নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

আহা!রে দেশ আহা!রে দেশের বিচার বিভাগ ও প্রশাসন ।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৩


প্রথমে হত্যার উদ্দেশে হামলা,আর সেই হামলায় না মরে বেঁচে থেকেও বিপদ। যার কারনে হত্যার উদ্দেশে হামলায় আহত
হয়ে বেচে যাওয়ায় ডাকসু ভিপি নুরের বিরুদ্ধে মামলা করল । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের
ছাত্র ডিএম সাব্বির হোসেন,ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু;র ভিপি নুরুল হক নুরসহ ২৯ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন।

পুলিশ যে অভিযোগের কথা বলেছন, ডাকসু ভবনে অনধিকার প্রবেশ করে হত্যার চেষ্টা এবং মালামাল চুরিসহ একাধিক অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।কথা হলো নুরের যদি এত্ত ক্ষমতা থাকত তাহলে সেকি মাইর খাইয়া আসতো ?
ডাকসু ভবনে অনধিকার প্রবেশ করে হত্যার চেষ্টা, আমার প্রশ্ন একজন ভিপির কি ডাকসু ভবনে যাওয়ার কোনো অধিকার
নেই ? আর সে বা তারা যদি হত্যা করার উদ্দেশেই যাবে তাহলে নিজেরা মাইর খাইয়া রক্তাত হইয়া আসবে কেন ?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
নুরা বাদে তার দুই সহচর কোন মার খায় নি। হাসপাতালেও ভর্তি হয় নি।
মারখেয়েছিল শুধু বহিরাগতরা।
নুরার ভং বুঝতে সমস্যা হওয়ার কথা না, একটা হাড্ডিও ভাঙ্গেনাই, শুধু হাতে একফোটা রক্ত লাগায়ে অভিনয়।

নইলে অজ্ঞ্যান নুরা ২৪ ঘন্টা পার নাহতেই আইসিইউ থেকে উঠে সংবাদ সম্মেলন করতে পারে?

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম !

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৭

ST COVER SONG বলেছেন: sad

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ইয়েস ।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১০

রোকনুজ্জামান খান বলেছেন: হা: কা:- নূর ভাই এর কিছু হ্য়নি এটা নিছক মিথ্যা কথা। ফারাবী ভাই এ পি এম সোহেল কিভাবে বহিরা গত হলো আমাকে ব্যাক্ষা: দেন। এজি এস সাদ্দাম এবং সনজিত এই হামলার মধ্যমণি। সি সি টিভির ফুটেজ গায়েব করে কা পুরুষের পরিচয় দিচ্ছে সরকার দলীয় কিছু লোক।
লেখক, কে অনেক অনেক ধন্যবাদ।

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: ডাকসু, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়িন ইত্যাদি সব অফ করে দিতে হবে। ছাত্রদের কাজ একটাই তারা শুধু লেখা পড়া করবে।

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত গুরুভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.