নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

এই দেশে একজন সাকিব আল হাসান আর একজন মাশরাফি না থাকলে কি খেলাধূলা চলবে না ?

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১:৪৫


না আসলে আমি কাউকে ছোট বা বড় করে ভাবছি না । ঘটনা হলো কয়েকদিন ধরেই নেট ডুকলেই দেখছি তাদের নিয়ে বিশেষ করে
সাকিব আল হাসান কে বেশ লেখালেখি হচ্ছে । তাই আমার কথা হলো এই দেশে যদি সাকিব আল হাসান ও মাশরাফি না থাকতো,
তাহলে কি বাংলাদেশের খেলাধূলা থেমে যেত ? একটু খোজ খবর নিলেই দেশের আনাচে কানাচে আরো বহু সাকিব আল হাসান আর
মাশরাফিদের খুজে পাওয়া সম্ভব কিন্তু । তাই আমার মতে পুরানদের একটু বিশ্রাম দিয়ে ক্রিয়া মন্ত্রনালয়ের উচিত নতুন খেলোয়ার খুজে বের করা । এতে হয়ত বাংলাদেশ খেলাদূলায় আরো বহু দূর এগিয়ে যেতে পারে ।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৩:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: সাকিব মাশরাফি বাংলাদেশ ক্রিকেটকে বিশ্ব ক্রিকেট দর্শকদের কাছে অন্যভাবে পরিচিত করেছে। বাংলাদেশ ক্রিকেটকে সমৃদ্ধ করেছে। তাদের নিয়ে এই লেখালেখি হাউমাউ তারা ডিজার্ভ করেন।

তবে আমাদের ক্রিড়া মন্ত্রণালয়, বিসিবি বা খেলাধুলার অন্যান্য প্রতিষ্ঠানের উচিত দেশের আনাচেকানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাদের এক মঞ্চে নিয়ে আসা, বা নিয়ে আসার জন্য চোখকান খোলা রাখা। প্রসেসিং চালু রাখা।
নতুনদের সুযোগ দেওয়া।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুব ভালো কিছু কথা বলছেন ভাই।

২| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৩:০৪

গরল বলেছেন: এই ভারতিয় খেলা বাংলাদেশ থেকে উঠে যাওয়াটাই মঙ্গলজনক।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :P

৩| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৩:৪৯

কিরমানী লিটন বলেছেন: পথ থেমে থাকে না- পথিকের জন্য। তবে পথিকই পথের জন্মকে সার্থক করে। আর যে পথিক আলো ছড়ায় তার পথ চলায়- তারাই প্রদর্শক। সাকিব মাশরাফি তেমনই পথ প্রদর্শক আমাদের ক্রিকেটের। যাদের আলোয় পথ চলবে আমাদের সমৃদ্ধ আগামীরা.....

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত গুরু ।

৪| ০১ লা নভেম্বর, ২০১৯ ভোর ৫:৫০

দূর আকাশের নীল তারা বলেছেন: বোঝাই যাচ্ছে, ক্রিকেট খেলাটা আপনি বোঝেন না। বাংলাদেশের ক্রিকেটকে আজকের পর্যায়ে আনতে মাশরাফি, সাকিবের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশী খেলোয়াড়দের মধ্যে একমাত্র সাকিবই আইসিসির রেংকিং এ থাকে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলছেন ভাই । এই মারামারি বিষয়বস্তু আবার আমি বুঝি একটু কম । 8-|

৫| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩৬

জগতারন বলেছেন:
আমি ক্রিকেট খেলা একদম পছন্দ করি না। একদম না।
বৈঠা দিয়ে কাঠের এক বল-এ বারী মারা ! হেইও !!
বিরক্তিকর অনেক এবং অনেক মূল্যবান সময় নষ্ট দর্শকদের।
আর আমি মনে করি এই খেলা দর্শকদের কুড়ে করে দেয়।
আদর্শ খেলাঃ ফুটবল!!!
এবং ইহা পৃথিবীর সকল দেশে খেলা হয়ে থাকে।
দের ঘন্টায় আনন্দ ও ফুর্তি তার পর যার যার কাজে মননিবেশ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম ।

৬| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ৮:১০

চাঁদগাজী বলেছেন:


ক্রিকেট হলো অলসদের খেলা, ক্রিকেটের বেশীর ভাগ খেলোয়াড় হাউকাউ

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবুও ভালো লাগে খেলতে ।

৭| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ৮:১০

চাঁদগাজী বলেছেন:



আপনি আমার একটা মন্তব্য দিয়েছেন?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: না আপনার কোনো মন্তব্য আমি মুছে দেই নাই । কোথাও হয়ত ভুল হচ্ছে আপনার ।

৮| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ৮:১১

চাঁদগাজী বলেছেন:



আপনি আমার একটা মন্তব্য *মুছে দিয়েছেন?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: না আপনার কোনো মন্তব্য আমি মুছে দেই নাই । কোথাও হয়ত ভুল হচ্ছে আপনার ।

৯| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫

রাজীব নুর বলেছেন: শূন্যস্থান খুব দ্রুত পূরন হয়ে যায়।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ গুরু ভাই ।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩২

নতুন বলেছেন: সাকিব আল হাসান বা মাশরাফি শুধু দুইজন খেলোয়ার না।

বিশ্বসেরা খেলোয়ার এবং সেরা দলনেতার প্রতীক.....

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.