নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

আজ কাল ভিক্ষুক ও রিকশাচালকরাও চাইনিজ খেতে পারেন

২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০


জি হ্যা এমনি এক ঘটনা প্রতিমাসে সমাজ সেবামূলক একটি ভালো কাজ করবেন আর এরকম লক্ষ্যকে সামনে রেখে, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী শিক্ষক ৪৩ বছর বয়সী নূরুল ইসলাম ফরিদপুরে অর্ধশত রিকশাচালক এবং ভিক্ষুকদের সঙ্গে নিয়ে চাইনিজ খান ।আজ দুপুরে এ ঘটনায় তার সঙ্গে আরো ছিলেন পাঁচ শিক্ষার্থী অরিন্দম ঘোষ, হাসিবুর রহমান, লাহিন মুনকার, ফারহাতুল ইসলাম, সঞ্জয় মুখার্জি।এটা ছিল নূরুল ইসলামের অনেক দিনের স্বপ্ন সমাজের জন্য কিছু করা। নূরুল ইসলাম আরো বেছেন তিনি প্রতিমাসে অন্তত এরকম একটি ভালো কাজ নিজের অর্থায়নে করতে চান। নূরুল ইসলাম সাহেবের এই ঘটনা থেকে আমাদের কিছু শেখার
আছে,যদি প্রতিটা সমাজ থেকে এরকম একজন করে নূরুল ইসলাম থকতেন তাহলে মনে হয় সমাজের প্রতিটা গরিব দুখিদের কিছুটা হলেও
অভাব অনটন আর কষ্ট দুর হতো ।আমাদের সমাজে অনেক ধনী ব্যাক্তিবর্গ আছেন যারা সমাজের গরিব দুখিদের দিকে এরকম নূরুল ইসলাম সাহেবের মত আপনার হাত দুটো বাড়িয়ে দিতে পারেন ।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৭

হাবিব বলেছেন: দারুণ উদ্যোগ

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সাধুবাদ জানাই আমি তাকে ।

২| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৩

ইসিয়াক বলেছেন: মানুষ মানুষের জন্য।
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অতি গুরুত্বপুর্ন বাক্য ভাই ।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একদিন একবেলা চাইনিজ খেয়ে এরা কতটুকু আত্মতৃপ্ত তা
আমি জানিনা। তবে কোন পিতা তার অভুক্ত সন্তান রেখে
খুব একটা তৃপ্তির সাথে খেয়েছেন বলে আমার বিশ্বাস হয়না।
এই অর্ধশত ভিক্ষুক ও রিকসা চালকদের মাঝে সমহারে
টাকাগুেলো বণ্টন করে দিলে তারা পরিবার নিয়ে একবেলা অন্তত
তৃপ্তির সাথে খেতে পারতেন বলে আমার বিশ্বাস।
সে যা হোক শুভ উদ্যোগকে স্বাগত জানাই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হাজার খারাপের চেয়ে একটু ভালোও কিন্ত অনেক ভালো ভাই ।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: কাউকে পেট ভরে খাওয়ানো অনেক সওয়াবের কাজ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন গুরু ভাই ।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৩৬

সূচরিতা সেন বলেছেন: ভালো কাজ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ দিদি ।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১০

বর্ণিল হিমু বলেছেন: শো অফ, মার্কেটিং...... অ** পাব্লিক

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বলতে পারি না । তবে তবুও ভালো কাজ ।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১:০১

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো কাজ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.