নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

কতদিন দেখিনা মায়ের মুখ

০৯ ই জুন, ২০১৯ রাত ১:৪৫


কতদিন দেহিনা মায়ের মুখ
হুনিনা সেই কোকিল নামের কালা পাহির গান
হায়রে পরান হায়রে পরান ।

হায়রে আমার গাঁয়ের বাড়ি
সারি সারি গরুর গাড়ি
মরা নদীর চর।
দীঘির জলে হাসের খেলা
ঘরের চালে দুপুর বেলা
রঙ্গিলা কইতর।।

উঠানে চরাইনা সোনার ধান
হায়রে পরান, হায়রে পরান ।

কতদিন ধরিনা ডোবায় মাছ
করিনা সেই মরা নদীর মিঠা পানি পান
হায়রে পরান, হায়রে পরান ।

হায়রে আমার রখাল হিয়া
কাজলা গরুর গোসল দিয়া
মাঠে নিয়া যায়।
বিহাল বেলা বাঁশের বনে
ঝিকিমিকি রইদের সনে
মন মিলাইতে চায়।।

ভুলিতে পারেনা মাটির টান
হায়রে পরান, হায়রে পরান ।

কতদিন রাহিনা চানের খোজ
দেহিনা সেই তারার চোখে মিছা অভিমান
হায়রে পরান, হায়রে পরান । হায়রে পরান, হায়রে পরান ।
হায়রে পরান, হায়রে পরান । হায়রে পরান, হায়রে পরান ।

আজ কেন জানি বার বার তোমার কথা মনে পড়ছে মা,
সারাদিন কেন জানি হচ্ছে তোমায় নিয়ে ভাবা ।
যেখানেই থাকো তুমি ভালো থেকো,
তোমার হতভাগ্য খোকার জন্য একটু দোআর পরশ রেখ।


মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৯ রাত ১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

০৯ ই জুন, ২০১৯ রাত ১:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ কবি। একটু বিলম্বিত হলেও ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক।

২| ০৯ ই জুন, ২০১৯ সকাল ৭:১৬

নজসু বলেছেন:



মন খারাপ করবেন না ভাই।
মাস দুয়েক আগে মায়ের চলে যাওয়া নিয়ে আপনার পোষ্টটা আমাকে খুব ব্যথিত করেছিলো।
এটা হচ্ছে মাকে ছাড়া প্রথম ঈদ। তাই হয়তো খারাপ লাগার পরিমাণটা বেশি।
এখন শুধু বেশি বেশি করে দুআ করতে হবে।

০৯ ই জুন, ২০১৯ রাত ১০:৪৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাতো অবশ্যই সুজন ভাই । দোআ ছাড়া আর কিই বা আছে করার ।পরম দয়াময় আল্লাহু মৃত অন্ধার কবরে থাকা সকল
মা বাবাদের জান্নাতবাসী করুন।আর জীবিত যারা আছেন তাদের সকলের শরীর স্বাস্থ্য ভালো রাখুন এবং হায়াতে তইবা
দান করুন। আমীন।

৩| ০৯ ই জুন, ২০১৯ দুপুর ১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। আমরাও এবার শাশুড়ি ছাড়া ঈদ করলাম । গত তেইশ রমজানে উনি না ফেরার দেশে চলে গেছেন। এবারের ঈদ মোটেও ভালো লাগে নাই।

আল্লাহ উনাদের জান্নাত নসীব করুন

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিন ! প্রান ভরে দোআ করি আপু,আল্লাহু তাদের জান্নাত বাসী করুক ।

৪| ০৯ ই জুন, ২০১৯ দুপুর ২:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই বাবা কিংবা মা চলে গেলে বুঝা যায় কত বড় ধন হারালাম।

ভাল থাকুন।

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ম,বাবা না থাকলে বোঝা যায় সন্তানের কাছে মা,বাবা কত গুরুত্বপূর্ণ মানুষ ।

৫| ০৯ ই জুন, ২০১৯ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: ভীষন ভালো হয়েছে।

১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ গুরু ভাই।

৬| ০৯ ই জুন, ২০১৯ রাত ৯:৫১

আহমেদ জী এস বলেছেন: :):):)(:(:(:হাসু মামা,



শুরু থেকে পড়তে গিয়ে ভেবেছিলুম, আপনার কথ্য ভাষাতেই মন্তব্যটি করবো জমিয়ে। কিন্তু শেষে এসে দেখি, অচেনা দেশে চলে যাওয়া এক মায়ের কাছে এক সন্তানের আকুল আবেদন!
মায়ের দোয়ার পরশ যেন সে সন্তানকে ঘিরে রাখে সারাটি জীবন!

০৯ ই জুন, ২০১৯ রাত ১০:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মন্তব্যের শুরুতেই শ্রদ্ধা ও ভালোবাসা থাকল। আশা করি পরিবার ও পরিজন নিয়ে আল্লাহুর রহমতে বেশ ভালো
ঈদ কেটেছে, বিলম্বিত হলেও ঈদের শুভেচ্ছা গ্রহনের জন্য অনুরোধ থাকল ! ঈদ মোবারক !
এবারই প্রথম মা,কে ছাড়া ঈদ কাটল তাই মনটা বেশি ভালো নেই এবং ঈদও ভালো কাটেনি।

৭| ১০ ই জুন, ২০১৯ দুপুর ২:০০

মেঘ প্রিয় বালক বলেছেন: মায়ের তুলনা শুধুই মা।

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মা না থাকলে বোঝা যায় সন্তানের কাছে মা কত গুরুত্বপূর্ণ একজন মানুষ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.