নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

সামুর এই ধরনের অ্যাডগুলো কি বন্ধের কোনও অপশন নেই ?

০৩ রা জুন, ২০১৯ রাত ১১:৪৫

রিতীমত যেমন নোংড়া তেমন লজ্জা জনক মনে হচ্ছে অ্যাডগুলো। কৃতপক্ষ দয়া করে একটু বিবেচনা করে দেখবেন কি কোনো ভাবে
অ্যাডগুলো যাতে কারো ব্লগ পেজে না আসে । সামু অন করার পরে যদি এই ধরনের অ্যাড আসে তাহলে ব্লগে আসা আর না আসা
সমান কথা।পিসির সামনে বসলে অনেক সময় ছেলে মেয়ে ও ফ্যামেলির অন্যান্য মেম্বার থাকে তাই অনেক সময় সামুর পেজে
ডুকলে লজ্জা পেতে হয়। দয়া করে একটু বিবেচনা করে দেখবেন।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১২:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রমজানের পবিত্রতা রক্ষা করুন

০৪ ঠা জুন, ২০১৯ রাত ১২:৫৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আর কিমনে রমজানের পবিত্রতা রক্ষা করুন যায় হেইটাই ভাইব্বা পাইনা। ;)

২| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১২:৪২

চাঁদগাজী বলেছেন:


আপনি 'ডেইটিং সাইট' ইত্যাদিতে যান টান নাকি, নাকি জিং জিং ইত্যাদির সাইটে যান আপনার ডিভাইসে? আপনি কি ধরণের পেইজে যান, আজকাল সেই ধরণের এড আসার সম্ভাবনা আছে; সাইটগুলো মেশিন লার্নিং প্রয়োগ করছে!

০৪ ঠা জুন, ২০১৯ রাত ১:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সত্য কথা বলতে কি আমি ওরকম কোনও সাইটের লিং জানি না।তবে এখন থেকে সামুতে দেয়া অ্যাডগুলোর লিং যেয়ে ঘুরেফিরে
দেখে আসতে হবে। :)

৩| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১২:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছবিগুলো সংযুক্ত করে দিয়ে আপনি হাস্যকর কাজ করেছেন। যাইহোক, এই ব্যাপারে বিস্তারিত বলার কিছু নাই, কারন এই এ্যাড দেখা হয়, সেই ব্যাপারে আমরা ইতিমধ্যে জানিয়েছি। এই লিংকে ক্লিক করে তা দেখতে পারেন।

:)

০৪ ঠা জুন, ২০১৯ রাত ১:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি অত পঁচা নই অমন কিছু দেখি না । :)
ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদমুবারক। :)

৪| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১২:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি আপনার পিসিতে view this link
এইখান থেকে এডব্লক প্লাস এক্টান্শন এড করে এরক এড থেকে রেহায় পেতে পারেন।

৫| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১:০৭

চাঁদগাজী বলেছেন:


সামুর দিনকাল ভালো যাচ্ছে না; মাঝখানের ছবিটা রেখে বাকীগুলো মুছে দেন।

০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ দিয়েছি ।

৬| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১:১৮

চাঁদগাজী বলেছেন:


ভালো কাজ করছেন, ধন্যবাদ! বাকী ২টি ছবি থাকলে আপনার পোষ্টে ভিজিটরের সংখ্যা খুব বেড়ে যেতো; এখন আমি আসবো মাঝে মাঝে!

০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পোস্টে বেশি হিট বাড়িয়ে লাভ কি যদি লেখা কোনো কাজে না আছে ।

৭| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:


আপনি ওসব লিংক জানেন না? বুঝলাম, আপনি আমার পোষ্ট পড়ছেন না আজকাল; খালি খালি নুরু সাহেবের পোষ্ট পড়ছেন!

৮| ০৪ ঠা জুন, ২০১৯ ভোর ৪:৫৮

কথার ফুলঝুরি! বলেছেন: এই বিষয়টি নিয়ে অনেক আগে থেকেই কথা হচ্ছে কিন্তু সমাধান হচ্ছে না৷ :-& অতিসত্তর সমাধান হওয়া জরুরী।

৯| ০৪ ঠা জুন, ২০১৯ ভোর ৫:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:
বোকার মত ধরা পইরা গেলেন! =p~

যে সাধারণত যে ধরনের সাইটে যায় সে ধরনের জিনিসই এড হিসাবে আসে।
আপনার চরিত্র বুঝা গেল ফুলের মত ........

১০| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ৭:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এড খালি আসতেই থাকে।

১১| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: হুম।

১২| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:৩৩

অগ্নিবেশ বলেছেন: ধরা খাইছে

১৩| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:৩৮

খায়রুল আহসান বলেছেন: এসব নিয়ে না লিখে "ইগনোর" করাই সর্বোত্তম পন্থা!

১৪| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:৪৫

ভুয়া মফিজ বলেছেন: অগ্নিবেশ বলেছেন: ধরা খাইছে ধরা খাওয়ার কিছু নেই। গুগল এ্যড কি কি ভিত্তিতে দেখায় দেখুন,

১৫| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:৪৯

ভুয়া মফিজ বলেছেন:

১৬| ০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ১২:২৯

সুমন কর বলেছেন: এ্যাড ব্লক ব্যবহার করলে কোনদিন আসবে না..............

১৭| ০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ১২:৩৮

ভুয়া মফিজ বলেছেন: সুমন কর বলেছেন: এ্যাড ব্লক ব্যবহার করলে কোনদিন আসবে না.............. এ্যাড ব্লক ব্যবহার করলে কি সামু'র আয় কমে যাবে? জানা নাই।

১৮| ০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৩:৫৫

দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
কই, আমার সামনে তো আসে না, আসলে একটু ঘুরে আসতে পারতাম।

আপনি ওপেন করে লিংটা দিয়েন তো। ;)
পরের পর্ব আপনারে জানামোনে!

১৯| ০৪ ঠা জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

সাকলায়েন শামিম বলেছেন: দাদা এডব্লক এক্সটেনশন ব্যাবহার করুন। সহজ উপায়ে ইমান ঠিক রাখুন।

২০| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ৯:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: এড যারা দেয় তাদের কাছে এড দেয়ার অনেক পথ জানা আছেে,
এটা তাদের রুজি রোজগোরের পন্থা । তাদেরকে ব্লক করা বেশ
কঠিন কর্ম । আমি বেশ কয়েকবার চেষ্টা করে দেখেছি ।
কাজ তেমন হয়না । কোন না কোনভাবে তারা এসে
আবার উকি দেয় । বেষ্ট পন্থা হল এডগুলিকে ইগনোর করা ।
তবে আবার অনেক এড উপকারিও বটে , অনেক সময়
প্রয়োজনীয় কাম্য লিংক পেতে সাহায্য করে । যে বিষয়
একবারেই জানা ছিলনা তা জানতে সহায়তা করে ।
জানার কোন শেষ নাই , তাই যেখানে যাহা পাও
উড়াইয়া দেখ তাও , পাইলেও পাইতে পার
মানিক রতন!!! তবে অস্লিল ছবি অবশ্যই
ইগনোর করতে হবে নিজের বিবেক বলে ।

০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর মতা মত ভালো লাগল ভাই । ঈদের শুভেচ্ছা থাকলো ভাই ঈদমুুবারক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.