![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ফুটফুটে ফুলের মত শিশুটির এরকম মৃত্যু কোনো ভাবেই মেনে নেওয়া যায়না।আজ আর যে কোন স্বান্তনাই দেবার ভাষা জানা নাই জায়ান চৌধুরীর পরিবারের জন্য ।ছোট এত সুন্দর এই নিস্পাপ শিশু কি অপরাধ করেছিল ? ধীরে ধীরে একদিন এই পৃথিবীর আলো বাতাসে জায়ান কত বড় হতো অথচ তাকেই কিনা বিনা অপরাধে জীবন দিতে হল মাত্র ৮ বছর বয়সে।পৃথিবীতে এর চেয়ে নির্মম কি হতে পারে সেটা আমার জানা নেই। যারা এরকম তরতাজা নিস্পাপ শিশুদের হত্যা করে জানিনা কবে কিভাবে পশু রূপের মানুষগুলোর জ্ঞান হবে।শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী বয়স মাত্র ৮বছর।জায়ান তার মা–বাবা এবং ভাইয়ের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল। সেখানে একটি হোটেলে উঠেছিল তারা। গতকাল সেখানে বোমা হামলার ঘটনায় জায়ান নিহত হয়। আহত হন তার বাবা।
২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।
২| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: একটা শান্তিময় পৃথিবী কি আমরা কোনো দিনই পাবো না?
২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মনে হয়না।
৩| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষ কেন যে এমন খারাপ কাজ করে।
যে খারাপ কাজ করে সে খারাপ মানুষ।
আমরা খারাপ মানুষ চাই না।
২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু যেন সকল খারাপদের একমুহুর্তের ভিতর ভালো করে দেন।আমীন।
৪| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৩২
ঠ্যঠা মফিজ বলেছেন: জায়ানের পরিবারের জন্য সমবেদনা থাকল।
২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫২
বাংলার মেলা বলেছেন: এই ছোট্ট শিশুটির অপরাধের তো শেষ নেই।
প্রথম অপরাধ - সে ভুল সময়ে ভুল জায়গাতে উপস্থিত ছিল। এই ভুল আপনি আমিও যে কোন সময়ে করতে পারি।
দ্বিতীয় অপরাধ - সে শেখ সেলিমের মেয়ের ঘরের নাতি। তা না হলে সে যে নিহত হয়েছে, এটা আমরা জানতেও পারতাম না।
তৃতীয় অপরাধ - নিজ দেশে এত ভালো ভালো জায়গা থাকতে সে ঘুরতে গিয়েছিল শ্রীলঙ্কায়। এজন্যে অবশ্য তার বাবা মাও সমান দায়ী।
২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম ।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: যারা মানুষ হত্যা করে তারা মানুষ না, স্বর্গে যাওয়া সেতো বহুদূর...........