নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

সামুতে কি গ্রুপ পেজ খোলা যায় না ?

২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:২২

এক সময় সামুতে গ্রুপ ব্লগীং এর সিষ্টেম বা সুযোগ সুবিধা ছিল তবে এখন আর সেই
পুরনো সিষ্টেমটা নেই। যদি কিছু গ্রুপ ব্লগীং এর সিষ্টেম করা হত তাহলে অনেক ভালো হত । এটা সত্যি ব্লগ কৃতপক্ষ চাইলে,
অনেক কিছুই সম্ভব। যেমন একটা গ্রুপ হত ব্ল্যাড ডোনার । আর এই গুরুপ শুধু যারা নিয়মিত ব্লাড দান করে থাকেন,তাদের
নিয়ে সংগঠিত হত।একটা গ্রুপ হত আইটি সেক্টর নিয়ে এতে যারা কম্পিউটারের সফটয়ার নিয়ে কাজ করেন তাদের নিয়ে।
আবার একটা হতে পারে সমাজ মূলক কাজ নিয়ে বা বিভিন্ন সময় নানা ধরনের সমাজের সমস্যা দূর করণীয় কাজ নিয়ে সমাজ কল্যাণ
গ্রুপ। তাছাড়াও সামুতে যারা ডাক্তার আছেন বা চিকিৎসক তাদের নিয়েও একটা গ্রুপ তৈরি হতে পারে । এছাড়াও ক্যাচাল গ্রুপ, ;)
লাভ গ্রুপ, :) রাজনীতি গ্রুপ,ঝামেলায় জড়িয়ে যাওয়া লোকদের সমাধান খোঁজার জন্য ঝামেলা মুক্ত গ্রুপ B-) আরো নানান গ্রুপ হতে
পারে । :)
আবার কেউ যদি চান ব্লগারদের সময় সাময়ীক বিপদে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করতে, তাদের নিয়েও একটা অর্থহেল্প গ্রুপ খোলা
যেতে পারে ।আবার চাইলে কেউ যদি বিপদে পড়া ব্লগারদের লোন দিতে চান সেই ক্ষেত্রে একটা লোন গ্রুপও খোলা যেতে পারে। B-)

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মামু দেখি নতুন আইডিয়া নিয়ে হাজির।

২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পুরনো আইডিয়া থেকেই কিছু নতুন সংযোগ ভাই।

২| ২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আগে সামু মুক্তি গ্রুপ করেন ভায়া! ;)

যারা সামুকে আগে বাঁধন থেকে মুক্ত করতে জান দিয়ে খাটবে !

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ইনশাল্লাহ মুক্তি আসবে ভ্রাতা।

৩| ২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: গ্রুপ খুলতে তো সমস্যা নেই। তবে সুন্দরভাবে পরিচালনা করা নিয়ে অনেক ভাবনা থাকে।
ফেইসবুক ভিত্তিক বিভিন্ন গ্রুপ বানিয়ে মানবিকতার নামে অপকর্ম, অস্বচ্ছতা করায় মানুষ গ্রুপ ট্রুপে আস্তা হারাতে বসেছে।

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবুও চেষ্টা করে দেখা যেতে পারে।

৪| ২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


যেকোন ধরণের গ্রুপিং সামু ও ব্লগারদের জন্য ভালো হবে না।

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটাও অবশ্য ঠিক বলেছেন।

৫| ২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:১০

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর ভাবনা।

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ রাত্রী।

৬| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন:
যেকোন ধরণের গ্রুপিং সামু ও ব্লগারদের জন্য ভালো হবে না।


ইয়েস।

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: গুড আইডিয়া।

৭| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: আগের গ্রুপ গুলি কোন কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আসলেই গ্রুপ ব্লগিং দুর্দান্ত একটা জিনিষ ছিলো। যার কবিতা পড়তে ইচ্ছা করবে, সে কবিতা গ্রুপের সব পোষ্ট পড়বে। যা ছোট গল্প, সে ছোট গল্পে।

'মা' নামে একটা গ্রুপ ছিলো, সেটায় কেউ আমাকে (আমার অন্য একটা আইডি) মডারেটর করে দিয়েছিলো। বেশ জনপ্রিয় হয়েছিলো গ্রুপটি।

যারা না বুঝে গ্রুপ ব্লগিংয়ের বিপক্ষে বলতেছেন; তারা সব বাচ্চা-কাচ্চা!

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যারা না বুঝে গ্রুপ ব্লগিংয়ের বিপক্ষে বলতেছেন; তারা সব বাচ্চা-কাচ্চা! আমারো তেমন মনে হচ্ছে :P

৮| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ১২:১২

নীলপরি বলেছেন: এই বিষয়ে ভাবিনি । আপনি একটা আইডিয়া দিলেন । তবে ৪নং মন্তব্যটাও ভাবনার মতো ।

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম আরো ভাবতে হবে।

৯| ২৫ শে মার্চ, ২০১৯ ভোর ৫:৩৭

রক্তিম কুজ্ঝটিকা বলেছেন: ভালো সিদ্ধান্ত

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.