![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃহদাকৃতির লাল রঙের সাদা ছোপ ছোপ দাগ যুক্ত ফুলটির নাম রাফলেসিয়া তুয়ান-মুদাই।সম্প্রতি ফোটা এই ফুলটির আকার ১১১ সেন্টিমিটার বা ৩.৬ ফুট। কয়েক বছর আগে এই একই জাতের ফুলের দেখা মিলেছিল ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার জঙ্গলে। সে ফুলটির আকৃতি ছিল ১০৭ সেন্টিমিটার।এই ফুলটির নাম বিট্রিশ সাম্রাজ্যবাদী স্যার স্টামফোর্ড রাফালেসের নামের সাথে মিলিয়ে রাফলেসিয়া
রাখা হয়।সুমাত্রার আগাম কনজারভেশন সংস্থার আদে পুত্রা বলেছেন এখন পর্যন্ত নজরে আসা সবগুলো রাফলেসিয়া তুয়ান মুদাইয়ের
মধ্যে এটিই হল সবচেয়ে বড় ফুল। ফুলটি এক সপ্তাহ'র মত সতেজ থাকে তারপর ধীরে ধীরে ফুলটি শুকিয়ে পঁচে নষ্ট হয়ে যায়।
তথ্যসূত্র ইন্টারনেট ।
০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
২| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৭
রাজীব নুর বলেছেন: এই ফুল কি খাওয়া যায়??
০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হু যায় গুরু ভাই ।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৬
মলাসইলমুইনা বলেছেন: একটু সাবধান । রাফ্লেশিয়া আর্নল্ডিকে কিন্তু প্যারাসাইটিক প্ল্যানটও বলা হয় । এর কোনো পাতা, বা মুল নেই । কোনো হোস্ট প্লান্টের গায়ে লেগে থেকেএটা বাঁচে থাকার পানি সংগ্রহ করে ।এটা দেখলেই যেন কাছে যাবেন না আবার । এর সৌরভ কিন্তু গোলাপের মতো না হাহাহা ----! ফুল ফুটুক না ফুটুক আজি বসন্ত । প্যারাসাইট হোক বা না হোক ফুলের মতো তাই ফুল !
০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আচ্ছা সাবধানে থাকার চেষ্টা করবো ।
৪| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১:০২
জগতারন বলেছেন:
সুন্দর পোষ্ট।
পোষ্টটি এইখানে তুলিয়া দেওয়ার জন্য (
:হাসু মামা -একে সুভেচ্ছা জানিতেছি।
(
:হাসু মামা ; আপনার কাছে আমার তিনটি প্রশ্ন আছেঃ
১) আপনার নিকের আগে এই চিহ্নগুলির (
:" অর্থ কী ?
২) আপনি কি সত্যই আমার বাবার শালা ? আর
৩) আপনি আমার মামা হইলে এতদিন কেন আমরা মামাবাড়ীতে বেড়াইতে গেলাম না ? বা
আপনি কেন এতদিন একবারও আমাদের বাড়ী বেড়াইতে আসিলেন না ?
দয়া করিয়া জানাইবেন<
০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৫| ০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১০
সোহানী বলেছেন: আগে জানলেও আবার ও জানলাম।...................++++
০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৭
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, এই ফুল দেখার জন্য লাখ লাখ মানুষ সমবেত হয়ে থাকেন।