নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

সামুতে কি সহৃদয়বান ব্যাক্তি আছেন ? যিনি আমায় ২০হাজার টাকা ধার দিবেন ?

২১ শে মার্চ, ২০১৯ রাত ১:০৩


সমস্যা ছিল প্রায় অনেক টাকার তার মধ্যে মোটামুটি ২০ থেকে ৩০হাজার টাকার মত সংগ্রহ করেছি কিন্ত বাকি ২০ বা ৩০হাজার
টাকা সংগ্রহ করার মত কোনো ব্যবস্থা নাই :( তাই সামুতে যদি কোন সহৃদয়বান ব্যাক্তি থেকে থাকেন মাত্র মাস দুই তিনের জন্য আমাকে
২০থেকে ৩০ হাজার টাকা লোন দেন। :| আমি সত্যি সত্যিই বলছি বেশ সমস্যায় আছি বলেই এই লোন চেয়ে পোস্ট।তবে কথা দিচ্ছি মাত্র
দুই থেকে তিন মাসের মধ্যে টাকা পরিশোধ করে দিবো ।তবে টাকাটা আমার খুবই জরুরী প্রয়োজন। কেহ দিতে আগ্রহী থাকলে জানাবেন
বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবো । আবার ফেরত দেওয়ার সময় আমিও আপনাদের বিকাশ নাম্বারেই পাঠিয়ে দিবো। প্লীজ হেল্পমী ।
টাকাটা আমার এক পরিচিত অসহায় গরিব লোকের চিকিৎসার পিঁছনে ব্যায় করা হবে। তবে লোন কৃত টাকাটা ফেরত দিতে
দুই তিন মাস সময় লাগার কারন হল এই টাকাটাও আমরা কয়েকজন বন্ধু মিলে আমাদের পক্ষ থেকে ঈদের বেতন বনাসের টাকা হতে কালেকশন করে ফেরত দিবো।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১:২৩

নতুন বলেছেন: সাহাজ্য করার ইচ্ছা ছিলো কিন্তু বত`মানে নিজেই লোনের ঘানী টানছি তাই কিছু করতে পারছিনা বলে সরি।

২১ শে মার্চ, ২০১৯ রাত ১:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওকে । আল্লাহু আপনাকে আপনার লোন দ্রুত পরিশোধ করার মত তৌফিক দান করুক সেই দোআ রইল। আসলে সময় মত হাতে টাকা পয়সা না থাকলে আর বিপদে পড়লে কি যে একটা সমস্যা সেটা এবার টের পাচ্ছি । মহান আল্লাহু যেন এমন বিপদে কোনো
শত্রুকেও না রাখেন।

২| ২১ শে মার্চ, ২০১৯ রাত ২:৩২

শুভ্রতারা বলেছেন: আমি কিছু টাকা দিতে চাই হয়ত পুরাটা দিতে পারব না আর যেহেতু এটা একজনের চিকিৎসার জন্য ব্যায় করা হবে এটা ফিরত দিতে হবে না। কিন্ত আমি তো বিকাশ করতে পারব না, আপনার এ্যাকাউন্ট নাম্বার দিলে আমি কালকেই পাঠিয়ে দিব আপনি হয়ত পরের দিন পেয়ে যাবেন ।

২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এরকম একটা বিপদের সময় আপনাকে পাশে পেয়ে নিজেকে কিছুটা হলেও হালকা মনে হচ্ছে। আপনাকে অন্তরের অন্তর স্থল থেকে
কৃতজ্ঞতা এবং অশেষ ধন্যবাদ জানাই । একবার যে আর্থিক পরিস্থিতি খারাপে পড়ে সেই হয়ত বুঝবে আসলে সেই মুহুর্তটা কেমন
কাটে,আরো যদি হয় হাসপাতাল বা চিকিৎসা সংক্রান্ত । যাই হোক আমি ওয়াদাতে বিশ্বাসী আর পোস্টেই স্পষ্ট ভাবে বলেছি টাকাটা
যত দ্রুত সময় সম্ভব পরিশোধ করার চেষ্টা করবো তবে বেশি হলে জুনের মাঝামাঝি বা জুনের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে পরিশোধ করে দিবো ।আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই তবে দিতে চাইলে যাই দেন ০১৯৫৯৭৯৩০৩৩ এই নাম্বারে পাঠাতে পারেন । পাঠালে অবশ্যয় এই পোস্টের কমেন্টের মাধ্যমে যে ফোন থেকে পাঠাবেন সেই
মোবাইলের শেষ নাম্বার বা পুরো নাম্বারটা জানাবেন । পাশাপাশি অনুরোধ থাকলো আপনার মেইল ঠিকানাটিও জানাবেন যাতে
আমি টাকা ফেরত দেয়ার সময় আপনার সাথে যোগাযোগ করতে পারি।

৩| ২১ শে মার্চ, ২০১৯ রাত ২:৫১

মাহমুদুর রহমান বলেছেন: ভেবেছিলাম এড়িয়ে যাবো কারন আমি বেকার ভাই।
তবুও চোখ দেখলো যদি না জানিয়ে যাই,
কেমন যেন মন্দ হয়ে যায়।

২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান ভাই। দোআ করবেন যেন খুব দ্রুত সমস্যা কাটিয়ে উঠতে পারি ।

৪| ২১ শে মার্চ, ২০১৯ সকাল ৭:৪৭

রাজীব নুর বলেছেন: ধার দেনা করে কাউকে সহযোগিতা করার দরকার নেই। ইসলামও বলে নাই ধার দেনা করে সাহায্য করো।
কয় জনকে সাহায্য করবেন? এদেশে কোটি কোটি মানুষ অসুস্থ। তাদের চিকিৎসা দরকার, খাদ্য দরকার।

২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ গুরু ভাই তবে এই অর্থটা এমন একজন মানুষের জন্য, যার জন্য শুধু ধার দেনা নয় প্রয়োজনে শরীরের মাংস রক্ত বিক্রি করে টাকা দিতে হলেও দিবো। সব কথা সব সময় ভেঙ্গে বলা যায়না। টাকা আমার কাছেও ছিল তবে হঠাৎ করে এরকম একটা
পরিস্থিতিতে পরে যাবো ভাবতে পারিনী । যাই হোক দোআ করবেন ।

৫| ২১ শে মার্চ, ২০১৯ সকাল ১১:০৫

তারেক_মাহমুদ বলেছেন: রাজীব নুর ভাইয়ের পরামর্শটা ভাল।

২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আশা করি উত্তরটা দেখলেও কিছু বুঝতে পারবেন ।

৬| ২১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১০

শুভ্রতারা বলেছেন: আমি তো বল্লামই আমি বিকাশ করতে পারব না কারন আমি দেশের বাহিরে থাকি। আপনি অ্যাকাউন্ট নাম্বার দিলে আমি টাকা দিতে পারব । আমি যতটুকু পারি এমনিতেই হেল্প করব ফিরত দিতে হবে না তাই আমার সাথে যেগাযোগের কোন দরকার হবে না ।

২২ শে মার্চ, ২০১৯ রাত ১২:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: standard chartered bank
সম্ভবত বাংলায় হবে : স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ।
অ্যাকাউন্ট নম্বরঃ 24130676001
এটা আমার এক খুব ক্লোজ ছোট ভাইয়ের অ্যাকাউন্ট নম্বর। পাঠালে জানাবেন ।

৭| ২১ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কেউ এক জন বলেছিলেন- ঋণ করে হলেও ঘি খাও!
আমি ঋণ করে অমৃতও খেতে রাজি নই।
সম্ভব হলে বিষ খাবো তারপরও ঋণ করবো না।

ঋণের টাকা কেউ আজ পর্যন্ত আমাকে ফেরত দেয়নি।
আমি আবার হাজী মোহসীন নই যে চিরতরে দান করে দেব।
তবে আপনাকে দেয়া যেতে পারে।
মানুষ চেনা যায় টাকা ধার দিলে।

২২ শে মার্চ, ২০১৯ রাত ১:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মানুষ চেনা যায় টাকা ধার দিলে। তবে খুবই বিপদে আছি, আর জীবনে যেন এরকম বিপদে কেউ না পরেন।

৮| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১১:৪১

রাফা বলেছেন: [email protected] মেইল করেন

২২ শে মার্চ, ২০১৯ রাত ১:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যে কোনো সমস্যার কারন বসত এখন মেল করতে পারছিনা। কালকে দিনে অবশ্যয় করবো ।

৯| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৭

শুভ্রতারা বলেছেন: টাকা পাঠাতে আমার আরো কিছু জিনিস লাগবে, উনার নাম, যে নামে উনার আ্যাকাউন্ট , ব্রাঞ্চ নাম্বার ও শহরের নাম , মানে ব্যাংকটা কোন শহরে অবস্থিত।

২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিছু মনে করবেন না এটা আমার জানা মতে একটা ইন্টারন্যাশানাল ব্যাংক । আর সে হিসেবে বাংলাদেশের যে কোন ব্রাঞ্চ থেকে কাড পান্চ করে তুলে নেয়া যেতে পারে।আর উনার নাম প্রকাশ করতে উনি ইচ্ছুক নন। ধন্যবাদ ।
যাই হোক যদি শুধু নাম্বার দিয়ে টাকা পাঠানো গেলে পাঠান। মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে ।

১০| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫০

শুভ্রতারা বলেছেন: সরি , তাহলে তো সম্ভব না ।

২২ শে মার্চ, ২০১৯ রাত ১১:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওকে সম্ভব না হলে প্রয়োজন নেই। তবে একটা কথা বলবেন আপনে কি চান । তার নাম ঠিকানা প্রয়োজন না আমাকে আপনার প্রয়োজন কোনটা ? ক্লিয়ার করে বলবেন। আমাকে বা আমার নাম ঠিকানা আমার পরিচয় যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেটাই
বলবেন আর আপনার মেল ঠিকানা দিবেন সম্ভব হলে আপনার বিদেশে থাকা ফোন নম্বরটাও দিবেন,মেলে আমার পরিচয় ঠিকানা কি করি কোথায় থাকি সব পাঠিয়ে দেবো আর ফোনেও কথা বলবো ।
এবার বাকিটা আপনার ইচ্ছে শক্তি ।
সমস্যাতো সারাজীবন কারো থাকেনা সব সময় সাময়িক । আল্লাহু আপনার মঙ্গল করুন ।পারলে একটু দোআ কইরেন ওটুকো করতে আশা করি পারবেন।

১১| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১:৩৩

ব্লগ মাস্টার বলেছেন: নাই থাকলে যতটুক সম্ভব আপনাকে হেল্প করতাম।

২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।

১২| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ২:০০

শুভ্রতারা বলেছেন: আপনার প্রয়োজনে আমি শুধু হেল্প করতে চেয়েছিলাম আপনার বা অন্য কারো নাম ঠিকানার আমার তো কোন দরকার নেই !! কিন্ত একদেশ থেকে আরেক দেশে হাওয়ায় টাকা পাঠানো যায় না । তার জন্য কিছু নিয়ম কানুন মানতে হয়, আপনি সেটা না মানতে পারলে আমার তো কোন সমস্যা নেই ।
আপনাকে আমি হেল্প করতে চেয়েছিলাম শুধু একটা কারনেই আমার আম্মা ক্যানসারে মারা গিয়েছে । কিন্ত উনার ক্যানসারটা একেবারেই শেষ সময়ে ধরা পরে যখন ডাক্তারদের কাছে কোন চিকিৎসা ছিল না এটা শুধু বাংলাদেশ না ইংল্যান্ড, সিংগাপুর কোথাও না। আমাদের টাকা ছিল কিন্ত চিকিৎসা ছিল না, দিনে লক্ষ টাকা খরচ করার মত আমাদের সামর্থ আমাদের ছিল । আপনি কারো চিকিৎসার জন্য মাত্র ২০ হাজার টাকার জন্য ব্লগে পোষ্ট দিয়েছেন সেটা দেখে আমার শুধু বার বার সেই কথাটাই মনে হয়েছে একটা সময় টাকা থেকেও আমরা কত অসহায় ছিলাম, আর আপনি নিশ্চয় অসহায় হয়েই ব্লগে পোষ্ট দিয়েছেন । না হলে ব্লগে কেউ এরকম পোষ্ট করে । ব্লগ থেকে কেউ আপনাকে টাকা ধার দিবে না এটা আপনার নিশ্চয় বুঝা উচিত ছিল ।
আপনার সাথে কথা বলা বা যোগাযোগের আমার তো কোন প্রয়োজন নেই ।

আল্লাহ হাফেজ।

২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার মায়ের কথা জেনে খুব কষ্ট পেলাম যদিও এটাই সত্য অনেক সময় টাকা পয়সা থাকা সর্তে চিকিৎসা রোগীর অনুকূলে থাকেনা ।আবার অনেক সময় রোগের চিকিৎসা থাকলেও টাকা পয়সার জটিলতার করনে চিকিৎসা করানো সম্ভব হয়না।
প্রসঙ্গত আপনার মায়ের কথা শুনে নিজের মায়ের কথাও ভাবছি ।আল্লাহু যেন সকলের মঙ্গল করেন। যাক আপনি যদি আমার
কোনো কথায় আঘাত পেয়ে থাকেন ক্ষমা করবেন । আসলে মাথা ঠিক নেই এই মুহুর্তে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.