নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

ব্লগে চলছে যেন হিটখোরদের এক ধরনের হিট হিট লুকোচুরি খেলা

০৭ ই মার্চ, ২০১৯ রাত ১০:১৩


আমার মাথায় ধরতে চায়না ব্লগে এই ধরনের নোংড়া কার্যলাপ করে লাভ কি ? পোস্ট প্রকাশ হয়েছে ০৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৪ আর
শেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৫ আর এখন বাজে আমার মোবাইলের ঘড়িতে ৯ঃ৫৭ হয়ত আমার এই পোস্টটি প্রকাশ করতে
আরো কয়েক মিনিট পার হয়ে যেতে পারে । যাই হোক মাত্র ৪৫ থেকে ৫০ মিনিটে একটা পোস্ট কিভাবে ১১৮৩ বার পঠিত হয় ? এত পঠিত কোনো লেখা সম্ভবত সামুর স্টিকি করা পোস্টও আজকাল হয়না। না এই ধরনের কার্যলাপ শুধু ব্লগারদেরই নয় বরং ব্লগ কৃতপক্ষকেও
কিছুটা বিভ্রান্তে ফেলছে । সামু যখন একটা পোস্ট স্টিকি করে তখন অনেক ভেবে চিন্তে এবং অনেক বড় বড় মাপের ব্লগারদের সাথে
পরামর্শ করে তারপর স্টিকি করেন বা সকল ব্লগার ও পাঠকদের দৃষ্টি আকর্ষন করেন । আর একটা লেখা ব্লগে স্টিকি করার বেশ কয়েকটি
কারন থাকলেও তার মধ্যে প্রধান কারন হল স্টিকি করা সেই পোস্ট বা লেখাটি যেন সকলের নজরে বা দৃষ্টিতে আসে এবং সকলে যেন
সেই লেখাটি পড়ে,এক কথায় সেই লেখাটা পড়ার জন্য সকল লেখক এবং পাঠকদের আমন্ত্রন করা।আর সেই হিসেবে সামুতে সাধারন নির্বাচিত বা প্রথম পাতার অথবা আলোচিত পাতায় থাকা পোস্টের চেয়েও স্টিকি থাকা লেখাটি সব থেকে বেশি পঠিত হয় অথচ আজকাল
প্রায়সময় ব্লগে উুকিঝুকি দিলেই দেখা যায় কিছু লেখা স্টিকি পোস্টের তুলনায় কয়েক মিনিট বা ঘন্টায় বেশি পঠিত হচ্ছে ।এই রকম
ঘটনার রোধ করার কি কোনও ঔষুধ নাই ব্লগ কৈতিপক্ষের কাছে ?
একটা লিঙ্ক দেয়া হয়েছিল সেটা কেঁটে দিলাম ।লিঙ্কটায় বেশ অভদ্রটা কিছু ঘটেছে দেখলাম।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ১০:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সম্ভবত সামু ছেড়ে বিদায় নিতে হবে।


ওটা কেউ রিলোড করছে মামু...;)

০৭ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাগ্নে সেই কালো রিলোডকারীকে চিহ্নিত করে উপরিজুপরি নিয়ম ভাঙ্গার কারনে উপযুক্ত শাস্তি দেয়ার ব্যবস্থা করার প্রয়োজন। :(
যাই হোক ব্লগটা কারো একার সম্পদ নয় আমাদের সকলে সমমিলিত একটা সম্পদ মনে রাখা প্রয়োজন সকলের। :(

২| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

০৯ ই মার্চ, ২০১৯ রাত ১২:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বড়ই দুঃখজনক।

৩| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ১১:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমিও ভাবছি ব্লগকে বিদায় জানাবো !!
লাভ কি হবে এত লেখে!!

০৯ ই মার্চ, ২০১৯ রাত ১২:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার এরকম প্রশ্নের উত্তর আমাদের ওস্তাদ ব্লগার চাঁদগাজী দিতে পারবেন ।আমার পক্ষে সম্ভব নয়। ;)

৪| ০৮ ই মার্চ, ২০১৯ রাত ১:৩৭

আকতার আর হোসাইন বলেছেন: কি বলব। খুবই কষ্টকর সংবাদ।

৫| ০৮ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৪৭

রাকিব আর পি এম সি বলেছেন: ব্লগে লেখার অার ইচ্ছে হয় না। সামু তার জৌলুস হারিয়ে ফেলেছে অনেক অাগেই। ব্লগের হারানো জৌলুস ফিরিয়ে অানতে অামরা ৫টি প্রস্তাব-
১) যখন নতুন কেউ ব্লগে যুক্ত হবে, তাকে অন্তত ১ মাস পর্যবেক্ষণে রাখতে হবে। এই সময়ে তাকে ব্লগে কিছু সংখ্যক লেখা প্রকাশ করতে হবে যা মডারেটরগণ রিভিউ করবেন। তারা লেখায় সন্তুষ্ট হলেই কেবলমাত্র তাকে "সেফ" ব্লগার হিসেবে স্বীকৃতি দিতে হবে। অার একজন ব্লগার "সেফ" না হওয়া পর্যন্ত প্রথম পাতার লেখাগুলোতে তার মন্তব্য করার কোন সুযোগ থাকবে না।
২) প্রতিটি পোস্টে "report" করার অপশন থাকতে হবে। কোন পোস্টে নির্দিষ্ট সংখ্যক ব্লগার report করলে তা মডারেটরগণ রিভিউ করে দেখবেন। যদি ব্লগের নীতি বিরোধী কোন কন্টেন্ট হয়ে থাকে, তবে সেই ব্লগারকে "সেফ" থেকে নিচু স্তরে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট কিছু দিনের জন্য।
৩) পোস্টের পাশাপাশি কোন সন্দেহজনক "নিক" এও ব্লগারদের report করার অপশন রাখতে হবে।
৪) নির্বাচিত পাতার "সর্বাধিক পঠিত" অংশটি বাদ দিয়ে শুধুমাত্র সর্বাধিক মন্তব্য প্রাপ্ত এবং সর্বাধিক লাইক প্রাপ্ত লেখাগুলোকে স্থান দিতে হবে।
৫) কোন ব্লগারের বিরূদ্ধে অসদুপায়ে ব্লগিং এর অভিযোগ উঠলে তা ব্লগ কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে নির্দিষ্ট সময়ের জন্য "ব্যান" করতে হবে।

সামু কর্তৃপক্ষ যদি এখনই যথাযথ পদক্ষেপ নিতে না পারে, তাহলে হয়ত সামু থেকে অনেক ব্লগারই হারিয়ে যাবে।

৬| ০৮ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৫৭

ম্যাড ফর সামু বলেছেন: মাম্মা ! সবই ঠিক আছে কিন্তুক তালগাছটা আমার!

তবে রাকিব আর পি এম সি ভাইয়ের প্রস্তাবগুলো কর্তৃপক্ষ একটু ভেবে দেখতে পারেন। মন্দ না প্রস্তাবনাগুলো, আমাদের প্রাণের এই মেলা কে অন্যায় আগ্রাসন থেকে রক্ষা করার জন্য কর্তৃপক্ষের আরো একটু কঠোর হওয়া উচিত বলে মনে হয়।

ধন্যবাদ আপনার প্রতিবাদ এবং অন্যায় অপকর্মগুলো আমাদের নজরে আনার জন্য। আর রাকিব ভাইকেও ধন্যবাদ সুন্দর কিছু পরামর্শের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.