![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ট্রাম্প আমেরিকার ইতিহাসের সবচেয়ে উলঙ্গ ইহুদি-স্তাবক। ইসরায়েলের অবৈধ ও বেআইনি কর্মকাণ্ডকে এমন নগ্নভাবে সমর্থন করার নির্লজ্জতা এর আগে কোনো আমেরিকান প্রেসিডেন্টও এভাবে দেখাননি।যুদ্ধব্যবসায়ী মার্কিন তেল-গ্যাস ও অস্ত্র কোম্পানিগুলোও ট্রাম্পের পক্ষে। আমেরিকার এই তেল-গ্যাস ও অস্ত্র ব্যবসায়ী চক্র আমেরিকার ক্ষমতার অতি প্রভাবশালী নিয়ন্ত্রক।তাই ইহুদি-ব্লক ও যুদ্ধব্যবসায়ী মার্কিন কর্পোরেট হাউজগুলোর সমর্থনে ট্রাম্পেরা অনেকদিন রাজত্ব করলেও তাদের একদিন পতন হয় বা হবেই ।
২| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:১৭
চাঁদগাজী বলেছেন:
ইহুদীরা আমেরিকার অর্থনীতি, শিক্ষা ও রাজনীতিতে বিরাট অবদান রাখছে; সে নিশ্চয় ইহুদীদের সাথে আছে; কি কারণে সে "শিয়া মিলিশিয়া"দের সাথে থাকবে?
৩| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:২০
চাঁদগাজী বলেছেন:
এখন ট্রাম্পের যতটুকু জনপ্রিয়তা, সে আগামী ভোটে স হজে জয়ী হবে। আপনারা আমেরিকাকে না বুঝে বাংলাদেশী মিডিয়ার বেকুবদের এনালাইসিস শুনে ভুল লেখেন।
৪| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
হাসু ভাই,
ট্রাম্পকে নিয়ে কট্টর সমালোচনা করুন - সমস্যা নেই। কিন্তু বিকৃত ছবি ব্লগে দিবেন না প্লিজ। ব্লগ নিয়ে অনেক কষ্ট করেছি আমরা সবাই।
৫| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৫৪
শের শায়রী বলেছেন: আমেরিকার সব থেকে অরাজনৈতিক প্রেসিডেন্ট এই মাথা মোটাটা। বাজারে প্রচলিত পুতিনের আশীর্বাদে উনি ক্ষমতায় এসেছেন। কোন জাতির পতনের জন্য এমন একজন প্রেসিডেন্ট নিয়ামক হিসাবে কাজ করে।
১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ভাই । ধন্যবাদ ।
৬| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৪৬
অনল চৌধুরী বলেছেন: জানোয়ারদেরও প্রাণের ভয় আছে !!!
তাই ইরানের ক্ষেপনাস্ত্র হামলার পর কুয়েত থকে পালাচ্ছে।
১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
৭| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৪৮
অনল চৌধুরী বলেছেন: জনাব চাদগাজী,আপনি কি এ্যামেরিকার সব সন্ত্রাসী কার্যক্রম সমর্থন করেন?????
যদিও সব অভিবাসীদের করের টাকা দিয়েই এ্যমেরিকা দেশে দেশে গণহত্যা,লুটপট আর যুদ্ধ চালায়।
৮| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:২৭
নুরহোসেন নুর বলেছেন: ট্রাম্প উন্মাদ পাগল,
এই পাগলের মত ২/১ জন পাগল প্রেসিডেন্ট আগামীতে আমেরিকাকে মধ্যপ্রাচ্যের কাতারে দাড় করাবে নিশ্চিত।
১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই মনে হচ্ছে ভাই ।
৯| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫২
মোঃ ইকবাল ২৭ বলেছেন: শয়তানীর দিক হতে ট্রাম্প বুশকে ও ছাড়িয়ে যাকে বলে মনে হচ্ছে।
১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একদম ১০০% সত্য কথা ।
১০| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ট্রাম্প উন্মাদ পাগল আর ছোট-বড় দুই বুশ ড্রাকুলা।
১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত ধন্যবাদ ভাই ।
১১| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: ট্রাম্প লোকটা খারাপ না।
১২| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৫
জুন বলেছেন: ট্রাম্প একা ইজরায়েলের এজেন্ট হবে কেন! আমেরিকার নীতিনির্ধারকেরা বেশিরভাগই ইহুদী। তাদের বিরুদ্ধে গিয়ে কেউই হোয়াইট হাউসে টিকে থাকতে পারবেনা। রিপাবলিকান বলেন আর ডেমোক্রেট বলেন সে যেই দলেরই প্রেসিডেন্ট হোক না কেন হাসু মামা সবাই ঘোরতর ইজরায়েল সাপোর্টার। আর মধ্যপ্রাচ্যের বেশিরভাগ শাসকের যেই চরিত্র তা অনেকের কাছেই গ্রহণযোগ্য নয়।
১৩| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শিরোনামে ভয়াবহ বানান ভুল।
ট্রাম্প নগ্ন, লোভী, চরিত্রহীন, বদমাশ, কান্ডজ্ঞানহীন আরও অনক কিছু। তাকে ক্ষমতা থেকে নামানো হোক।
১৪| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩১
খাঁজা বাবা বলেছেন: শেষ পর্যন্ত যুদ্ধ হবে না
অন্তত এখনই নয়।
ইরানের ক্ষেপ্নাস্ত্র আমেরিকান সেনাদের কোন ক্ষতি আপাতত না করলেও আমেরিকানরা বুঝতে পেরেছে তারা ইরানীদের আওতার মধ্যে।
১৫| ০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৯
চাঁদগাজী বলেছেন:
@অনল চৌধুরী ,
আপনার পোষ্ট ইত্যাদি পড়লে, আপনাকে আমেরিকানদের থেকে অনেক অনেক বেশী সন্ত্রাসী বলে মনে হয়।
১৬| ০৯ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৯
ভুয়া মফিজ বলেছেন: ছবিটা অত্যন্ত চিত্তাকর্ষক। কষ্ট করে এমন একটা ছবি খুজে বের করার জন্য আপনাকে ভুয়া মফিজের পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া হলো।
১৭| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৫০
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আমি কিছু বলতে ইচ্ছুক নই । যদিও মন চায় বলতে ।
১৮| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৪৮
অনল চৌধুরী বলেছেন: চাঁদগাজী বলেছেন:
@অনল চৌধুরী ,
আপনার পোষ্ট ইত্যাদি পড়লে, আপনাকে আমেরিকানদের থেকে অনেক অনেক বেশী সন্ত্রাসী বলে মনে হয়। -সন্ত্রাস কি?
দেশে-জাতি,বিশ্ব মানবতা আর স্বাধীনতা রক্ষাকে সন্ত্রাস বলে না,বিপ্লবী আর মানবতাবাদী যোদ্ধা বলে,যেমন যোদ্ধা ছিলেন চে আর ক্যাষ্ট্রো।
আপনি কোন যুক্তিতে বিশ্বের দেশে দেশে এ্যামেরিকার বোমা হামলা,গণহত্যা আর লুটপাট সমর্থন করছেন?
ওরা নিজেদের দেশের বাইরে ভিয়েতনাম-ইরাক,আফগাস্তিান-লিবিয়া-সিরিয়া-ইরানে যায় শুধূ খুনাখুনি করতে,যে খুনাখুনি করে ওদের বাবা কলম্বাস অঅর তার খনে-ডাকাত সঙ্গীরা আদিবাসীদের নির্মূল করে পুরো দুই মহাদেশ দখল করেছিলো।
৭৩ বছরে ৩ কোটি মানুষ হত্যা করেছে যুক্তরাষ্ট্র-এটা কি জানেন? চেঙ্গিস-হালাগু ওদের কাছে ফেল।
https://www.jugantor.com/todays-paper/ten-horizon/118622/
ওরা তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করেও হামলা জন্য মপ্তম নৌবহর পাঠিয়েছিলো,যা সোভিয়েত সাবমেরিন ঠেকিয়ে দেয়।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:১৫
চাঁদগাজী বলেছেন:
আমেরিকানরা ট্রাম্পকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানায়েছে, আপনি আপনার বাংগালী এনালাইসিস ভাবনা থেকে আবোল তাবো লিখছেন।
সে ১৮ জন সিনেটর ও গভর্ণরকে হারায়ে প্রার্থী হয়েছিলো, এবং হিলারী ক্লিনটনকে পরাজিত করেছিলো।
আপনি পলিটিক্যাল ও চলমান ঘটনাকে এনালাইসিস করতে পারবেন না, মনে হচ্ছে।