![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষতো কত কিছুই আশা করে, তাই বলে কি সবার সব আশা পূরণ হয় ? না কখনই তা হয়না।
মানুষের ইনকাম বা আয় যতই কম হোক না কেন বা বাড়ি,গাড়ি, অর্থ সম্পদ যত কমই হোক অথবা
কারো কারো ক্ষেত্রে অর্থ সম্পদ বাড়ি গাড়ি নাও থাকতে পারে তাই বলে তার আশা থেমে নেই,
অথবা তার আশা কোনও অংশে কম নয়। বরং তার আশা তার সমর্থের চেয়েও অনেক উুঁচ্চু অংশের
হয়ে থাকে। আশা আসলে থেমে থাকার মত নয় বরং সময়ের গতির মত আশারও দ্রুত গতিবেগেই
চলছে। এইতো আমার মায়ের কথাই ধরা যাক,মা অসুস্থ হওয়ার কয়েকদিন আগেও কত জায়গায়
বেরাতে যেতে চেয়েছেন কতজনকে যে বলেছেন এই ঈদে তাদের বাড়িতে বেরাতে যাবেন,কিন্তু
মায়ের সেসব জায়গায় আর বেরানো হলনা । তবে হ্যা মা ঠিকি বেরাতে গেছেন তবে এমন এক
দেশে বেরাতে গেছেন,সে দেশে শুধু যাওয়া যায় তবে ফিরে আসা যায়না।
বাপদাদার সম্পতি তেমন ছিলনা সামান্য যতটুক ছিল সেটুকো বিক্রি করে দিয়ে তার সাথে মায়ের অনেক
কষ্টে জোরাটালি দিয়ে সংসার চালিয়ে কিছু অর্থ সঞ্চয় করা অর্থ যোগ করে সামান্য কিছু সম্পদ কিনেছিলেন,
আর সেই সম্পদের উপরে ইটের গাঁথুনী দিয়ে পাকা দেয়ালে ঘেরা উপরে টিনের চাল দিয়ে দুটি ঘর গড়ে
তুলেছিলেন মায়ের অনেক স্বপ্ন ছিল সেই ঘরগুলোকে ঘীরে তবে শেষ পযন্ত মায়ের কোনো স্বপ্নই পূরণ হয়নি।
মা অসুস্থ হওয়ার কয়েকদিন আগেও বলেছিলেন মায়ের কাছে ঢাকা শহর নাকি আর ভালো লাগে না, তাই
তিনি গ্রামে সেই বাড়িতে চলে যাবেন । মায়ের আশা ছিল এই ঈদেই সম্ভব হলে চলে যাবেন। বাড়ি যেয়ে ঘর দুটোকে
সিমেন্ট বালু দিয়ে খুব ভালো করে প্লাস্টার করবেন আর ঘরের মেজটাও পাকা করবেন,আমাদের তিন ভাইয়ের জন্য
আরো ঘর তুলবেন আর আমাদের ছেলে মেয়েদের নিয়ে তিনি গ্রামেই থেকে যাবেন । মায়ের সব
আশা কেবল আশা হয়ে পাখির মত উড়ে গেল,ভাগ্য কি নির্মম জায়গা সম্পতি বাড়ি ঘর সবই পরে
রইলো শুধু মা রইলেন না ।
মা বলতেন আশা যতই ছোট হোক মনটাকে বড় কর।
২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: গুছিয়ে লেখা সে আমার কর্ম নয়।
২| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:২৭
আর্কিওপটেরিক্স বলেছেন: জীবনটাই অপ্রাপ্তির গণিত
৩| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৫৮
সালাহ উদ্দিন শুভ বলেছেন: মনটা ভারাক্রান্ত হয়ে গেল। উনি যেখানে থাকুন, ভাল থাকুন।
৪| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৩:৩২
চাঁদগাজী বলেছেন:
কত বয়সে উনার মৃত্যু হলো?
৫| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: গুছিয়ে লেখা সে আমার কর্ম নয়।
পারবেন। চেষ্টা করেন।
৬| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৩
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কথাই বলেছেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:১২
রাজীব নুর বলেছেন: বেশ অগোছালো।