নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

মিসেস গ্লোবের ২৩তম আসরে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন জারিন তাসনিম অন্তরা

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১


মিসেস গ্লোবের ২৩তম আসরে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন জারিন তাসনিম অন্তরা।
তিনি পাঁচ ফুট ৬ ইঞ্চি উচ্চতার সুন্দরী একজন তরুণী ।জারিন আজ বাংলাদেশকে বুকে নিয়ে পাড়ি জমাচ্ছেন চীনের উদ্দেশে।
বরিশালের ঝালকাঠির মেয়ে এই অন্তরা,তিনি শৈশব থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত।তার নাচ শিখা খেলার ছলে।তিনি বেশ ভালো অভিনয়ও জানেন । ইতিমধ্যে তিনি ফ্যাশন-মডেলিং জগতেও সবার নজর কেড়ে নিয়েছেন ।১৯৯৬ সালে ডঃ ট্রেসির হাত ধরে শুরু হয় মিসেস গ্লোবের যাত্রা। নারীর ক্ষমতায়ন এবং নারী জাগরণের স্লোগান নিয়েএবারে দেশে শুরু হয়েছিল মিসেস গ্লোব বাংলাদেশ।আয়োজক কোম্পানি অপূর্ব ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অপূর্ব আব্দুল লতিফ জানান মিসেস গ্লোব বাংলাদেশ নারী স্বাধীনতা এবং নারীর সন্মান ও দক্ষতা বৃদ্ধি ও নারীর প্রতিভা এবং সৃজনশীলতার বিকাশে অনন্য ভূমিকা রাখবে।একই সাথে বিজয়ের এই মাসে অন্তরার চীন যাত্রা আমাদের এই আয়োজনকে আরও সফল এবং সার্থক করবে।’

আগামী ৮ই ডিসেম্বর চীনের সেঞ্জেন শহরে অনুষ্ঠিত হবে করনেশন নাইট।এবং অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের পতাকাও উড়াবেন তাসনিম জারিন। তাসনিম জারিন অন্তরা বলেছেন এই প্রথম দেশের বাইরে যাচ্ছি, তাও আবার লাল সবুজের পতাকা নিয়ে। আমার সবটুকু মেধা এবং পরিশ্রম দিয়ে চেষ্টা করব দেশের জন্য সম্মান বয়ে আনতে। সবাই আমার জন্য দোয়া করবেন।

তথ্যসূত্র ইন্টারনেট


মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: শুভ কামনা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ গুরু ভাই ।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


সৌন্দয্য দেখাতে মানুষ চীন যায় নাকি? মানুষ চীন যায় নকল ও ভেজাল কিছু কিনতে!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হয়ত হতেপারে ।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

নতুন বলেছেন: প্রকৃতিতে পুরুষ প্রানীরা দেখতে সুন্দর হয় এবং তারা নারীদের আকৃস্ট করতে নানান ভাবে চেস্টা করে।

মানুষ তার টাকার ক্ষমতায় এখন নারীদের সুন্দরী হয়ে পুরুষকে আকৃস্ট করতে প্রতিযোগিতারও আয়োজন করেছে। :)

নারীদের এই সব সুন্দরীপ্রতিযোগিতা বয়কট করা উচিত। এটা খুবই অপমানজনক নারীর জন্য।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নারীদের এই সব সুন্দরীপ্রতিযোগিতা বয়কট করা উচিত। এটা খুবই অপমানজনক নারীর জন্য। আমি আপনার এই কথার সাথে একমত ।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

কনফুসিয়াস বলেছেন: প্রথমত এই অনুষ্টানের সমর্থনে নেই। তারপর, আমার বিশ্বাস এদের জ্ঞান H2o রেষ্টুরেন্ট পর্যন্ত।


তাও লাল-সবুজের কথা শুনলে মন সবকিছুকেই সম্মান দিয়ে বুক পেতে দেয়। লাল-সবুজের অধিকার সবসময় বেশি।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো বলেছেন ।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০২

সূচরিতা সেন বলেছেন: তাকে জন্য শুভ কামনা জানাই ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ দিদি ।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ শেয়ার করে জানিয়ে দেয়ার জন্য ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২২

ঠ্যঠা মফিজ বলেছেন: মনে প্রাণে দোআ রইলো লাল-সবুজের জয় হোক ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেকদিন পরে দেখলাম আপনাকে । কেমন আছেন ।মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.