![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কন্যা দিঘীর জলে অঙ্গ ডলে রাত্রি হলে,
কন্যার লগে উদ্লা গায়ে গোসল করে চাঁদ।
ওইনা দিঘীর পানি হতে আমার মনে বড় সাধ,
কন্যার রুপে দিঘীর জল করে টলোমল।
হাটুজলে নামলে কন্যা নামে খুশির ঢল।
কন্যার শাড়ির আচল ভিজে আমি সে জল হলে নিজে,
সারা অঙ্গে থাকলে মিশে,
কি আর হতো এমন আপরাধ !
ওইনা দিঘী পানি হতে আমার মনে বড় সাধ।
তাহার রুপের এমন ঝলক,
কন্যা জ্যান্ত মানুষ মারার কল,জানে কত ছল,
তারে যত দেখি তত মনটা আমার হয় দুর্বল।
০৬ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবে ওস্তাদ এসব গানের ভিতর গভীর অর্থ লুকিয়ে আছে। যা আমি আপনারে বুঝাইয়া কইতে পারতাম না।
২| ০৬ ই জুন, ২০১৯ রাত ৯:৪০
ল বলেছেন: হাঁটুজলে নামলে কন্যা নামে খুশির ঢল -- সাঁতার কাটতে ভীষণ ভালো লাগে --
মামা!!
৩| ০৬ ই জুন, ২০১৯ রাত ৯:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গানের কথাগুলি সুন্দর ।
৪| ০৬ ই জুন, ২০১৯ রাত ১০:০৯
ব্লগ মাস্টার বলেছেন: এসব গানে শুধু অর্থ নই সাতার না কাটতে না পারার ব্যাপক অর্থ আছে
৫| ০৭ ই জুন, ২০১৯ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: চমৎকার।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২১
চাঁদগাজী বলেছেন:
সস্তা গানের কলি