![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের মধ্যে কারো আছে নারী নেশা,আবার মদের নেশা আবার কারো বা প্রেমের নেশা ।
কেহ করে আবার হিরনের নেশা কেহ বা ফেনসিডিলের বা ডাইলের নেশা।
মোটা মুটি খোজ খবর নিয়ে দেখা গেছে যে যে নেশা করছেন তাদের ভিতরে যার যার মা্ত্রা অনুযায়ী
যে যেনেশা আসক্ত হয়েছেন তাকে সে নেশা ঘায়েল করেছে ।
কিন্তু মাগার আইজও কারো মুখে শুনি নাই বছরের পর বছর লেখা পড়া করা শর্তেও তাকে লেখা
পড়ার নেশায় ঘায়েল করেছে বা সে লেখা পড়ার নেশায় পড়েছে ।
তবে লেখা পড়ার নেশায় যদি আমরা ঘায়েল হতাম তাহলে মনে হয় আমরা প্রশ্ন পত্র
ফাস জেনারশনের কাতারে থাকতাম না । তাই শিশু,কিশোর ও যুবক শ্রেনীর সকল
শিক্ষার্থী ভাই,বোন ও বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকলো এখনো সময় আছে পারেন যদি
মাদক না,নারী না,প্রেম নয়, ভাই বোনেরা শিক্ষার নেশায় নিজেকে ঘায়েল করান।
০৯ ই জুন, ২০১৯ রাত ১১:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মাননীয় আমার লেখাায় সব সময় একটুু খোঁচার ডাচ থাকে।
২| ০৯ ই জুন, ২০১৯ রাত ১১:৫০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নিউজপেপার আর ব্লগ,
এ দুটো পড়া আমার নেশা হয়ে গিয়েছে।
০৯ ই জুন, ২০১৯ রাত ১১:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবে অ,আ ই,ঈ আর ক,খ,গ,ঘ,ঙ এবং A B C D পড়ার নেশাটাও শিগ্রই করে ফেলুন ।
তাহলে দেশ ও দেশের মানুষ আপনার দারা কিছুটা উপকারিটা হবেন ।
৩| ১০ ই জুন, ২০১৯ রাত ২:৫৯
মেঘ প্রিয় বালক বলেছেন: সত্য বলেছেন।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ।
৪| ১০ ই জুন, ২০১৯ সকাল ১০:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সইত্যা কেউ পড়ার নেশায় পড়ে না। পোলাপানরে খালি বকতে হয়
সুন্দর লেখা
০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপু ।আপু ২০০০ সালের পর দেশে যে পুলাপাইন বাংলাদেশের আলোবাতাসের মুখ দেখছে তারা সবাই ডিজিটাল
হইছে ।আমার দুইটা একই অবস্থা
৫| ১০ ই জুন, ২০১৯ দুপুর ১২:০৩
রাজীব নুর বলেছেন: আমার নেশা তিনটা বই পড়া, মুভি দেখা আর দেশ বিদেশ ঘুরে বেড়ানো।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার নেশা ভালো ।
৬| ১০ ই জুন, ২০১৯ দুপুর ২:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিড়ি খাবি খা
মারা যাবি যা!
০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হাহাহা আপনার দোআ শুনে হাসতেছি ভাই ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৯ রাত ১১:১৩
দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
আপনি মানুষের মন্তব্যের রিপ্লে দেন না, আগে আপনার এই অভ্যাসটা দূর করুন দয়া করে।
লেখা কিন্তু খারাপ লেখেন না!