নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

শেষ পযন্ত ফণীতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি

০৪ ঠা মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

শেষ পযন্ত ফণীতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি,তবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণেই ফণীর ক্ষয়ক্ষতি কমিয়ে আনা গেছে।চলুন বিডি নিউজ ২৪
থেকে নেয়া কিছু ছবিতে ফণীতে মোটামুটি দেশের বিভিন্ন স্থানে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার কিছু চিত্র আমরা দেখি। ঝড়ে উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। এই অবস্থা হয়েছে গাজীপুরে ।
অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে দুর্বল হয়ে ঢোকার পরে চাঁদপুরে বেশি নয় মাত্র দেড় শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ভোলা সদর উপজেলায় মাত্র দুই শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয় এবং ঘরচাপা পড়ে এক নারীও নিহত হন।
[sbনোয়াখালীতে ঝড়ে নিহত হয়েছে দুই শিশু। পাঁচ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে চার শতাধিক ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।সুবর্ণচর উপজেলা নিয়ন্ত্রণকক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান জানিয়েছেন ভোরের দিকে ঘরচাপা পড়ে চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের আবদুর রহমানের ছেলে মো. ইসমাইল (২) নিহত হয়।
অন্যদিকে ঠিক একই সময় চরজব্বর ইউনিয়নে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা
হয়। তাছাড়াও চরওয়াপদা এবং চরজব্বর ইউনিয়নে ঝড়ে গাছপালা ও শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানিয়েছেন সকাল ৯টার দিকে গাছের ঢাল পড়ে কাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবু হানিফের মেয়ে নাজমুন নাহার (১২) মারা গেছেন।জেলা ত্রাণ এবং পুনর্বাসন কর্মকর্তা হামিদুর রহমান বলেছেন ঝড়ে চার শতাধিক ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আড়াই শত ঘর।]
তবুও বলতে হয় সত্যিই বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণেই আমরা ফণীর মত অতি প্রবল ঘূর্ণিঝড়ের মোকাবেলা এবং ক্ষয়ক্ষতির পরিমান
কমিয়ে আনতে পারছি। =p~

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৯ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:


আমি আপনার, বা অন্য কারো পোষ্টে মন্তব্য করেছিলাম যে, ফনী যদি ভারতের পুরী'তে ল্যান্ড করে, বাংলাদেশে আসতে আসতে উহা আর সবল থাকবে না।

০৫ ই মে, ২০১৯ রাত ৯:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই আসল কথা ওস্তাদ।

২| ০৪ ঠা মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

রাজীব নুর বলেছেন: ক্ষতি হয়েছে। যার ক্ষতি হয়েছে শুধু মাত্র সে-ই বুঝ।

০৫ ই মে, ২০১৯ রাত ৯:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত ।

৩| ০৪ ঠা মে, ২০১৯ রাত ৮:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তেনারা নাকি বলেছেন ছাত্রলীগ প্রস্তুত থাকায় ক্ষয় ক্ষতি কমেছে ?

০৫ ই মে, ২০১৯ রাত ৯:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চামড়ার মুখতো কইতে টাকা পয়সা লাগেনা। ;)

৪| ০৪ ঠা মে, ২০১৯ রাত ৯:৪৭

আহমেদ জী এস বলেছেন: :):):)(:(:(:হাসু মামা,



সামান্য ক্ষতি কিন্তু এই ক্ষতি পুষিয়ে উঠতে কারো বছর লেগে যাবে।
তবু বলি - আর যেন নতুন করে কোনও ক্ষতির কথা শুনতে না হয়!

০৫ ই মে, ২০১৯ রাত ৯:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু আমাদের রক্ষা করুন ! আমীন।

৫| ০৪ ঠা মে, ২০১৯ রাত ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাইরে স্যাটেলাইটের নিউজ পড়ার পর থেকেই হাসতে হাসতে স্যাটেলাইট হইয়া গেছি =p~ =p~ =p~ =p~

স্যাটেলাইট দিয়ে বিএনপি দমনে সফলতার পর এবার
দেশের ধর্ষন রোধে স্যালেটাইটের সর্বোচ্চ ব্যবহারের ধাবীতে আন্দুলুন চাই :-/

০৫ ই মে, ২০১৯ রাত ৯:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদের পর কঠিন আন্দুলুনে নামমু। ;)

৬| ০৫ ই মে, ২০১৯ রাত ১২:৫৫

আবদুল মমিন বলেছেন: বাংলাদেশ এর নেতা একটার চাইতে একটা কঠিন জোকার



৭১ টিভির খবর দেখুন দালালির ও একটা সিমা থাকা উচিৎ



০৫ ই মে, ২০১৯ রাত ৯:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খারাপ বলেন নাই।

৭| ০৫ ই মে, ২০১৯ রাত ২:০৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আসলে ফনি হানিফকে দেখে ভয় পেয়ে এদিকে না এসে উড়িষ্যার দিকে টার্ন নিয়েছিল ! :P

আর INSAT, METEOSAT, GOES এর মতো অন্যান্য স্যাটেলাইটগুলোর পূর্বাভাস মোটেই নির্ভরযোগ্য নয় । একমাত্র বঙ্গবন্ধু স্যাটেলাইটের উপর নির্ভর করেই সকল সিদ্ধান্ত নেয়ার কারণে সকল ধরণের ক্ষয়ক্ষতি ঠেকানো গেলো । ভারতও সম্ভবত এবার একমাত্র বঙ্গবন্ধু স্যাটেলাইটের উপর নির্ভর করেছে । তাই সেখানে ঘুর্ণিঝড় প্রথমে আঘাত হানার পরও সেখানে তেমন ক্ষয়ক্ষতি হয় নাই । ;)

০৫ ই মে, ২০১৯ রাত ৯:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহুই জানেন এদের মাথায় আর কথায় কবে বুদ্ধির শোয়া লাগবে।

৮| ০৫ ই মে, ২০১৯ দুপুর ১২:১০

বাংলার মেলা বলেছেন: ঐ ছবিগুলা কি বঙ্গবন্ধু স্যাটেলাইটের তোলা? মহা কাজের জিনিস তো! হানিফ একটু কমই বলেছে। আমি হলে বলতাম কলাবাগানে বঙ্গবন্ধু স্যাটেলাইটের উপস্থিতি টের পেয়ে ফনি আর এ মূখো হয়নি।

০৫ ই মে, ২০১৯ রাত ৯:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ;)

৯| ০৫ ই মে, ২০১৯ বিকাল ৩:২০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নাহ্! আজ আর ব্লগিং করা যাবে না। ব্লগারদের লেখা পড়ে মেজাজ আর ঠিক থাকছে না।

০৫ ই মে, ২০১৯ রাত ৯:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেন কি হইলো ?

১০| ০৬ ই মে, ২০১৯ রাত ১:২৬

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহর অশেষ রহমত।

০৭ ই মে, ২০১৯ রাত ৮:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিন্ত লোক মুখে শুনি বঙ্গবন্ধু স্যাটালাইটের কেরামতি বলে ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.