জ্ঞানে। যদিও এগুলাও ধীরে ধীরে প্রকাশ নির্ভর হয়ে যাচ্ছে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাই কয়েকদিন ধরে কিছু হাইসোসাইটি এলাকায় চলাফেরা করতে গিয়ে আমার চোখে বড় বড় হয়ে যাওয়ার একটা রোগ হয়েছে
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
আরইউ বলেছেন: তাদের দায়িত্বের কথা পরে, আগে আপনার দায়িত্ব নিয়ে ভাবুন, হাসু। বাসায় আপনার আপনজন ওড়না ছাড়া চলাফেরা করেননা?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাসায়তো আপু আমার স্ত্রী আমার সামনে ওরনা দিয়েই চলফেরা করে তাহলে বাকিদের কথা এইবার বুঝে নিন।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
কাদা মাটি জল বলেছেন: অবশ্যই, আর মেয়েরা তা জানেও আপনার মতো ধর্ষক জানোয়ারদের বিচি সমেত শিশ্ন কর্তনের জন্য সবার ব্যাগেই তাই এন্টিকাটার থাকে আজকাল
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার কথা শুনে ভয়ে আমার বিচি কাদে উঠে গেছে আর শিশ্নের আগায় গরম জল মানে হিছু থৈ থৈ করছে।
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০
রাজীব নুর বলেছেন: আওতায় হবে। আওটায় না।
নারীদের ব্যাপক সম্মান করতে হবে পুরুষদের। ভালোবাসতে হবে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই গুরু ভাই। তাদের পা হতে মাথা পযন্ত সন্মান করতে হবে ।
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪১
ডার্ক ম্যান বলেছেন: মামা , মামী তো হেব্বি জোস
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আচ্ছা তাই নাকি তাহলেতো একনজর তোমার মামীরে দেখতে হবে।
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
পলাশবাবা বলেছেন: হাসু মামা এটা কে আধুনিক কালে প্রগতিশীল নারী সমাজ বলে।
যার জামা যত খোলামেলা সে নারী তত প্রগতিশীল। লেখাপড়া কম বা না থাকলেও চলবে।
সেই হিসাবে আমাজনের নেংটো জংলি নারী সমাজ মেগা প্রগতীশীল।
আমার পরিবারের মেয়েরা বাদে দুইন্নার সব মেয়ে প্রগতিশীল হোক।
কাদা মাটি জল এর শিশ্ন কি এভাবেই কাটা পরেছে।
সমব্যথী হতে পারছি না। আসলে প্র্যাক্টেক্যালি সম্ভব না।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কমেন্টে লাইক দিলুম শুধু ।যা বলার আপনেই বলেছেন,আমি কিছু বললাম না।
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৫
ঢাবিয়ান বলেছেন: মামা , আর যাই করেন ভুলেও বিদেশে যাইয়েন না। আর গেলেও শুধু মিডলইস্ট।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বিমান ভাড়া নাইগো ভাই ।কেমনে যামু।
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১১
রাজীব নুর বলেছেন: মেয়েরা ক্ষমা করে আসছে বলেই টিকে আছে সমাজ- সংসার ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: গুরুভাই আমি কিন্তু নারীদের সন্মান রক্ষার জন্যই এই পোস্ট দিয়েছি । নারীরা যেমন মা,বোন এবং মেয়ে হন তেমনি আবার নারীরাই কিন্ত প্রেমিকা ও গালফ্রেন্ড এবং ঘরের বউও হন ।
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৩
ডার্ক ম্যান বলেছেন: আপনার মত লোক যে সমাজে আছে, সেখানে ধর্ষক ইভটিজার খুব বেশি। আপনি একজন শিক্ষিত লোক হয়ে কিভাবে এই পোস্ট দেন ???
পর্দা করলেই নারী চরিত্রবান আর পর্দা না করলে নারী চরিত্রহীন এই ধরণের মানসিকতা থেকে বেরিয়ে আসুন । নারীর পর্দার চেয়ে পুরুষের চোখের পর্দা অনেক বেশি জরুরি ।
২২ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হাসা কইছেন।
১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি বুঝিনা পর্দার প্রতি মানুষের এতো অনিহা কেনো! আমরাতো আমাদের বার্থরোরেম পর্দা দেই ১০" ওয়াল দিয়ে, দর্জা আটকাই ইটালীয়ান লক দিয়ে। যাতে করে যে কেহ হঠাৎ করে ঢুকে নিজের সম্ভ্রম হানি না করতে পারে। তবে বাহিরে গেলে কেনো অর্ধনগ্ন থাকতে হবে!!!!
১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৪
রাকিব আর পি এম সি বলেছেন: নিজের দৃষ্টিভঙ্গি বদলান। নারীদের সম্মান করতে শিখুন। অাপনার জন্মও কিন্তু একজন নারীর পেট থেকেই।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আরে পাগলারে জন্ম নারীর পেটে বলে পুরুষেরা কি বিয়া না কইরা চিরকুমার হইয়া থাকবে।
১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৭
মেহেদী হাসান হাসিব বলেছেন: অবশ্যই নারীকে পর্দা শীল হতে হবে। পাশাপাশি পুরুষকেও তাদের কামনা সংযত করতে হবে। আমার লেখা শোভার মৃত্যু গল্পটি আলোচিত ব্লগে এসেছে। সময় করে পড়ার অনুরোধ রইলো।
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২২
কানিজ রিনা বলেছেন: হা হা আপনিতো দেখি তেঁতুই মামার
উপাধি পাবেন। বসুন্ধরা বারীধারা গুলশান
বনানী এলাকায় সব বাংরেজ বাংলীশ
মেয়েরা বাবা মায়েরা বাস করে তারা
মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়াশুনা করায়।
এসব স্কুল গুলতে ওলেভেল এলেভেলে পড়ে
প্যান্টশার্ট পরে, এখন বুঝুন এলেভেল শেষ
করতে করতে মেয়েরা বড় হোয়ে যায়।
তারা আর ছালোয়ার কামিজ পরবে কেমনে?
মানুষতো অভ্যেসের দাশ।
তাছারা এদের বাবা মায়েরা ধর্মীয় শিক্ষায়
উদাশীন থাকে বেশীর ভাগ। ইংলীশ মিডিয়ামে
পড়া ছেলে মেয়েদের এত বেশী পড়ার চাপ
থাকে যেকারনে ধর্মীয় শিক্ষা পিছিয়ে পড়ে।
আপনার উচিৎ এসব এলাকায় চোখের পর্দা
নিয়ে চলা। বেশ ভাল একটা পোষ্ট দিয়েছেন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি আর কমু আপু । আমি যেখানে আছি তার পাশে একখান স্কুল আছে সেখান ইংলিশরা বাংলীশ
মেয়েদের খেলাধূলা শেখায় । মাঝে মধ্যে মনের ভুলে আমি লুকাইয়া দেখি যেমন ইংলিশদের পোশাক তেমন বাংলীশদেরও
চোখ আর ফেরাতে পারিনা আপু।
১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪
আরোগ্য বলেছেন: মামু নারীবাদী হইতে সাবধান।
২২ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম সেটাই ভাবছি ভাগ্নে।
১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি আপনার চোখের হেফাজত করুন। হেফাজতে চোখ।
২২ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ভাই সেটাই করতে হবে।
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৮
মাহমুদুর রহমান বলেছেন: আমি একটা কথা বলিঃ
জাহান্নামে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশী হবে অনেক বেশী।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই কথা আল্লাহুই জানেন । অনেক ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টের জন্য।
১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৫
সূচরিতা সেন বলেছেন: খুব ভালো একটা বিষয় নিয়ে পোস্ট করেছেন । আসলে আমাদের মেয়েদের শরীর ঢেকে চলাটাই সব থেকে ভালো কেননা বাজারে যে মাছটা নরম বেশি ঘুরেফিরে মানুষের হাতের আঙ্গুল সেই মাছটার শরীরেই চাপ দেয় বেশি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপু আপনার মন্তব্যটি মন ছুঁয়ে গেল । আপনার প্রতি ভাইয়ের মত সন্মান থাকল।
১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০৫
Prince Roy বলেছেন: নারীবাদী হইতে সাবধান।
২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৩০
উম্মু আবদুল্লাহ বলেছেন: হাসলাম আপনার পোস্ট পড়ে। যারা কাপড় খুলতে চায় তারা তো অন্যকে দেখানোর জন্যই খুলতে চায়। এই ছোট বিষয়টি আপনার মত বুদ্ধিমান মানুষের তো না বোঝার কথা নয়।
আপনি পুরুষ হয়ে কি করতে পারেন এ বিষয়ে? যা করতে পারেন তা হল, আপনার আচরন দিয়ে এদের উপেক্ষা করুন। দৃষ্টি সরিয়ে নিন। মেয়েরা এসব খুব ভালই বুঝতে পারে। আপনার অশ্রদ্ধাই পারে তাদেরকে বিভ্রান্তির পথ থেকে ফেরাতে। কিন্তু আপনি যদি উল্টো লোলুপ দৃষ্টি দেন সেটি হবে বরং পৃষ্ঠপোষকতা।
আরেকটি অপ্রিয় সত্য। পুরুষকূল যখন স্বল্পবসনাদের নিয়ে পোস্ট দেয় তখন তা হিতে বিপরীত হবার সম্ভাবনা খুব বেশী। এইটি রগরগে "চটি" বলে গন্য হতে পারে। সেই কারনে এইসব নিয়ে পোস্ট দেবার সময়ে আপনার শব্দ চয়নের প্রতি একটু হুশিয়ার থাকবেন।
২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৭
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
দেরীতে মন্তব্য করার জন্য লজ্জিত।
বর্তমানে আমরা কেবল পোশাকেই আধুনিক হচ্ছি, মানসিকতায় না। মেয়েদের ওড়না ছাড়া ঘোরা, স্লিভলেস পরা, সর্ট ড্রেস পরাই কেবল যদি আধুনিকতা হয় তবে সেটা ভুল, অবশ্যই ভূল। আমরা অনুকরণ করেই দ্রুত বড় হতে চাই, একবারে গাছের মগডালে ওঠার স্বপ্নের মতো, সিড়ি বাদ দিয়ে লিফটে উঠার মতো! এদিকে যে পশ্চাৎ এর কাপড় খুলে কখন সবার অজান্তেই পড়ে গেছে সেদিকে কোন খবর নাই। হায়রে মানসিকতা!
আধুনিক হতে চায় সমস্যা নেই, আধুনিক হউক কিন্তু বেঁচে থাকতে হলে আধুনিক হতেই হবে এটা এদেরকে কে বলল? এই অদ্ভুত ধ্যানধারনা নিয়ে আধুনিক না হয়ে এরা দিন দিন আদিম হয়ে যাচ্ছে। পাশ্চাত্যের সংস্কৃতি আমাদের এত সুন্দর সংস্কৃতির সাথে মিশিয়ে এটাকে এরা খুব দ্রুতই নোংরা করে দিচ্ছে! এদেরকে দেখে বাকি সবাই আরও খারাপ খারাপ পন্থা শিখছে।
এদের এইভাবে চলাফেরা নিয়ে কথা বললে আমি হব হয় ক্ষ্যাত না হয় জংগী না হয় অশিক্ষিত! কেন এভাবে কাপড় পরে বেড়াবে এই প্রশ্ন করলে মনে করে পাগল, পাবনা থেকে এসেছি। আল্লাহর আদেশ মেনে পর্দা করতে বললে বলবে, ধর্ষক না হয় যৌন নির্যাতন কারী। স্মার্টনেস হল শর্ট কিংবা ওপেন ড্রেস। যত শো-অফ ততই হিট! যতই খুল্লাম খুল্লা ততই স্মার্ট!!!!!!!!!
উম্মু আবদুল্লাহ আপু যা বলেছেন তারপর আর কিবা বলা যায়? বলুন এখন এদেরকে আপনি কি বুঝাবেন? এদের কাপড় খুলা দেখতে চায় অনেকেই, তাইতো এদের সমর্থনে লোকজনের ও অভাব হয় না?? ফ্রী ফ্রী এন্টারটেইনমেন্ট কে মিস করতে চায় বলুন?
চমৎকার সাহসী একটা বিষয় নিয়ে লেখার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন রইল! এই সব লেখার জন্য বুকে সাহস লাগে। অভিনন্দন আপনাকে।
একটা কাজের কাজ করেছেন। মন থেকে শুভ কামনা রইল!
২২ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ এবং শুভকামনা।
২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১০
পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহা গেলেন তো ধরা খেয়ে।।
আপনি কলকাতাতে আসুন .... দেখবেন ক'জন কে আপনি আপনার মনের মত পান !
শুধু কলকাতাতে নয় ,মফস্বলের শহরগুলিতেও জিনস টপ পড়াটা মেয়েদের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৩
রানার ব্লগ বলেছেন: নজর ও মস্তিষ্ক দুটকেই ওয়ার্কশপে পাঠান।
২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪২
আরইউ বলেছেন: তাহলে কেউ আপনার বক্তব্যকে এভাবে ইন্টারপ্রিট করতে পারে- আপনার আপু এবং আপনার স্ত্রীও আপনাকে বিশ্বাস করেনা, আপনার কাছ থেকে সাবধান থাকে!!
২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫১
গরল বলেছেন: বুকের উপর অন্তর্বাস সহ দুই পুরত কাপড় থাকার পরও যদি কারও কিছু না ঢাকে, ওড়না দিয়ে কি তা ঢেকে রাখা সম্ভব? তাহলেতো আপনার কথামত ছালা বা বস্তা দিয়ে ঢাকতে হবে। আপনার মা বোনেরা কি আপনার সামনে ছালা-বস্তা পড়ে থাকে, এইরকম চিন্তা ভাবনা নিয়ে বাস করলেতো আপনার পরিবারের মহিলারা নিতান্তই ঝুঁকির মধ্যে থাকে।
২৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৬
হাসান কালবৈশাখী বলেছেন:
ওড়না ভারতীয় উপমহাদেশীয় পোশাক।
পৃথিবীর অন্য মুসলিম দেশে কোথাও নেই।
২৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩১
লিংকন১১৫ বলেছেন: কি আর কমু ভাই , জব করি বারিধারা ডি,ও,এস,এইচ এ বিভিন্ন কাজের কারনে বসুন্ধারায় যেতে হয় ,
২৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
বসুন্ধরায় যারা থাকে, এদের ৫০% ভাগ কালো টাকার মালিক; এদের পরিবারের অবস্হাও সুবিধার নয়
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মাগো মা ওস্তাদ হেইয়া আর মুই কি কমু ? একখান ফ্লাটের দাম প্রায় ৩ কুটি টাকা । মুই মরার পরেও তিন কুটি টাকা এক জায়গার
করবার পারমু না আর তহন প্রতি ফ্লাট দাম দাঁড়াইবো প্রায় ছয়কুটিতে
২৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জানি না আপনার লেখা টিকে থাকবে কিনা। কয়েক বছর আগে অন্য এক নিকে বিডি সিনিয়র তারকাদের হঠাৎ করে ভারতীয় স্টাইলে ওড়না গলায় ধারণ করা নিয়ে একটা পোস্ট দেয়ার পর তা মুছে ফেলা হয়েছিল। কিছু বলার নেই। আমরা অচিরেই তুর্কি, মিশর, মালয়েশিয়ার মত হতে যাচ্ছি - যেখানে একই সাথে ওয়েস্টার্ন ও ট্রেডিশনাল পোশাক চালু আছে...
৩০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
পবন সরকার বলেছেন: হাসু মামা আপনি এত বেরসিক হইলেন কবে থেকে?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেমন আছেন পবন দা ?
৩১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
পলাশবাবা বলেছেন: পদাতিক চৌধুরি দাদা। আপনাদের ওখানকার মানুষের মন নিয়ে বড়াই করছেন মনে হচ্ছে ।
আমাদের মন ছোট হতে পারে। তবে আমরা আপনাদের পর্যায়ের ধর্ষক হতে আরো হাজার খানেক শতাব্দী লেগে যাবে।
আপনাদের মন উন্নত । কিন্তু যন্ত্রের উপর নিয়ন্ত্রন বৈপ্লবিক।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৩২| ২১ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২১
স্বপ্নডানা১২৩ বলেছেন: গড়ল বলেছেন: বুকের উপর অন্তর্বাস সহ দুই পুরত কাপড় থাকার পরও যদি কারও কিছু না ঢাকে, ওড়না দিয়ে কি তা ঢেকে রাখা সম্ভব? তাহলেতো আপনার কথামত ছালা বা বস্তা দিয়ে ঢাকতে হবে। আপনার মা বোনেরা কি আপনার সামনে ছালা-বস্তা পড়ে থাকে, এইরকম চিন্তা ভাবনা নিয়ে বাস করলেতো আপনার পরিবারের মহিলারা নিতান্তই ঝুঁকির মধ্যে থাকে।
২২ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাহলে আর মহিলা পুরুষ টয়েলেট খোজার কি প্রয়োজন তাছাড়াও পুরুষেরা যেভাবে রাস্তাঘাটে যেখানে সেখানে বসে পরে
চাইলে নারীরাও বসে পরতে পারে পশ্রাব করার জন্য। আর বাসা বাড়িতেও টয়েলেটে কোনো দরজা দেয়ার প্রয়োজন নাই।
৩৩| ২১ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মামা, আপনি মোমিন হলে কোরানের নির্দেশ মত, দৃষ্টি অবনত রাখুন।
কে ওড়না দিল,কে ন্যাংটা রইল সে সব আপনার বিবেচ্য নয়। নিশ্চয় আখেরাতে যার হিসাব সে দেবে।
২২ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই ভাবছি ।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০
শাহিন বিন রফিক বলেছেন:

আমি মন্তব্য করমু না।