![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা খারাপ না হতে পারে যেহেটু দীর্ঘ একটা মাস শয়তানকে বন্ধ করে রাখা হয়েছিল সে হিসেবে শয়তান বন্ধিশালা থেকে ছাড়া পেয়ে
কিছু অঘটন ঘটাতে পারেই তাতে কিন্ত শয়তানকে আমরা দোষারপ করতে পারিনা ।
এরপর মনে করেন মুন নাইটে এরকম দৃর্শ্য আমাদের অতি পরিচিত ।
যারা জীবনে দু একবার লাভ লোকসানের হিসেবে মিলাতে চেয়েছেন তারা এই কমন ডায়মগ শুনতে শুনতে
মুখস্থ হয়ে যাওয়ার কথা।
আহারে এই সম্ভবের দেশে মনে হয় অসম্ভব বলে আর কিছু রইলো না।
০৬ ই জুন, ২০১৯ রাত ১২:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ সকলের মনে খুশি বয়ে আনুক । ঈদমুবারক ।
২| ০৬ ই জুন, ২০১৯ রাত ১:০৪
চাঁদগাজী বলেছেন:
পৌষের ৩০ তারিখা রোজা শুরু হোক, মাঘের ৩০ তারিখে ঈদ হোক।
০৬ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৩| ০৬ ই জুন, ২০১৯ সকাল ১১:০৭
রাজীব নুর বলেছেন: ফানি।
০৬ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৪| ০৬ ই জুন, ২০১৯ বিকাল ৩:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: রোজার পরে ছাড়া পাইয়া কমিটিরে ধরছে মানলাম, পরেরটাতো কইলেন না
এরপরেই যে আপ্নেরে দৌড়ানি দিছিল
হা হা হা (ফান)
ঈদ মোবারক ভায়া
০৬ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পরেরটা কইলে আমারে আর খুঁজিয়া পাইবেননা ভ্রাতা।
তয় আইজও কাল ঈদ উদযাপিত লইয়া অনেকেের সাথে তর্ক করলাম। মূর্খের দলেরা কয় আইজজ বলে
অর্জিলান ঈদ চাঁদ বলে পর্শু উঠেনি কাইল উঠছে।
৫| ০৬ ই জুন, ২০১৯ রাত ৮:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঈদের শুভেচ্ছা নিন ।
০৯ ই জুন, ২০১৯ রাত ২:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মোবারক।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৯ রাত ১২:২৭
ল বলেছেন: ঈদের সালাম ও শুভেচ্ছা রলো।।