নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

প্রাথমিকভাবে আমাকে একটা বিষয়ে সর্তক করা হলো

২০ শে জুন, ২০১৯ রাত ৮:৩৫



নতুন বিনা অনুমুতিতে কারো ছবি প্রকাশ ব্লগ নীতিমালা অনুসারে কোনভাবেই গ্রহনযোগ্য নয়।প্রাথমিকভাবে আপনাকে এই বিষয়ে সর্তক করা হলো।ধন্যবাদ। শুভ ব্লগিং।এই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। বিস্তারিত জানতে পোস্টটির লেখকের সাথে যোগাযোগ করুন।
আমার মাথায় এখনো পযন্ত ডুকছে না,কি এমন ছিল ছবিগুলোর ভিতরে যে কারনে আমার
পোস্ট টিই নাই করে ফেলতে হলো। তাছাড়াও আমার মনে হয় বেশির ভাগ ছবির মানুষগুলোলোকেই
আনেক ব্লগাররা চিনেন । যাই হোক সর্বশেষ একটা কথা বলবো আর সেটা হলো আমার মনে হয়
পোস্ট কারো সমস্যা করার কথা ছিলোনা ।শুধু শুধু একটা ফানি পোস্টকে ভুলভাল ভাবে ভ রিপোট করা
আমার মনে হয় যে পোস্ট টির নামে রিপোট করেছে সে আমার চেয়েও বড় মূর্খ মানুষ ।
শিক্ষার আলো থাকলে কারো মাঝে সে ফানি আর মজা নিয়ে রিপোট করতে পারতেন না ।
আরে মিয়া সতর্ক করার কি আছে ? সোজা আমাকে ব্যান না হলে ব্লক করে দিন তাতেও কেও
বাধা দিবেনা ।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৯ রাত ৮:৪৪

মা.হাসান বলেছেন: মহামান্য মডারেটর এর বুদ্ধিমত্তায় আমি শিহরিত। নিশ্চয়ই উনি প্রতিদিন অনেক অনেক হরলিক্স খান।

২০ শে জুন, ২০১৯ রাত ৮:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মডারেটর যদি তার ইচ্ছে মতে কাজটি করে থাকেন তাহলে আমার কোনো দু:খ নেই ।

২| ২০ শে জুন, ২০১৯ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


ছবি দেয়ার ব্যাপারে কি সবার সন্মতি ছিলো? নিশ্চয় কেহ ব্যাপারটা পছন্দ করেননি। ফান করতে চেয়েছেন, ফান তো হয়ে গেছে!

৩| ২০ শে জুন, ২০১৯ রাত ১০:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই বিষয়টাই আমি মন্তব্যে জানতে চেয়েছিলাম আপনার কাছে অফ টপিক হিসেবে!
সেই ভয়টাই সত্যি হল।
হয়তো কেউ পছন্দ করেন নি। আর অিভযোগ দিলে কর্তৃপক্ষতো আইনতই বাধ্য ব্যবস্থা গ্রহনে।

অনেকেই অনেক কে চেনে সেটা ভিন্ন কথা। আবার ব্লগ ডেতে আমার সহ অনেকের ছবি নাম সহই এসেছে।
কারণ তা অনুেমাোদিত ছিল।

ফান পোষ্ট সবাই এপ্রিসিয়েট করে । কিন্তু যাকে নিয়ে ফান করবেন তার সাথে সেই গভীর সম্পর্কটা থাকা কিন্তু আবশ্যিক।
এবং পরষ্পরের মাঝৈ সেই ফানকে গ্রহণ করার মানসিকতাও অপরিহার্য।

যা হোক ব্যপার না।
হ্যাভ এ জোস নাইস ফান পোষ্ট নেক্সট টাইম ;) চিয়ার্স


৪| ২০ শে জুন, ২০১৯ রাত ১০:০৬

মা.হাসান বলেছেন: কেউ যখন ফেসবুকে পোস্ট দেয় তখন তা সাধারণ ভাবে পাবলিক ইনফরমেশন হয় (যদি না আপনি কোন নির্দিষ্ট কাউকে ব্লক ইত্যাদি না করে পোস্ট দেন)। পাবলিক ইনফরমেশনের তথ্য এখানে পাবেনঃ https://www.facebook.com/help/333140160100643/

যারা আপনার পাবলিশ করা ছবি দেখতে পায়, তারা এটা রিপোস্ট করতে পারবে, এ বিযয়ে কোন বাধা নাই- এখানে দেখুনঃ Click This Link

এমনকি কপি প্রোটেক্টেড আইটেম ও নন কমার্শিয়াল কাজে ব্যবহার করা দোষনীয় না। পৃথিবীর প্রায় সব আইনেই কপি প্রোটেক্টেড আইটেম গবেষণা, খবর প্রকাশ, ট্রল করা, আইনের আশ্রয় নেয়া (পুলিশে রিপোর্ট করা বা আদালতে সাবমিট করা) ইত্যাদি কাজে ব্যবহার করা যায়। কারো ফেসবুক থেকে ছবি এখানে পোস্ট দিয়ে আপনি কোন অন্যায় করেন নি, তবে যদি কারো বাসায় যেয়ে যদি তার ছবি চুরি করে থাকেন, তবে সেটা এখানে পোস্ট দেন বা না দেন তা ফৌজদারি অপরাধ।

৫| ২০ শে জুন, ২০১৯ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: সহমত।

৬| ২১ শে জুন, ২০১৯ রাত ১২:০০

মাহমুদুর রহমান বলেছেন: ভালো বলেছেন।

৭| ২১ শে জুন, ২০১৯ রাত ১২:১৪

বলেছেন: যা বলার তা বিদ্রোহী ভৃগু বলে দিয়েছেন --

চিয়ার্স মামা

৮| ২১ শে জুন, ২০১৯ রাত ১২:৫০

নীল আকাশ বলেছেন: মা.হাসান বলেছেন: মহামান্য মডারেটর এর বুদ্ধিমত্তায় আমি শিহরিত। নিশ্চয়ই উনি প্রতিদিন অনেক অনেক হরলিক্স খান।
আমি জানি না উনি কি খান তবে সরকারের বিরুদ্ধে সত্য কথা বলার জন্য আমাকে এখন সৈন্যবাহিনী ছাড়াই জেনারেল হতে হয়েছে। কি বিচিত্র সেলুকাছ! এটা নাকি মুক্তচিন্তা প্রকাশের মাধ্যম। আমার কাছে তো মনে হচ্ছে দেশের বর্তমান জাতীয় নির্বাচনের মতন। অনেক লেখা জমে আছে কিন্তু আমাকে সেফ না করা পর্যন্ত একটা পোস্ট দিব না। দেখি এভাবে কতদিন রাখে আমাকে?

৯| ২১ শে জুন, ২০১৯ রাত ১:১৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমার মাথায় এখনো পযন্ত ডুকছে না,কি এমন ছিল ছবিগুলোর ভিতরে যে কারনে আমারপোস্ট টিই নাই করে ফেলতে হলো?
ও এই ব্যাপার! আমিতো ভাবলাম আপনিই পোস্ট ড্রাফ্ট করেছেন। আপনি বরাবরই পোস্ট ইয়ে টাইপের দ্যান।

১. অনুমতি ছাড়া অন্যকারো ছবি এভাবে পোস্ট করা ঠিক না। যদিও ঐ পোস্টে আহামরি কিছু ছিল না। তারপরও আইনের ম্যারপ্যাচে...:D

২. ঐ পোস্টের প্রথম ও শেষ ছবি কার ছিলো? অন্য ছবিতে কারো আপত্তি/সমস্যা হবার কথা নয়। তবে লেডিস ছবিটার জন্যও এমনটা হতে পারে। কার অনুভূতিতে আঘাত লেগেছিল কীভাবে বলবো...

৩. মডুদের মতিগতি আমি বুঝি না। কি করে, না করে, কেন করে...

@মা.হাসান
আমিও বিস্মিত, শিহরিত,.. .....

@নীল আকাশ
সমবেদনা রইলো। ব্যান না খেলে বড় ব্লগার হওয়া যায় না....(৩)

১০| ২১ শে জুন, ২০১৯ রাত ৩:০৫

বলেছেন: নীল আকাশ ভাই এইডা মুই কি শুনলাম।।।
আপনাকে এমনটা করা হাস্যকর ছাড়া কিছু নয়।।।।

১১| ২১ শে জুন, ২০১৯ রাত ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:


@নীল আকাশ,

নীল আকাশ ব্রাদার্সদের (নীল আকাশ, মুক্তা নীল, নীল মুক্তা, নীল মনি, নীল ফনী, নীল গনি, নীল ক্বষ, নীল বৃষ ...) জেনারেল থেকে "সেইফ" ষ্টেটাস দেয়ার জন্য এডমিনদের অনুরোধ করা হচ্ছে; ব্লগের সমস্যার জন্য মুল ব্লগারেরা ব্লগে আসতে পারছেন না; ব্লগকে মাতিতে রাখার জন্য এসব ব্রাদার্স ম্রাদার্সদের লিখতে দেয়ার দরকার।

১২| ২১ শে জুন, ২০১৯ ভোর ৫:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দরকার কি অযথা ঝামেলা করার।
ছবি প্রকাশ না করলেই হলো।
আমি ভালো লেখা পড়তে পছন্দ করি।

১৩| ২১ শে জুন, ২০১৯ সকাল ১০:৩১

নীল আকাশ বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:সমবেদনা রইলো। ব্যান না খেলে বড় ব্লগার হওয়া যায় না....(৩) - এখন থেকে বড় ব্লগার হবার আপ্রান চেস্টা করে যাব!! ভয়ডর একবারেই কেটে গেছে!

ব্যান কইরা কেউ যদি মনে করে ব্লগে আ-যুক্ত-বাল সরকারের দালালী আর লেজুড়বৃত্তিক পোস্টের সমালোচনা আমি বন্ধ করে দেব তাহলে সে বোকার স্বর্গে বাস করে। কুকুরের বিষ্ঠার চেয়েও আমি এদের বেশী ঘৃণা করি।

চাদগাজী ভাইকে ধন্যবাদ। ল ভাই, হ এটাই ঘটেছে। সত্য কথা বলার ফলাফল।

১৪| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: নিজের ছবি দিয়েছিলেন ???

যাদের ছবি পোস্ট করেছিলেন তাদের অনুমতি নিয়েছিলেন ??


ধরুন আপনার স্ত্রীর ছবি ফেসবুকে পাবলিক করা। ব্লগের কেউ কেউ তাকে চেনেন। তাহলেও ছবি দেওয়া কি ঠিক ??

আবার ধরুন, আপনি আমার ছবি দিলেন। আমি আইনের সাহায্য নিলাম। আপনি কি করবেন??


ব্লগ আর ফেসবুকের পার্থক্য কি ??

১৫| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

করুণাধারা বলেছেন: ৪ নং মন্তব্যে সহমত।

১৬| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

সোনারবাংলা২০১৯ বলেছেন: জুম্মন সাহেবের মাথায় আসলেই অনেক বুদ্ধি, ঐজন্য মনে হয় উনি টুপি পরেই ঘুমান, যেন বুদ্ধি বের হয়ে না যায়।

ফেসবুকের কল্যাণে যে ছবি গোটা দুনিয়া দেখতে পায় সেই ছবি এখানে রিপোস্ট করলে কি সমস্যা তা বুঝলাম না । তবে বিদ্রোহী কবি যেমন বলেছেন, যার সঙ্গে আপনার ঘনিষ্টতা কম তার ছবি পোস্ট না করাই ভালো ছিল।

@ মা,হাসান আমি হরলিক্স খাই না, বুস্ট খাই। আমার বুদ্ধির কি হবে?

@ পাপ (পাঠকের প্রতিক্রিয়া) -ব্যান খাইবার সহজ উপায় নামে আপনি একটি পোস্ট দেন । আমি বড় ব্লগার হতে চাই। কেউ আমার পোস্ট পড়ে না। আমি কমেন্ট করলে কেউ জবাব ও দেয় না। তবে হাসুমামা সবার সেরা। উনি কারো কমেন্টেরই জবাব দেন না, শুধু মা, হাসান বাদে। মা, হাসান কি হাসুমামার ভাগিনা ? নাকি দোস্ত?

১৭| ২১ শে জুন, ২০১৯ রাত ১১:৩৫

মা.হাসান বলেছেন: @ সোনার বাংলা -বুষ্ট একটি এনার্জি ড্রিঙ্ক। এর সঙ্গে বুদ্ধির সম্পর্ক আছে বলে জানা নাই। আপনার পোস্ট থেকে অনুমান করি আপনার বয়স কম। বুস্ট বড়দের খাবার। আপনি বিবাহিত না হলে, না খাওয়াই ভালো।

আপনার কমেন্টের কেউ জবাব দেয় না - কথাটি মনে হয় অভিমান থেকে বলেছেন। আমার একটি পোস্টে পানির বোতল সংক্রান্ত একটি কমেন্ট করেছিলেন আমি তার জবাব দিয়েছি। আমার জানামতে ঠাকুর মাহমুদের বাজেট সংক্রান্ত একটি পোস্টে আপনার মন্তব্যের জবাবও তিনি দিয়েছেন । হাসুমামা কে আমি মামা বলে ডাকি তবে তিনি আমার আপন মামা বা দোস্ত নন। আরো একাধিক ব্যক্তি কে দেখেছি তাকে মামা বলে ডাকতে, তিনি মাইন্ড করেন নি। তবে কোন একটি পোস্টে একজন বিপরীত লিঙ্গের ব্লগার তাকে মামা বলে সম্বোধন করায় তিনি মাইন্ড করেছিলেন। । অন্যান্য সব মানুষের মতো তারও ব্যক্তিগত জীবনের ব্যস্ততা আছে, সময়মতো তিনি পোস্টে আপনার মন্তব্যের জবাব দিবেন আশা রাখি, যদি না এর মধ্যে তিনি পোস্টটি মুছে ফেলার সিদ্ধান্ত নেন।
আপনার ড্যাপ সংক্রানত লেখা টি ভালো হয়েছে। আপনার লেখার ভিউ বাড়ানোর জন্য ব্লগের বিজ্ঞতম ব্লগারের পরামর্শ অনুযায়ী আপনার নিকটি সোনার বাংলা থেকে চেঞ্জ করে নীল বাংলা করতে পারেন। আসলে আমিও ভাবছি আমার নিকটি চেঞ্জ করে মা হাসান থেকে নীল হাসান করব।

পাপকে ভালো করে আঁকড়ে ধরেন, নিঃসন্দেহে বড় ব্লগার হতে পারবেন।

১৮| ২২ শে জুন, ২০১৯ রাত ১২:১০

ব্লগ মাস্টার বলেছেন: হুম সব শুনলাম।

১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি যে এই ধরনের একটা পোস্ট দিয়েছেন, এটা আমার চোখ এড়িয়ে গিয়েছিলো। যদি চোখে পড়ত, তাহলে এই পোস্টটি হয়ত সরিয়ে ফেলা হত। যে সকল কারণে আমরা পোস্ট কিংবা ছবি মুছে দিতে পারি এই সংক্রান্ত যে নীতিমালা আছে, তার ৩গ, ৩চ এবং ৩ঝ ধারা অনুসারে আমরা আপনার উক্ত পোস্টের ব্যাপারে ব্যবস্থা গ্রহন করেছি। আর এই পোস্টের ব্যাপারে ২ক ধারা অনুসারে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

যখন কেউ সামহোয়্যারইন ব্লগে নিবন্ধন করে, তখন সে সামহোয়্যারইন ব্লগের নীতিমালা অনুসরন করে চলবে বলে একমত প্রকাশ করে নিবন্ধিত হন। ব্লগ সামাজিক যোগাযোগে একটি মাধ্যম এবং ফেসবুক আরেকটি মাধ্যম। প্রতিটি মাধ্যমের কিছু নিজস্ব নীতিমালা থাকবে, এটা খুবই স্বাভাবিক। একটি মাধ্যমের নীতিমালা অন্য আরেকটি মাধ্যমের নীতিমালার সাথে মিলবে না এটাও স্বাভাবিক। এই স্বাভাবিক তত্ব বুঝার জন্য আর যাইহোক পয়সা খরচ করে হরলিক্স খাওয়ার প্রয়োজন পড়ে না। খুব বেসিক কিছু জ্ঞান থাকলেই কাজ হবার কথা।

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @নীল আকাশঃ আপনাকে কোন রাজনৈতিক পোস্ট দেয়ার কারনে সাময়িকভাবে 'জেনারেল' করা হয় নি। আপনাকে ব্যান করা হয়েছিলো, একজন ব্লগারকে নিয়ে ক্রমাগত অযাচিত মন্তব্য করার জন্য। আপনি এই নিয়ে খুবই ভুল ধারনায় আছেন দেখে আপনাকে তা জানানো হলো।


২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইদানিং এগুলো বেড়ে গেছে। মাঝে মাঝে নোটিশ পাই আমার অমুক মন্তব্য মুছে দেওয়া হয়েছে। কন্তিু কথা হলো পোস্ট দেয়ার অনেক দিন পরে কেন এটা করা হয়।

২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @মাইদুল সরকারঃ ভাইয়া, সাম্প্রতিক সময়ে জানেন ব্লগ কত প্রতিবন্ধকতার মুখোমুখো হয়েছে। ব্লগারদের পদচারনা একদম কমে গিয়েছিলো। ফলে আমরা অনেক সময় হয়েছে আমরা এমন পোস্ট প্রথম পাতায় অনুমোদন করেছি, যা স্বাভাবিক সময়ে হয়ত অনুমোদন যোগ্য নয়।

কিন্তু আমরা সামগ্রিক ব্যাপারটি ছিলো ভুল। আমরা চেষ্টা করছি, দশটা মানহীন পোস্টের চাইতে একটা মানসম্মত পোস্টই ভালো। মানহীন আর মানসম্মত ব্যাপারটা স্বাভাবিক সকল মানদন্ডের উপর ভিত্তিক করে আমরা নিবো। যাদের আমাদের উপর আস্থা থাকবে না, তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করা ছাড়া অন্য কোন উপায় এই মুহুর্তে জানাতে পারছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.