নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

ঢাকা বসুন্ধরা সমুদ্র সৈকতের কিছু অগোছালো ছবি

০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

ঢাকা বসুন্ধরায় একেকটা ফ্লাটের দাম সর্ব নিম্ন ২ কোটি টাকা,এটা গুলশান বনানীর মতই একটা আবাসিক এলাকা।
তবে এই এলাকার জমি ও ফ্লাটের যে দাম সেই হিসেবে পরিবেশ বান্ধব এলাকা যে না সেটা আশা করি ছবিগুলো দেখলেই
বুঝতে পারবেন। মাত্র ঘন্টাখানেক সময় বৃষ্টিতে এই অবস্থা। যদিও অবস্থা মানে পানি একটু কমে যাওয়ার পরে ছবিগুলো তোলা,
তাহলে ভেবে দেখুন আগে কি অবস্থা ছিল ? আজকের বৃষ্টিতে প্রাইভেটকার পযন্ত ডুবুডুবু অবস্থা হয়েছিল।









মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষে হাতে অনেক টাকা। টাকার গরমে অনেকের মাথা গরম। তাই টাকা পানিতে ফেলে দিলেও তাদের কোন ক্ষতি বৃদ্ধি হয় না।

০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুধু তাইইনা এই বসুন্ধরায় অনেক জমির মালিকদের চোখের আর বুকের রক্ত মিশে আছে।

২| ০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২০

কথার ফুলঝুরি! বলেছেন: বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ ইহা তারই প্রমাণ ।

০২ রা অক্টোবর, ২০১৯ রাত ২:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটা কিন্ত আপু অতন্ত একটা দামী কথা বলেছেন।

৩| ০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২০

জগতারন বলেছেন:
কিছুদিন আগে ঢাকা থেকে মাসেক দুই বেড়াইয়া আসিলাম।
আমার কাছে মনে হইয়াছে ঢাকা মানবিক বিপর্যয়ের একটি শহর।

০২ রা অক্টোবর, ২০১৯ রাত ২:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আগামী প্রজন্মের কি হাল হবে একমাত্র আল্লাহুই জানেন। ইয়া আল্লাহু ক্ষমা করো আমাদের আর সব
ধরনের গজব থেকে রক্ষা করো।

৪| ০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


বসুন্ধরা হলো দেশের মাফিয়ার সিম্বল।

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিন্তু আপনি এখন কোথায় ওস্তাদ ?

৫| ০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: ছবিতে বসুন্ধরা !!!

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেন বড় ভাই, বিশ্বাস হয় না বুঝি । :)

৬| ০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: হা হা আজকের প্রবল বৃষ্টিতে গোটা ঢাকা শহরই ডুবে গেছে।

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মাঝে মাঝে এরকম বৃষ্টি হলে মন্দ হয় না।

৭| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: আজকে সব জাগায়ই গজব অবস্থা।

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুবই খারাপ অবস্থা ছিল সেদিন।

৮| ০২ রা অক্টোবর, ২০১৯ ভোর ৫:৫৪

ইসমত বলেছেন: পানি কোথায়?

আজ ঢাকা শহর যেভাবে ডুবেছে সে হিসেবে এটা কিছুই না, এই ছবিগুলো বরং উলটো বার্তা দিচ্ছে; এতো বৃষ্টি হলেও সামান্য পানি সড়কে।

পানি আরো বেশি ছিল বটে তবে তা দিনের আলো থাকতেই নেমে গেছে, অধিকাংশ স্থানে যা ঘটে নি।

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম।

৯| ০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইসমত আপার কথা ঠিক

কাল ৮৮ এর বন্যার মতই হয়েছিলো

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সত্যয় কিন্ত আপু।

১০| ০৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই সমুদ্র সৈকত সৃষ্টির পেছনে মেঘবৃষ্টির হাত আছে।

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাইতো আসল কথা । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.