![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না এই ধর্মঘটে রাজপথে কোনো মিছিল নয়,নয় কোনো রক্তপাট,নয় কোনো হানাহানি । শুধু মাত্র কিছুদিনের জন্য আমাদের
পিয়াজ কেনা এবং খাওয়া থেকে বিরত থাকতে হবে ।আর আমরা যদি কিছুদিন পিয়াজ না কিনি আর না খাই,তাহলেই খেলা
দেখা যাবে দূর্নিতীবাজ অসত ব্যবসাহীদের । দেখা যাবে পিয়াজ একবার পচন ধরলে ব্যবসাহীরা তখন পিয়াজ ফ্রীতে দিতে
শুরু করবেন। এটা এমন কিছুনা যে না খেলে জীবন বাঁচবে না।
পিয়াজ সহ নানান দ্রব্যজিনিসের দাম বাড়িয়ে কিছু লেবাসধারী কালো ব্যবসাহীরি আমাদের কাছ থেকে মোটা অঙ্কের ফয়দা
লুটে নিতে চায়।তাই আসুন কিছুদিন আমরা পিয়াজ কেনা ও খাওয়া থেকে বিরত থেকে,শক্ত হাতে ওই সকল লেবাসধারি কালোব্যবসাহীদের প্রতিহত করি।সকলকে নিজ দায়িত্বে ঘরে ঘরে সকলকে পিয়াজ খাওয়া এবং কেনা থেকে বিরত থাকতে উৎসাহী করে তুলতে হবে,।আমাদের মনে রাখতে হবে সকলের ঐক্যতাই সফলতার মূল চাবিকাটি।
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মনে হচ্ছে যে পিয়াজগুলো পানিতে ফেলে দিবে সেগুলোর দামও অন্য কোনো মালের দাম বাড়িয়ে আমাদের কাছে থেকে আদায়
করে নিবে।
২| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: টনকে টন নষ্ট পেঁয়াজ ফেলে দিচ্ছে ব্যবসায়ীরা
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম দেখেছি।
৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:৪৩
আখ্যাত বলেছেন:
আমাদের মনে রাখতে হবে সকলের ঐক্যতাই সফলতার মূল চাবিকাটি
কিন্তু ভাই এই চাবিকাঠিতো আপনাদের হাতে নেই, আছে ‘জনতা’র হাতে।
‘জনতা’র এই ঐক্য চিরদিন টিকে থাকবে, আর আপনারা এভাবে নিষ্পেশিত হতেই থাকবেন।
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাই বুঝি। সবই আল্লহু মাবুদ ভালো জানেন।
৪| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: সবাই যে কেন এত এত পেঁয়াজ পে য়া জ করছে বুঝি না।
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পিয়াজবিহীন তরকারি এককেবারে খারাপ না কিন্তু গুরু ভাই।
৫| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২১
আহমেদ জী এস বলেছেন: (
:হাসু মামা ,
জনতা হলো হাদারাম যার ভেতরে আমিও একজন! শুধু তাকিয়ে তাকিয়ে দেখি। আমরা হলুম - "দেখি কি হয়" প্রজাতি।
জাতীয় বা নাগরিক সমস্যায় কাছা দিয়ে রাস্তায় মানুষ নামার পাবলিক একজনও খুঁজে পাবেন না। এটাই বাস্তব।
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একদম মনের কথা বলছেন শ্রদ্ধেয় প্রিয় গুরুজি। এসব ভাবলে মাঝে মাঝে বাংলাদেশের মানুষদের জন্য আমার শুধু কান্না পায়।
৬| ১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬
ফয়সাল রকি বলেছেন: মনে হয় কাজ হবে না। ১৫ টনের পেয়াঁজের দাম ওরা ঠিকই তুলে নেবে। হয়তো হাজারে গিয়ে ঠেকবে
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হতে পারে।
৭| ২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন:
২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুব ভালো ।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শা..............রা পানিতে ফেলে দিবে
তবুও কম দামে বেচবে না!!