![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবারের বাজেট হল এই,
এই বাজেটে ভাই ধনীদের জন্য অনেক কিছু থাকলেও,
কৃষক এবং সাধারণ মানুষ ও গরিবের জন্য কিছু নেই।
তাইতো সবাই ঘরে বসে,
ভাবিয়া মরিয়া হায় হয় শেষ,
একদিকে হয় বাজেট পাশ,
অন্যদিকে মনে ভয় তারায়া বেরায় কি যেন এই বুঝি খেলাম বাশ
শুনেছি বাজেটে বেড়েছে মোবাইল কল রেট ৫% থেকে ১০% হার,
বাড়ুক কে কি বলবে এমন মাথা আছে কোন বেটার !
আরো বেড়েছে কত কি,
এতে গরিবেরা তেলের বদল খাবে পানি আর ধনীরা যেন মাথায় মাখবে ঘি ।
বাজেটে কমেছে শুনেছি ভাইরে জমিজমার দাম,
কমেছে গাড়ি,হুন্ডা,বাইকের দাম,
কি বাজেট ভাইরে তার নাম,
একেই বলে ধনীর তালে দেয়া রাজনীতিবিধদের মুলা পাম ।
কিন্তু বাজেটে হয়নি তাদের কোনো লাভ,
যারা করছেন,কৃষি কাজ,করছেন দিন মুজুরি,ফেলে পায়ে মাথার ঘাম ।
১৮ ই জুন, ২০১৯ রাত ১১:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সরকারের কোসাঘারে যা আছে তা সবই তার আয় । আর এখন যে সরকার দলে যোগ দিবে,
সেই সরকারি কর্মচারী । বেতন দিয়ে আর কি হবে, উপরি যে আয় তাতেই এনাফ ।
২| ১৯ শে জুন, ২০১৯ রাত ১২:০৪
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা একটা বিষয় বুঝতে পেরেছে যে, বাংগালী শিক্ষিত সমাজ দেশ, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিতে দক্ষ নন; ফলে, উনি যা মাথায় আসছে, তাই করে বেড়াচ্ছেন; ড: কামাল, ড: ইউনুস, ইউনিভার্সিটি শিক্ষকগুলো শেখ হাসিনার সরকারকে সঠিকভাবে সমালোচনা করতে ব্যর্থ হওয়ায়, উনি এদের কথায় কান দিচ্ছেন না।
১৯ শে জুন, ২০১৯ রাত ১২:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বিষয়টা হয়েছে এমন ওস্তাদ, ঐযে একটা প্রভাত আছেনা, যেমন শুকোর তেমন কচু ।
এখন আমাদের দেশের বিরোধী দলেরা লোকদের কিছু করার নেই,তাই সরকার তাদের যেদিকে
সেদিকেই তাদের হাটতে হবে । আমি বুঝিনা ওস্তাদ ড: কামাল ও ড: ইউনুস এরা কি আসলে কোনো পড়াশুনা
জানা মাথা আলা লোক না শুধু ডাক নামেই ঢোল বাড়ি ।
৩| ১৯ শে জুন, ২০১৯ রাত ১২:৩০
মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা।
কি বলবো ভাই, এক আকাশ দুঃখ বুকে ধারন করে বেঁচে আছি।
১৯ শে জুন, ২০১৯ রাত ১:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমাদের কি আছে কিছু বলার ? যা বলার তারাই বলবে, আমরা শুধু কান পেতে শুনবো ।
শুভকামনা রহমান ভাই ।
৪| ১৯ শে জুন, ২০১৯ রাত ১২:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন: বাজেট ধোয়ে পানি খেলে সর্বরোগ সারে - কবিরাজ ঘর।
১৯ শে জুন, ২০১৯ রাত ১:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হা হা দারুন বলেছেন ভাই । মনমুগ্ধ মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ ভাই ।
৫| ১৯ শে জুন, ২০১৯ ভোর ৫:২১
মাহমুদুর রহমান বলেছেন: শুভকামনা রহমান ভাই
আমি তো রহমানের গোলাম।
আমাকে মাহমুদ কিংবা মাহমুদুর রহমান নামে অভিহিত করুন কেবল রহমান নামে নয় ।
শুভ কামনা আপনার জন্য।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আচ্ছা ভাই ঠিক আছে ।
৬| ১৯ শে জুন, ২০১৯ সকাল ৭:৩৪
রাজীব নুর বলেছেন: বাজেট কর্তারা তাদের ইচ্ছা মতোন করেন।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মুজিব বর্ষ নিয়ে ভাবছি একটা প্যারডি লিখবো গুরু ভাই ।
৭| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ১:১৮
মেঘ প্রিয় বালক বলেছেন: বাজেট ছক যারা বানান,তারা হয়তো অর্থনৌতিক চিন্তা ভাবনা করেনা।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কোনোদিনও তারা ভাবেন না । তারা শুধু নিজেদের পকেট কেমনে ভরবে সেটা নিয়ে ব্যস্ত থাকেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৯ রাত ১১:৪৪
চাঁদগাজী বলেছেন:
বাজেটে আপনি কি চেয়েছিলেন?
বাজেট পিরিয়ডে, সরকারের আয় কত, সরকারী কর্মচারীর পরিমাণ কত? তাদের আনুমানিক বেতন কত?