![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের কাউন্সিলার শফিকুল ইসলাম বাছেক ভাই আপনাকে ফুলের শুভেচ্ছা জানাই
হবেইতো আর হতেই হইবে। সবইতো আমরা আমরাই। তাই বলে বিনা প্রতিদণ্ডিতায় নির্বাচিত হচ্ছেনা কাউন্সিলররা।
তবে মজার বিষয় হচ্ছে যেটুক প্রতিদণ্ডিতা হচ্ছে সেটুক ভাই হয়ে ভাইয়ের সাথে একটু আকটু লড়াই তবুওতো আমরা আমরাই।
আর কেউ জয়ী হই বা পরাজয়ী তবুও আমারা আমরাই।
একটা সুখবর হচ্ছে,আমাদের, ঢাকা উত্তর সিটিকর্পোরেশনের উপনির্বাচনে ৩৯ নং ওয়ার্ডের জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী ঠেলা গাড়ী মার্কা, বাড্ডা এবং ভাটারার, মাটি ও মানুষের জনপ্রিয় নেতা জনাব শফিকুল ইসলাম বাছেক ভাই এবার কাউন্সিলার হিসেবে জয় লাভ করেছেন।
লোক বা ব্যাক্তি হিসেবে উনি উপযুক্ত প্রাথী। আর সেজন্য বাছেক ভাইকে আমরা পাশে পেয়ে অতন্ত খুশি হয়েছি ।
সহ ব্লগার ভাই বোনেরা আপনেরাও প্লীজ বাছেক ভাইয়ের জন্য দোয়া করবেন।
তাকে অবশ্য অনেকেরি চেনার কথা । আমার জানাতে ভুল না হলে আমাদের শফিকুল ইসলাম বাছেক ভাই এক সময় ঢাকা তিতুমীর কলেজের ছাত্রলীগের সাবেক জনপ্রিয় সাধারণ সম্পাদক ছিলেন।তিনি তার রাজনৈতিক জীবনে সৎ এবং পরিশ্রমী ও যোগ্যতা সম্পন্ন নেতা হিসেবে তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় হিসেবে পরিচিত।তাছাড়াও তিনি রাজনীতিতে একাদিক পদ প্রদবির অধিকারী।তিনি ঢাকা মহানগর উঃ ছাত্রলীগের সাবেক সহ-পাঠাগার সম্পাদক ছিলেন এবং বর্তমান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকারী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘ দিন ধরে ৩৯ নম্বর ওয়ার্ডে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। সে হিসেবে তিনি ৩৯ নং ওয়ার্ডের মানুষের কাছে অত্যন্ত আস্তা বাজন এবং জনপ্রিয় মানুষ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দোয়া করিবেন।
২| ০১ লা মার্চ, ২০১৯ সকাল ৮:৪১
আখ্যাত বলেছেন:
কার জন্য দোয়া?
০১ লা মার্চ, ২০১৯ রাত ১০:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নব কাউন্সিলার ভাইদের জন্য।
৩| ০১ লা মার্চ, ২০১৯ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।
০১ লা মার্চ, ২০১৯ রাত ১০:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওকে গুরু ভাই।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।