|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
আজ বেশ কয়েকদিন থেকেই আমরা লক্ষ করে আসছিলাম,সামুতে ডুকতে বিশেষ করে বাংলাদেশি ব্লগারদের অনেক সমস্যায় 
পরতে হয়েছে। এমনকি অনেক ব্লগার শতবার প্রচেষ্টা চালিয়েও সামুতে প্রবেশঅধিকার থেকে বঞ্চিত ছিলেন।
অনেক ব্লগার অবশ্য ভিপিএন ইউজ করে প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন তবে সংখ্যায় খুব কম ব্লগারই ছিলেন। আজ অবশ্য আমি
এই মুহুর্তে কোনো ভিপিএন  ব্যবহার না করেই সামুতে প্রবেশ করতে সক্ষম হলাম।আসলে আরো একবার প্রমাণ হল
সত্যের জয় অবধারিত এবং অপপ্রচারের মৃত্যু নিশ্চিত।স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের সকলের প্রিয় সামু ব্লগের কৃতপক্ষ এবং ব্লগারদের পরিশ্রম ও প্রচেষ্টা সফল হয়েছে।  তাই সামুকে অবমুক্ত করায় ব্লগ কৃতপক্ষ সহ  বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সকল কৈতিপক্ষদের আন্তরিক অভিনন্দন জানাই ।
ছবিটি গুগোল থেকে সংগ্রহ করা।
 ৩২ টি
    	৩২ টি    	 +৩/-০
    	+৩/-০  ০২ রা মে, ২০১৯  সন্ধ্যা  ৬:২৮
০২ রা মে, ২০১৯  সন্ধ্যা  ৬:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেকেই কিন্তু মুক্ত।
২|  ০১ লা মে, ২০১৯  সন্ধ্যা  ৬:৪৭
০১ লা মে, ২০১৯  সন্ধ্যা  ৬:৪৭
রাজীব নুর বলেছেন: গুজব খবর!
  ০২ রা মে, ২০১৯  সন্ধ্যা  ৬:৪২
০২ রা মে, ২০১৯  সন্ধ্যা  ৬:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেকেই ডুকছেন।
৩|  ০১ লা মে, ২০১৯  সন্ধ্যা  ৬:৫১
০১ লা মে, ২০১৯  সন্ধ্যা  ৬:৫১
মুচি বলেছেন: আমি এখনই চেষ্টা করেছি, কিন্তু পারছি না। আপনি কিভাবে পারছেন?
৪|  ০১ লা মে, ২০১৯  সন্ধ্যা  ৭:০৯
০১ লা মে, ২০১৯  সন্ধ্যা  ৭:০৯
ফয়সাল রকি বলেছেন: আমি তো পারলাম  
৫|  ০১ লা মে, ২০১৯  সন্ধ্যা  ৭:১০
০১ লা মে, ২০১৯  সন্ধ্যা  ৭:১০
তারেক_মাহমুদ বলেছেন: অপেরা মিনি দিয়ে কোন প্রক্সি ছাড়াই ঢোকা যায়, তবে আপনার কথা সঠিক নয় সামুর মুক্তি ঘটেনি এখনো।
৬|  ০১ লা মে, ২০১৯  সন্ধ্যা  ৭:৫০
০১ লা মে, ২০১৯  সন্ধ্যা  ৭:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়। মিথ্যা পরাজিত হয় কোন না কোন সময় সত্য বিজয়ী হবেই। আমি সত্যের সাথে থাকতে চাই।
৭|  ০১ লা মে, ২০১৯  রাত ৮:২১
০১ লা মে, ২০১৯  রাত ৮:২১
আহমেদ জী এস বলেছেন: 

 (
(
 :হাসু মামা,
:হাসু মামা,
গত ক'দিন থেকে আমার অফিসের সার্ভার দিয়ে সামুতে ঢুকতে পারছিলুম যা আগে বন্ধ ছিলো। 
বাসাতে ভিপিএন দিয়ে ঢুকতে হচ্ছিলো। আজ এখনই আপনার পোস্ট দেখে ভিপিএন বন্ধ করে সরাসরি আগের মতোই ঢুকলুম ব্লগে। 
এই অবমুক্তির পেছনের সবাইকে ধন্যবাদ। 
  ০৫ ই মে, ২০১৯  রাত ৯:৪৫
০৫ ই মে, ২০১৯  রাত ৯:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আজ দুইদিন থেকে আবার ভিপিএন দিয়ে ডুকতে হয়।
৮|  ০১ লা মে, ২০১৯  রাত ৯:২০
০১ লা মে, ২০১৯  রাত ৯:২০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার এই সংবাদের সূত্র কী? ভিপিএন ছাড়া তো এখনো সামুতে ঢোকা যাচ্ছে না।
৯|  ০১ লা মে, ২০১৯  রাত ১০:০২
০১ লা মে, ২০১৯  রাত ১০:০২
রাজীব নুর বলেছেন: এরকম রসিকতা মার্কা পোষ্ট দেওয়া থেকে বিরত থাকুন।
১০|  ০১ লা মে, ২০১৯  রাত ১০:১২
০১ লা মে, ২০১৯  রাত ১০:১২
স্রাঞ্জি সে বলেছেন: 
দেখলাম কয়েকজন গুজব বলে উড়িয়ে দিল। তবে আমি ভিপিএন ছাড়াই সব ব্রাউজার থেকে সুন্দরভাবে চালাচ্ছি। দুপুর দুইটা থেকে।  
এখন ক্রোম থেকে ব্যবহার করতেছি।
১১|  ০১ লা মে, ২০১৯  রাত ১১:২০
০১ লা মে, ২০১৯  রাত ১১:২০
সাহাবুব আলম বলেছেন: আগে সে আইএসপি থেকে প্রবেশ করা যেত এখন সেটাও বন্ধ
১২|  ০১ লা মে, ২০১৯  রাত ১১:২৮
০১ লা মে, ২০১৯  রাত ১১:২৮
লিযেন বলেছেন: মজিলা ফায়ার ফকস দিয়ে প্রক্সি ছাড়াই ঢোকা যায়।  
  
১৩|  ০১ লা মে, ২০১৯  রাত ১১:৩৫
০১ লা মে, ২০১৯  রাত ১১:৩৫
ঠ্যঠা মফিজ বলেছেন: খুব ভালো একটা সুখবর বটে । 
১৪|  ০১ লা মে, ২০১৯  রাত ১১:৩৯
০১ লা মে, ২০১৯  রাত ১১:৩৯
শায়মা বলেছেন: আমিও ঢুকতে পেরেছি!!!!!!!!!!!!!!!!
উফ বাবা !
বাঁচা গেলো!!!!!!!!
সামুর দুঃখে তো আমি অনলাইনেই আসতাম না !!!!!!!!  
 
১৫|  ০২ রা মে, ২০১৯  রাত ১২:১৫
০২ রা মে, ২০১৯  রাত ১২:১৫
মাহমুদুর রহমান বলেছেন: সকল প্রশংসা মহান আল্লাহর।
১৬|  ০২ রা মে, ২০১৯  সকাল ৯:২১
০২ রা মে, ২০১৯  সকাল ৯:২১
জ্যোতির্ময় ধর বলেছেন: আমি চট্টগ্রাম থেকে গোগল ক্রম ব্যবহার করে অনায়াসে ঢুকতে পারছি।
১৭|  ০২ রা মে, ২০১৯  সকাল ১০:১০
০২ রা মে, ২০১৯  সকাল ১০:১০
নীল আকাশ বলেছেন: ধুর ভুয়া নিউজ মনে হয়। আমি তো এখনও প্রক্সি দিয়ে ঢুকলাম। সরাসরি ঢুকে না।
১৮|  ০২ রা মে, ২০১৯  দুপুর ১২:৫৩
০২ রা মে, ২০১৯  দুপুর ১২:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি বাসা থেকে চালাতে পেরেছি
১৯|  ০২ রা মে, ২০১৯  দুপুর ১:১৮
০২ রা মে, ২০১৯  দুপুর ১:১৮
রাকু হাসান বলেছেন: 
''মামা দেখছি গুটিবাজ হয়ে গেছে   ''--
 ''--
উপরের লেখাটা কমেন্ট করবো ভাবছি । তারপর দেখি ভিপিএন ছাড়া ঢুকতে পারছি ।   মামার প্রতি অভিমান বাড়ছে ।
  মামার প্রতি অভিমান বাড়ছে ।  
  ০২ রা মে, ২০১৯  সন্ধ্যা  ৬:২৬
০২ রা মে, ২০১৯  সন্ধ্যা  ৬:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তোমায় অনেকদিন পরে দেখলুম ভাগ্নে। কেমনা কি ? 
২০|  ০২ রা মে, ২০১৯  বিকাল ৫:৪৩
০২ রা মে, ২০১৯  বিকাল ৫:৪৩
নীলপরি বলেছেন: সব ঠিক হলে খুবই ভালো ।
  ০২ রা মে, ২০১৯  সন্ধ্যা  ৬:২৪
০২ রা মে, ২০১৯  সন্ধ্যা  ৬:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই আপু।
২১|  ০২ রা মে, ২০১৯  সন্ধ্যা  ৬:৫১
০২ রা মে, ২০১৯  সন্ধ্যা  ৬:৫১
সামু পাগলা০০৭ বলেছেন: মন্তব্য পড়ে মনে হচ্ছে কেউ কেউ মুক্ত, কেউ কেউ নয়! বুঝলাম না ব্যাপারটা। "অনলাইনে আছেন" অংশটিতেও বেশি একটা মানুষ দেখা যাচ্ছেনা। হয়ত অনেকে জানেন না, সামু স্বাভাবিক অবস্থায় ফেরা শুরু করেছে!
কর্তৃপক্ষ এবং ব্লগারেরা আন্তরিক চেষ্টা চালিয়ে গিয়েছেন, সকল প্রতিকূলতাকে ছাপিয়ে সামুকে প্রাণবন্ত করে রাখার। তাদের চেষ্টা বিফলে যাবেনা, সামু স্বাভাবিক হবেই!
ধন্যবাদ পোস্টে।
২২|  ০২ রা মে, ২০১৯  সন্ধ্যা  ৭:৪২
০২ রা মে, ২০১৯  সন্ধ্যা  ৭:৪২
নতুন নকিব বলেছেন: 
এই পোস্টে বেশ ক'জন জানালেন, তারা নাকি স্বাভাবিকভাবেই ব্লগে ঢুকতে পারেন! কিন্তু এর বিপরীতে যারা ঢুকতে পারছেন না তাদের সংখ্যা সম্ভবতঃ বেশি। রহস্যটা কি!
  ০৫ ই মে, ২০১৯  রাত ৯:৪৩
০৫ ই মে, ২০১৯  রাত ৯:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই ভাবছি।
২৩|  ০৫ ই মে, ২০১৯  সন্ধ্যা  ৬:১৭
০৫ ই মে, ২০১৯  সন্ধ্যা  ৬:১৭
মোঃ ইকবাল ২৭ বলেছেন: আমি অনেক দিন পর ভিপিএন দিয়ে ঢুকেছি। কয়েকদিন আগে ভিপিএন ছাড়া প্রবেশ করেছিলাম দুই দিন পর দেখি বন্ধ।
  ০৫ ই মে, ২০১৯  রাত ৯:৪৪
০৫ ই মে, ২০১৯  রাত ৯:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম বুঝতে পারছিনা ঘটনা।
২৪|  ০৫ ই মে, ২০১৯  রাত ১০:১১
০৫ ই মে, ২০১৯  রাত ১০:১১
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । যা রটে তা ঘটে বটে   
 
কামনা করি প্রিয় সামু প্রাণবন্ত হোক । 
শুভ কাজের প্রচেষ্টার জন্য সকলের
প্রতি নিরন্তন শুভেচ্ছা রইল ।
  ০৭ ই মে, ২০১৯  রাত ১:৪১
০৭ ই মে, ২০১৯  রাত ১:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ইনশাল্লাহ সামুর জয় হবেই।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০১৯  বিকাল ৫:৫৩
০১ লা মে, ২০১৯  বিকাল ৫:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: 
  
 
   
 
 
 
ধূর মিয়া! হুদাই হার্টবিট কয়টা মিস করাইলেন!
পোষ্ট পইড়াই পড়ি কি মরি !
ব্রউজার বদলায়া -আল্লাহ আল্লাহ জপতে আছি! সূখবর যেন সত্যি হয়!
অমা দেখী গুজব খবর!
This site can’t be reached http://www.somewhereinblog.net took too long to respond.
কয়েকবার রিফ্রশ করলাম ! হিস্ট্রি মুছলাম।
কত্তবার যে রিফ্রেশ করলাম! কম্পিউটারের হাত থাকলে ঠাডায় বন চটকানা দিতো
হায় আপনার কথা যদি সত্যি হতো!
ঘুম ভেঙ্গে দেখতাম -সামু ইজ অপেন! মানে দেশে বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে।
স্বৈরাচারিতার অবসান হয়েছে!
সবাই সবার মত প্রকাশ করতে পারছে!