নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

২০২৪ সাল থেকেই চাঁদে বসবাস শুরু হবে :) :)

১১ ই মে, ২০১৯ রাত ১১:৫৮

চন্দ্রযান ব্লু-মুনের মডেলের সামনে জেফ বেজোস।
নাহ! বলতে হয় একটা কাজের কাজ করতেছে বিশ্বে শীর্ষ ধনী এব মার্কিন শপিং পোর্টাল আমাজন ডটকমের মালিক জেফ বেজোস ।
তিনি থেকে চাঁদে প্রথম মানুষ বসবাসের জন্য ২০২৪ সাল থেকে চাঁদের দেশে মানুষ পাঠানোর উদ্ধেগ নিচ্ছেন।
যাক এই কাজ করার পর হয়ত পৃথিবীতে মানুষের কিছু চাপ কমতে পারে।বৃহস্পতিবার ওয়াশিংটনে এই মহাকাশযানের উপস্থাপনা করেন ৫৫ বছরের বেজোস। বিশালাকারের একটি মহাকাশযানের মডেলের পর্দা উন্মোচন করেন বেজোস। বেজোস জানিয়েছেন তিনি ২০২৪ সালেরর মধ্যেই চাঁদে মানুষ পাঠাবেন । আর সেই চন্দ্রযাত্রা হবে সেখানে বসবাসের জন্য! চন্দ্রাভিযানের জন্য তিনি যে অত্যাধুনিক, উচ্চপ্রযুক্তিসম্পন্ন মহাকাশযানের পরিকল্পনা করেছেন, সেটি চাঁদে গাড়ি এবং অন্যান্য সরঞ্জামও বহন করে নিয়ে যাবে। যাতে সেখানে বসতি স্থাপনে কোনও অসুবিধা না হয়।৬.৫ মেট্রিক টন ওজনের এই যানটি চাঁদের নরম মাটিতে গিয়ে নামবে। বৈজ্ঞানিক গবেষণার সরঞ্জাম ছাড়াও এতে করে মানুষও চাঁদে পাড়ি দেবে বলে দাবি করেছেন বেজোস।

সূত্র ইত্তেফাক

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৯ রাত ১২:১৯

চাঁদগাজী বলেছেন:


বেজোস লোক পাঠাবেন ২০২৪ সালে; উনি না জানেন যে, ওখানে ইতিমধ্যে নোয়াখালীর লোকজন মুদি দোকান খুলে বসে আছেন।

সেখানে কি কাপড় পরে থাকবেন মানুষজন, কাপড় কি খোলা যাবে; কাপড় না খুলে জিং জিং করার পদ্ধতি কি বেজোস আবিস্কার করেছেন? আর পানির যায়গায় কি নিজের প্রস্রাব পান করবেন?

২| ১২ ই মে, ২০১৯ রাত ৩:৫৩

আপেক্ষিক মানুষ বলেছেন:

চাঁদ গাজী সাহেবের মন্তব্য পরে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে।

ইলন মাস্ক আর বেজোস দুই জনই মহাকাশে মানুষ পাঠানোর ধান্দায় আছে, একজন মঙ্গলে আরেকজন চাঁদে। কিন্তু আমি ইলন মাস্কে এগিয়ে রাখব কারন তার কোম্পানি স্পেস-এক্স পরিক্ষীত। অন্যদিকে ব্লু-অরিজিন এখনো শুরুই করেনি।

৩| ১২ ই মে, ২০১৯ দুপুর ১২:০৫

নজসু বলেছেন:


সবাই কি আর যেতে পারবেন ওখানে?
মোটা অংকের টাকা গুনতে হবে মনে হচ্ছে।

৪| ১২ ই মে, ২০১৯ দুপুর ২:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা প্রথম মন্তব্য পড়ে না হেসে থাকতে পারলাম না।

বেশ হবে তাহলে, ২৪ শে চাঁদ ৩১ শে মঙ্গল, পৃথিবী এবার মুক্তি পাবে ভাবাই যায়

৫| ১২ ই মে, ২০১৯ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: আমি ভাই চাঁদে যাবো না। নো নেভার।

৬| ১২ ই মে, ২০১৯ রাত ১১:০২

মাহমুদুর রহমান বলেছেন: চাঁদে জীবন যাপন চিত্র দেখার অপেক্ষায় রইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.