|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
 
  
পরসু পিয়াজ কিনেছি ১৫৫টাকায়,আর গতকাল রাতে পিয়াজ দাম জিজ্ঞাসা করতে দোকানী বললো ১৮০টাকা,
তাই রাতে ভাবলাম হয়তো আরো দাম বাড়তে পারে আর সে জন্য সকালে কেজি দুই কিনবো । যে ভাবনা সেই কাম,
সকালে ঘুম থেকে উঠে হাত,মুখ ধুয়ে ফ্রেস হয়ে পিয়াজ আনতে বাজারে যেতেই,বাজার থেকে ফিরছে এক বন্ধু,তাকে 
পিয়াজের দাম জিজ্ঞাসা করতে সে বললো ভাই বইলেন আর ! আমি বললাম ঠিক আছে ভাই বলমু না,তবে হইছেটা কি ?
সেইটাতো বলবেন আগে ।সে আবারো বললো ভাই বইলেন না আর,আমি বললাম ঠিক আছে ভাই বলমুনা তয় হইছেটা কি >
সেইটা বলেন ! সে বললো ভাই এক রাতের মধ্যেই পিয়াজের রেট ৫০ থেকে৭০ টাকা বেড়ে গেছে ।আমি বললাম কন কি ভাই ?
সে বললো ভাই পিয়াজ আজ ডাবল সেঞ্চুরি পার করছে ।আমি পিয়াজের দাম ২০০টাকা  থেকে ২২০টাকা শুনে বুঝতে পারলাম 
এটা আমাদের স্বাধীনতা যুদ্ধে বিজয়িতা স্বাধীনতার ফসল।
 ১০ টি
    	১০ টি    	 +১/-০
    	+১/-০  ১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ১:০৪
১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ১:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পিয়াজ না খাইলে সমস্যা হওয়ার কথা না, কিন্ত কেহ বুঝে না ।
২|  ১৪ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৩
১৪ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৩
কিরমানী লিটন বলেছেন: তাতে কি ভাই?  দাদিতো পিঁয়াজ জনগনকে খেতে মানা করে দিয়ে সাংবিধানিক দায়িত্ব ঠিকই পালন করেছেন   
  
তাছাড়া সামনে ব্রিটেনে নির্বাচন।  খরচা পাতির ব্যাপার আছে না?  ওদিকে আমেরিকার জীবন যাত্রার মূল্য বেড়ে গিয়েছে। সন্তান- সন্ততি, নাতি- পুতির সংখ্যাও জন্ম নিয়ন্ত্রন করে ঠেকানো যাচ্ছে না। তাই বাড়তি খরচ পোষাতে একটু আধটু ধান্দা ফিকির না করলে চলবে ক্যামনে কি?
  ১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ১:০৮
১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ১:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় গুরু ভাই । আপনার ধান্দা ফিকিরের কথা শুনে ভাই কি যে মুন চায় বোঝাইতে পারমু না ।
৩|  ১৪ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৩
১৪ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: কি জানি দাম বাড়লে খাওয়ার ইচ্ছা বাড়ে কিনা। আমাদের এখানে পেঁয়াজ ৮০ টাকা/কেজি।আগে কম দাম ছিলো যখন সপ্তাহে এককেজি করে কিনতাম।এখন ৫০০ গ্রাম কিনছি। তবে খুব একটা সমস্যা যে হচ্ছে তা নয়।আরেকটু বাড়লে পরিমাণ কমিয়ে ২৫০গ্রামে নিয়ে আসবো। বেশি বাড়লে খাওয়া ছেড়েই দেব। হাহাহা
৪|  ১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ১০:৫০
১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ১০:৫০
ঝালমুড়ি আলা বলেছেন: ঠিক বলছেন।
৫|  ১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:১০
১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:১০
আহা রুবন বলেছেন: ভাতের সঙ্গে আমার কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যেস। এখন খাই না। বেগুন ভাজা, মাছ ভাজা, ডিম পোচ, বেশি বেশি খাই। মাংস খাই না পেঁয়াজের কারণে। দাম বেশি হলে সেটা বাদ দেই, কোনও সমস্যা তো দেখি না। পৃথিবীতে কত ধরণের খাবার; পছন্দের দুই চারটা কিছু দিনের জন্য বাদ পড়লে অসুবিধা কোথায়।
পেঁয়াজের দাম বাড়াতে আমি খুশিও বটে, কৃষকরা ফসল-বৈচিত্রের দিকে আকৃষ্ট হবে। ধানের দাম পায় না তবু এরা ধান আলু নিয়েই পড়ে থাকে।
৬|  ১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:৩৬
১৪ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:৩৬
ইমরান আশফাক বলেছেন: এই সেন্চুরীগুলো যদি আমাদের ব্যাটসম্যান করতো!    
 
৭|  ১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:৪২
১৫ ই নভেম্বর, ২০১৯  রাত ১২:৪২
মা.হাসান বলেছেন: মামু, কপাল ভালা, বাজারে পিয়াজ আছে। বিএম্পি জামাত থাকলে কিন্তু পিয়াজ সব হাওয়া ভবনে যাইতো, পাব্লিকরে হাওয়া খাইয়া বাঁচতে হইতো।
৮|  ১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৩৩
১৫ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: পেঁয়াজের দাম বৃদ্ধিতে অনেকেরই কিছু যাবে আসবে না। তবে আমার মতো দরিদ্র মানুষের জন্য ভীষন কষ্ট ।
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৩
১৪ ই নভেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৩
সালাহ উদ্দিন শুভ বলেছেন: কাল ত্রিপল সেঞ্চুরী করলেও অবাক হওয়ার কিছু দেখছিনা। জনগন দুইদিন চিল্লাপাল্লা করবে, এরপরের দিন অভ্যস্থ হয়ে যাবে।