নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ-ভারত সীমান্তে কড়া সতর্কতা বিএসএফের

০১ লা মার্চ, ২০১৯ রাত ১০:০৬


বাংলাদেশ আর ভারতের সীমান্তে বিশেষ সতর্কতা জারি করেছে বিএসএফ। ভারত এবং পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে
ভারত এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারনা করা হচ্ছে। একজন ভারতীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছেন ভারত এবং পাকিস্তান সীমান্তে বিরাজমান উত্তেজনার প্রেক্ষিতে কোন দুর্বৃত্ত বা সন্ত্রাসী যাতে সুযোগ নিতে না পারে সেজন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে দুই হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। তার মধ্যে বেশির ভাগ এলাকায় সীমান্ত বেড়া নেই।তবে কি কারণে বিএসএফ এমন সতর্কতা জারি করেছে এটা এখনো সম্পূর্ণ স্পষ্ট নয়। ঢাকার কর্মকর্তারা এই ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। তবে ওয়াকেবহাল সূত্রগুলোর মতে বেশ কিছু সংখ্যক কাশ্মিরী ছাত্র বাংলাদেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। তাদের তরফে কোন সন্ত্রাসী ঘটনা যাতে না ঘটতে পারে হয়ত এই জন্যই বিএসএফকে আগাম সতর্ক রাখা হয়েছে। উল্লেখ্য যে ভারত ও পাকিস্তান সীমান্ত উত্তেজনায় বাংলাদেশ কোন মন্তব্য করেনি। বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

ছবি ও সূত্র: অনলাইন নিউজ।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৯ রাত ১০:২১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বিএসএফের সতর্ক থাকাই দরকার। ভুলেও যদি এদেশ থেকে কেউ(কাশ্মিরী) হামলা করে, পুরো দেশের(আমাদের) ইমেজ নষ্ট হবে। পশ্চিম সীমান্তে ওরা যা কামড়া-কামড়ি করার করুক।

০১ লা মার্চ, ২০১৯ রাত ১০:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একদম ঠিক বলেছেন । সহমত। আর আমাদের ইমেজ রক্ষার দায়িত্ব আমাদেরই।

২| ০১ লা মার্চ, ২০১৯ রাত ১০:৩৪

Sujon Mahmud বলেছেন: ভালো সিদ্ধান্ত। মাছ মারবে ওরা আর কাদা লাগবে। বাংলাদেশের গায়ে। এ্য নেহি হো সাকতা

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই ।

৩| ০১ লা মার্চ, ২০১৯ রাত ১০:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: অত্যন্ত সদর্থক সিদ্ধান্ত। সতর্ক হওয়া বোধহয় জরুরী ।

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হু।

৪| ০১ লা মার্চ, ২০১৯ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের ভয় পাবার কোনো কারন নেই।

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক।

৫| ০১ লা মার্চ, ২০১৯ রাত ১১:১৪

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো করেছে ।

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম।

৬| ০১ লা মার্চ, ২০১৯ রাত ১১:২১

মাহমুদুর রহমান বলেছেন: পাকিস্তানের ক্ষোভ বোধ হয় এখন বাংলাদেশের উপর ঝাড়বে। হে প্রভু এদের হেদায়েত দিন।

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু মালুম।

৭| ০১ লা মার্চ, ২০১৯ রাত ১১:৪২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো সিদ্ধান্ত। সীমান্তে সবসময় সতর্ক থাকা উচিত।
আমরা আজাইরা দাংগা, জঞ্জাল চাইনা।

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক কইছেন।

৮| ০১ লা মার্চ, ২০১৯ রাত ১১:৪৫

এস এম মামুন অর রশীদ বলেছেন: আমাদেরও সীমান্তে সতর্কতা বৃদ্ধি করা উচিত। এমনিতে ভারত সীমান্তে যে আচরণ করে আমাদের সঙ্গে, তা প্রায়ই ন্যাক্কারজনক। আর এখন তো বিশেষ পরিস্থিতি।

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই।

৯| ০২ রা মার্চ, ২০১৯ রাত ১২:১২

ইফতেখার ভূইয়া বলেছেন: শুনতে ভালো নাও লাগতে পারে, কিন্তু বাংলাদেশে এভাবে ঢালাওভাবে বিভিন্ন দেশের সমস্যা প্রবণ এলাকার লোকজন ঢুকতে দেয়া ঠিক হচ্ছেনা। বাংলাদেশীদেরও এভাবে বৈধ কাগজপত্র ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে যাওয়াকেও সমর্থন করিনা।

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.