![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তাবিথ আউয়ালকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। এ ছাড়া দক্ষিণে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ইশরাক হোসেন। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে মেয়র পদে দুই প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এর আগে বিকেল সাড়ে ৪টায় বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্যরা বৈঠকে বসেন। বৈঠক শেষে মেয়র পদে তিন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎ নেন তারা। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে যুক্ত হয়ে দুই প্রার্থীকে পরামর্শ দেন ।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিন্তু তারা ফেল করবে ।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৪
চাঁদগাজী বলেছেন:
বর্সায়, এসব লিলিপুটিয়ানরা ডেংগুর ভয়ে ঢাকা থেকে পালাবে
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপুনি শিউর ।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩২
হাবিব ইমরান বলেছেন:
এবারও তারা সগৌরবে হেরে যাবে।
অগ্রিম সমবেদনা।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: স হমত ।আমিও আপনার সাথে তাদের জন্য সমবেদনা জানাই ।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৬
চাঁদগাজী বলেছেন:
*বর্ষায়, এসব লিলিপুটিয়ানরা ডেংগুর ভয়ে ঢাকা থেকে পালাবে
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভোটের আগের দিন রাইতেইতো আপনেরা পাশ করে ফেলেন,তাহলে বিরুধী দল কেমনে পাশ করে বলুন ওস্তাদ ।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৫
রাজীব নুর বলেছেন: দেখি শেখ হাসিনা কাকে মেয়র বানায়।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বানাবে হয়ত কোনো বয়াতীকে ।
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৭
চাঁদগাজী বলেছেন:
আপনি বলেছেন, "লেখক বলেছেন: ভোটের আগের দিন রাইতেইতো আপনেরা পাশ করে ফেলেন,তাহলে বিরুধী দল কেমনে পাশ করে বলুন ওস্তাদ । "
-তারিথ কোনদিন ১০ জন লোক চালায়েছে? ওকে ১ কোটীর বেশী ঢাকাবাসীকে চালাতে হবে; সে পারবে? আমার বিশ্বাস সে কিছুই পারবে না।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনেরা গত কয়েক বছরে যেভাবে শিখিয়েছেন তাতে ভালো করে শিক্ষা গ্রহন করে থাকলে পারার কথা ।
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০০
কলাবাগান১ বলেছেন: নিজের থেকে কিছু লিখুন ...কপি পেস্ট করে আর কত???? এই খবর বিনপি পন্হী প্রায় সব পত্রিকার লিড নিউজ আর আমরা যারা অনলাইনে, তা আগেই পড়েছি। মানুষ দেখুক যে বিএনপি এর সাপোর্টার রা নিজের থেকেই আলোচনা সমালোচনা করতে পারে... নিজের বুদ্ধি দিয়ে..।
শেখ হাসিনা তাও মিলিয়ন লিখতে কত টা শুন্য লিখতে হয় তা বোধ হয় বুঝেন...১,০০০,০০০
তাই তিনি ঝোপ বুঝে কোপ দিয়ে দুটা বোয়িং বিমান একটার দামে কিনার মত বুদ্ধি দেখিয়েছেন (বোয়িং কোম্পানীর 'দুর্দশা' এর সময়)
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নিজের বুদ্ধিবিদ্যা দিয়ে কিছু লেখার মত পরিবেশ কি আপনেরা রেখেছেন ?
আজ রাতে কিছু লিখলে কাল সকাল হতে না হতেইতো ঘুম করে ফেলবেন । না কাকু আমি ঘুম হতে চাইনা ।
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৯
স্প্যানকড বলেছেন: চমতকার!জুটি। মনে হয় না জুইত করতে পারব। কত আইল গেল। স্কাইপে স্বান্তনার বাণী ও দেয়া ছিল যা প্রকাশ পায়নি। ভাংগা কোমড় খাড়াইতে টাইম নিব। তারপরও গনতন্ত্র মুক্তি পাক!
০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ভাই । সময় কথা বলবে ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২০
(লাইলাবানু) বলেছেন: নগরবাসীর জন্য এটা ভালো সংবাদ ।