|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
না দিন দিন ব্লগীং খুব পানসে হয়ে উঠছে তাই বলি কি, অনেকদিনতো হল,এবার না হয় প্রিয় সামুর অ্যাডমিন আমাদের ব্লগারদের জন্য দয়া
 করে ছবি আপলোডের অপশনটি খুলে দিন ।শুধু শুধু সাদা ভাত কি কখনো খেতে মজা লাগে লবণ ছাড়া ? তাছাড়াও ভাত খেতে যেমন 
লবণ ও তরকারি বা ভর্তা এবং ভাজি লাগে আবার পান খেতে তেমন চুন সুপারি লাগে,জর্দ্দা না হয় বাদই দিলাম।
শুধু তাই না আজকাল প্রেম করিতেও নাকি গুন লাগে  
  
আহারে দুনিয়াটা নারী বিহীন পুরুষ বিহীন নারী সর্বপরি পৃথিবীই নাকি অচল। সব কিছুর সাথেই কিছুনা কিছু যোগ থাকতেই হয় তবেই
সব সচল নয়ত অচল। সে যাই হোক অনেক হল এবার দয়া করে কি নতুন পোস্টের সাথে ছবি আপলোডের অপশনটা খুলে দেয়া যায়
কি না বিবেচনা করে দেখবেন।
 ৮ টি
    	৮ টি    	 +০/-০
    	+০/-০২|  ২৮ শে মার্চ, ২০১৯  রাত ৮:৪১
২৮ শে মার্চ, ২০১৯  রাত ৮:৪১
পুলক ঢালী বলেছেন: হাসুমামা ছবি দেওয়ার সুযোগ দিলে ঘাপটি মেরে থাকা কিছু দূর্বৃত্ত ব্লগার যে পর্ন ছবি দেবেনা তার নিশ্চয়তা কি ? 
আগে ক্রান্তিকাল দূর হোক তারপর আব্দার করা যাবে। 
৩|  ২৮ শে মার্চ, ২০১৯  রাত ৯:৩৭
২৮ শে মার্চ, ২০১৯  রাত ৯:৩৭
আকতার আর হোসাইন বলেছেন: ছবি আপ্লোড করার সিস্টেম চালু হোক।
আর সেফ ব্লগাররা বাদে অন্য কেউ যাতে আপলোড দিতে না পারে সেই ব্যবস্থা করলেই হবে।
৪|  ২৮ শে মার্চ, ২০১৯  রাত ৯:৫৯
২৮ শে মার্চ, ২০১৯  রাত ৯:৫৯
আল-শাহ্রিয়ার বলেছেন: কেউ কেউ ছবি দিচ্ছে কিন্তু আমরা অন্যরা দিতে পারছি না।
  ২৮ শে মার্চ, ২০১৯  রাত ১০:৩৩
২৮ শে মার্চ, ২০১৯  রাত ১০:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাইতো কেউ খাবে কেউ পাবে না সেটাতো আর হতে পারে না ।
৫|  ২৮ শে মার্চ, ২০১৯  রাত ১০:০৩
২৮ শে মার্চ, ২০১৯  রাত ১০:০৩
আহমেদ জী এস বলেছেন: 

 (
(
 :হাসু মামা,
:হাসু মামা,
ব্লগ কর্তৃপক্ষকে বলছি ---
খোলো খোলো দ্বার 
রাখিওনা আর
বাহিরে আমায় দাঁড়ায়ে ............
তবে ভিখিরিদের জন্যে দরজা কিছুতেই খোলা যাবেনা।  
  ২৮ শে মার্চ, ২০১৯  রাত ১০:৩১
২৮ শে মার্চ, ২০১৯  রাত ১০:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমাদের দেশে যে ধরনের রাজনীটি চলছে তাতে মনে হচ্ছে দলীয় লোক ছাড়া এক সময় কম বেশি সবাইকে ভিক্খার থালা হাতে
নিয়ে পথে পথে দেশান্তরি হতে হবে । 
৬|  ২৯ শে মার্চ, ২০১৯  দুপুর ১:০৫
২৯ শে মার্চ, ২০১৯  দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৯  রাত ৮:১৪
২৮ শে মার্চ, ২০১৯  রাত ৮:১৪
ওমেরা বলেছেন: হাসু মামা দিলাম আপনাকে একটা ছবি ।
