|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ভয়াল ক্যান্সারের তান্দব থেকে আমার মা গত ৬ই এপ্রিল বিকেল ৫:৩০ মিনিটে চলে গেলেন ওপারের অজানা গহীণে ।
আল্লাহুর কাছে একটাই প্রাথনা আল্লাহু আর কোনো মাকে যেন ভয়াল ক্যান্সারের আঘাতে সন্তানের কাছ থেকে তার মাকে
কেড়ে না নেন। সকলে কাছে আমার মায়ের জন্য দোআ প্রাথনা থাকল। সকলে দোআ করবেন আমার মা সহ পৃথিবীর যত
মা বাবা ভাই বোন ও অন্যান্য আত্মীয় স্বজন আমাদের ছেড়ে চলে গেছেন তাদের সকলের আত্মারমাগফেরাতের কামনা করে।
আল্লাহু যেন সকল অন্ধকার কবরকে বেহেস্তে ফুলদিয়ে আলোকিত স্বর্জিত করেন । আল্লাহু যেন সকল মৃত ব্যাক্তিদের গোনাহ
মাফ করে দেন।
 ২৫ টি
    	২৫ টি    	 +১/-০
    	+১/-০  ০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৩:১২
০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৩:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মহান আল্লাহু পরম দয়ালু তিনি আমাদের সকলের সহায়ক হন।
২|  ০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৩:১১
০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৩:১১
ব্লগার_প্রান্ত বলেছেন: আল্লাহ আপনার মাকে উত্তম প্রতিদান দান করুক
  ০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৩:১৭
০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৩:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমীন।
৩|  ০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৩:৩৪
০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৩:৩৪
জুন বলেছেন: হাসু মামা আমার মা ও ক্যান্সারে আক্রান্ত হয়ে বহু বছর আগেই চলে গেছেন। আপনার কষ্ট আমি অনুভব করতে পারছি। মহান আল্লাহর কাছে একটাই আবেদন উনি যেন আপনার আমার মা সহ সকল কবরবাসীদের আজাব থেকে মাফ করে দেন। পৃথিবীতে অনেক কষ্ট পেয়ে গেছেন তারা।
  ০৯ ই এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৬:০৭
০৯ ই এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৬:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মহান আল্লাহর কাছে একটাই আবেদন উনি যেন আপনার আমার মা সহ সকল কবরবাসীদের আজাব থেকে মাফ করে দেন। আমীন ।
৪|  ০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৪:০১
০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৪:০১
ঢাবিয়ান বলেছেন: আল্লাহ আপনার এই ্কষ্ট সহ্য করবার ক্ষমতা দিক ।
৫|  ০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৪:১৯
০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৪:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আপনাকে সান্ত্বনা দেওয়ার কোন ভাষায় আমাদের মুখে নেই। চোখের সামনে এ দৃশ্য অতীব বেদনার। আপনার মায়ের মাগফিরাত কামনা করি। আল্লাহপাক যেন ওনাকে বেহেস্ত নসিব করেন। আমিন।
৬|  ০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৫:৩২
০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৫:৩২
করুণাধারা বলেছেন: এই দুঃখের সময় কোন সান্তনা দেবার নেই।। দোয়া করি আপনি এই দুঃখ কাটিয়ে উঠতে পারেন যেন, আল্লাহ আপনার মাকে জান্নাত নসিব করেন যেন, আপনার জীবনে যেন শান্তি আর আনন্দ বজায় থাকে।
৭|  ০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৫:৩৫
০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৫:৩৫
ডঃ এম এ আলী বলেছেন: অতি বেদনাদবয়ক কষ্টকর সংবাদ ।
দোয়া করি আল্লা আপনার মাকে জান্নাতাবসাসী করুন । 
আপনি সহ পরবিারের সকলের প্রদি রইল সমদেনা । 
ভাল থাকার শুভ কামনা রইল
৮|  ০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৫:৩৫
০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৫:৩৫
ঢাকার লোক বলেছেন: ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন ! নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর এবং তাঁরই কাছে আমরা ফিরে যাবো ।  আল্লাহ আপনার মার সব গুনা মাফ করে দিন, উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন , জীবিত মৃত সবাইকে মাফ করুন, আপনাদেরকে এ বিশাল ক্ষতি সহ্য করার শক্তি দিন। আমিন 
৯|  ০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৫:৫৮
০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৫:৫৮
রাজীব নুর বলেছেন: ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন ।
১০|  ০৯ ই এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৬:২৩
০৯ ই এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৬:২৩
অনুভব সাহা বলেছেন: 
ওপারে ভালো থাকুক মা
১১|  ০৯ ই এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৭:০০
০৯ ই এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৭:০০
আরোগ্য বলেছেন: এহেন বেদনার স্বান্তনা দেয়ার কোন ভাষা নেই।
আল্লাহ আপনার মাকে বেহেশত নসীব করুক।  সকল মায়েদের সুস্থতা কামনা করি।
১২|  ০৯ ই এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৭:২৬
০৯ ই এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৭:২৬
আহমেদ জী এস বলেছেন: 

 (
(
 :হাসু মামা,
:হাসু মামা,
ঘরে ফিরে ব্লগে ঢুকতেই আপনার মাতৃবিয়োগের এই দুঃসংবাদটি চোখে পড়লো।
ঈশ্বর আপনাকে এই কঠিন শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন, বেহশত নসীব করুন আপনার প্রয়াত মা'কে।
আপনার শোকসন্তপ্ত পরিবারের জন্যে রইলো সমব্যথা ও মঙ্গলাকাঙ্খা। 
পৃথিবীর সবাই ভালো থাকুক।  
১৩|  ০৯ ই এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৫
০৯ ই এপ্রিল, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
মায়ের মতো আপন কেহ নাই। মায়ের শোক কখনোই ভোলা যায় না। কোন ষব্দই যথেষ্ট নয় সান্তনার জন্য।
দোয়া করি আপনি যেন মনকে শক্ত করে শোককে সইয়ে নিতে পারেন।
আল্লাহ আপনার মাকে জান্নাতাবসাসী করুন । তাঁর বিদেহী আত্মার শান্তি ও মুক্তি কামনা করছি।
১৪|  ০৯ ই এপ্রিল, ২০১৯  রাত ৮:৫৯
০৯ ই এপ্রিল, ২০১৯  রাত ৮:৫৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ইয়ারহমকুমুল্লাহ।
অতি বেদনাদবয়ক কষ্টকর সংবাদ । আল্লাহ যেনো আপনার আম্মাকে জান্নাত দান করেন।
১৫|  ০৯ ই এপ্রিল, ২০১৯  রাত ১০:২৭
০৯ ই এপ্রিল, ২০১৯  রাত ১০:২৭
কাতিআশা বলেছেন: ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন!
১৬|  ০৯ ই এপ্রিল, ২০১৯  রাত ১০:৩৭
০৯ ই এপ্রিল, ২০১৯  রাত ১০:৩৭
নতুন নকিব বলেছেন: 
সংবাদটি জেনে ব্যথিত হলাম। একই পথের মুসাফির আমরা সকলেই। 
     
আল্লাহ তাআলা আপনার মাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানান। আপনাদের ধৈর্য্যধারণ করার তাওফিক দান করুন। পরপারের পাথেয় সংগ্রহ করার কিসমত নসিব করুন আমাদের।
১৭|  ১০ ই এপ্রিল, ২০১৯  সকাল ৭:২২
১০ ই এপ্রিল, ২০১৯  সকাল ৭:২২
চাঁদগাজী বলেছেন: 
আপনাদের পরিবারের জন্য সমবেদনা রলো।
১৮|  ১০ ই এপ্রিল, ২০১৯  দুপুর ১২:২৩
১০ ই এপ্রিল, ২০১৯  দুপুর ১২:২৩
আনু মোল্লাহ বলেছেন: মহান আল্লাহ রব্বুল আলামীনের নিকট প্রার্থনা তিনি যেন আপনার মা কে জান্নাতবাসী করেন। আপনাদের প্রতি সমবেদনা রইল। আল্লাহ পাক আপনাদের কে এই বহন করার শক্তি দিন।
১৯|  ১০ ই এপ্রিল, ২০১৯  দুপুর ১২:২৬
১০ ই এপ্রিল, ২০১৯  দুপুর ১২:২৬
শামছুল ইসলাম বলেছেন: আল্লাহ আপনার আম্মাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমীন।
২০|  ১০ ই এপ্রিল, ২০১৯  দুপুর ১:০০
১০ ই এপ্রিল, ২০১৯  দুপুর ১:০০
সালাহ উদ্দিন শুভ বলেছেন: ভেঙ্গে পড়বেন না, এবার নিজেকে হক্ত হতে হবে। আপনার অনেক বড় পথ পাড়ি দিতে হবে। মহান আল্লাহ আপনার মাকে উত্তম প্রতিদান দিন এই প্রার্থনা করি। আপনার পরিবারের জন্যে শ্রদ্ধা ও ভালোবাসা রইল।
২১|  ১০ ই এপ্রিল, ২০১৯  দুপুর ১:১৯
১০ ই এপ্রিল, ২০১৯  দুপুর ১:১৯
তারেক_মাহমুদ বলেছেন: আল্লাহ আপনার মাকে জান্নাত নসীব করুন।
২২|  ১০ ই এপ্রিল, ২০১৯  দুপুর ১:৫৯
১০ ই এপ্রিল, ২০১৯  দুপুর ১:৫৯
শাহাদাত নিরব বলেছেন: ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউ
আল্লাহ আপনার মাকে জান্নাত নসীব করুন।
আমীন
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৩:০৯
০৯ ই এপ্রিল, ২০১৯  বিকাল ৩:০৯
ভুয়া মফিজ বলেছেন: অত্যন্ত বেদনাদায়ক। তবে এর মধ্যে দিয়ে আমাদের যেতে হয় জীবনের কোন না কোন সময়। মনকে শক্ত করুন, আর আল্লাহর কাছে প্রার্থনা করুন।
মহান আল্লাহ আপনার মা'কে বেহেশতে নসীব করুন।