![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিরিজ বোমা হামলায় তছনছ দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। রবিবার সকালে ইস্টার সানডে উদযাপনের সময় দেশটির রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের গির্জা ও হোটেলে ভয়াবহ এই বোমা হামলার ঘটনা ঘটে।আর এতে অন্তত ৩১০ জন নিহত হয়েছেন।
এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৫০০ জনেরও বেশি।সেদিন দেশটির ৩টি গির্জায় আত্মঘাতী বোমা হামলা করা হয়েছে।
তার মধ্যে একটি ছিল নেগাম্বো শহরের সেন্ট সেবাস্তিয়ান গির্জা।সেই গির্জায় সন্দেহভাজন হামলাকারীর একটি ভিডিও প্রকাশ করেছে সিএনএন। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক পিঠে ভারী ব্যাগ নিয়ে গির্জায় ভেতরে যাচ্ছেন। তার কিছুক্ষণ পরই ঘটে বিস্ফোরণ।
যুবকটি গির্জায় প্রবেশের আগে একটি বাচ্চার গালে হাত বুলিয়ে যায়।এর আগে প্রত্যক্ষদর্শী ওই পরিবারও এই যুবকের বর্ণনা দিয়েছে এবং তাকেই হামলাকারী হিসেবে চিহ্নিত করেছেন।
তবে সর্বশেষ সংবাদ মতে সিরিজ বোমার হামলার দায় স্বীকার করেছেন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস।
আইএসের মুখপত্র আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে গ্রুপটি হামলার কোনো প্রমাণ দেয়নি।
২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম।
২| ২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৬
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: খবরের লিংকটা কি আছে আপনার কাছে?
২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নাই থাকলে দিতাম।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৬
অয়ন নাজমুল বলেছেন: আমি ভাবতেছি একটা জঙ্গি সংগঠন বানামু। এর পর সিরিজ বোমা হামলা কইরা দুনিয়ার সব বিরক্তিকর মানুষজন মাইরা ফালামু। জংগি সংগঠন বানানোর রেসিপিডা একটূ দিবেন সিয়াম ভাই??
২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম।
৪| ২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
মাহমুদুর রহমান বলেছেন: আহারে!
মনটা খারাপ হয়ে গেল।
২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু আমাদের সকলের উপর রহমত বর্ষিত করুন।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: দুই একদিনের মধ্যে ঘটনা পরিস্কার হবে।
২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হয়েছে কি গুরুভাই ?
৬| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১:০০
সালাহ উদ্দিন শুভ বলেছেন: স্বীকারকরতে একটু লেইট করল না! উপর মহল থেকে অর্ডার মেবি লেইট করে আসছে।
২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২১
তানজীর আহমেদ সিয়াম বলেছেন: বিন লাদেন যাদের হাতে তৈরি , এই ISIS ও তাদের হাতেই তৈরি ।
1st world country'র এই সব ওপেন সিক্রেট খেলা বুঝতে 3rd world country'র হরলিক্স খাওয়া লাগে না