নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

যাদের জার্সি পছন্দ হবেনা তাদের পাকিস্তানে চলে যেতে হবে

০১ লা মে, ২০১৯ রাত ১২:৪০

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের জার্সি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, টাইগারদের জার্সিকে যারা পাকিস্তানের জার্সির সঙ্গে তুলনা করছেন, তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত।মঙ্গলবার সংবাদ মাধ্যমকে পাপন বলেন, বাংলাদেশ যেখানে লেখা আছে, সেখানে পাকিস্তান মনে করবে কীভাবে। টাইগারের ছবি যেখানে আছে, তারপরেও কেউ যদি বাংলাদেশ মনে না করে পাকিস্তান মনে করে তার পাকিস্তানেই থাকা উচিত।
জনাব পাপন সাহেব আরও বলেছেন, আইসিসির অনুরোধে আমরাই লাল রঙ সরিয়ে ছিলাম। কালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটা নিয়ে আর কোন বিতর্ক থাকার মানে নেই। পাকিস্তানের পতাকা টতাকার সঙ্গে চিন্তা করার কোন অবকাশই নেই।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৯ রাত ১২:৪৬

মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার পোশাক।

০১ লা মে, ২০১৯ বিকাল ৫:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চমৎকার।

২| ০১ লা মে, ২০১৯ রাত ২:৫৫

মামুন ইসলাম বলেছেন: চমৎকার জার্সি ।

০১ লা মে, ২০১৯ বিকাল ৫:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চমৎকার।

৩| ০১ লা মে, ২০১৯ ভোর ৫:৫৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: জার্সি ধুয়ে কি পানি খাবেন সমালোচকরা ? এইসব ফালতু সেন্টিমেন্ট বাদ দিয়ে বিশ্বকাপে কিভাবে অন্য টিমগুলোর সাথে সম্মানজনকভাবে প্রতিদ্বন্ধিতা করা যায় তার চিন্তা করেন | আফগানসহ অনেক পিছনের সারির দলই দ্রুত এগিয়ে যাচ্ছে, তাদের কাছে ধরা খেলে লাল/নীল/সবুজ কোনো জার্সিই কাজে আসবে না |

০১ লা মে, ২০১৯ বিকাল ৫:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুব ভালো কথা বলছেন।

৪| ০১ লা মে, ২০১৯ সকাল ১১:১৭

পবিত্র হোসাইন বলেছেন: মানুষের কাম না থাকলে যা হয়

০১ লা মে, ২০১৯ বিকাল ৫:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আজকাল এমনটাই বেশি মনে হচ্ছে আমার কাছেও।

৫| ০১ লা মে, ২০১৯ বিকাল ৫:৪৫

রায়হান চৌঃ বলেছেন: আব্বার দেশ........... কথা বল্লেই দেশ ছেড়ে পকিস্থান বা ভারত চলে যান,

মন্তব্য:
আসলেই........ ১৯৭১ আমাদের বাংলাদেশী বীজ দেয় নাই, দিয়েছে ভীন দেশী বীজ , তাই তো ফলাফল আতা গাছে তোতা

০২ রা মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বুঝিনাগো ভাই কিছু বুঝিনা। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.