|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
না ইয়ে মানে হিসেবটা ঠিক আমার মাথায় ঢুকছে না,তাই মুটামুটি একটা হিসাব বা জরিপ মিলাতে চাই। ঘটনা হলো সিইসি স্যারের কথা হলো ৩০% ভোটের বেশি কাষ্ট হবেনা। সেখানে আমরা আরো ৫% যোগ করলাম তাহলে মোট হল ৩৫% তাহলে ১০০% থেকে ৩৫% বাদ দিলে থাকে ৬৫% ভোট ।না ইয়ে মানে আমার কথা হলো এই ৬৫% ভোটা কি আওমিয়াীগের সমর্থক ? নাকি বিএনপি,র সমর্থক ?
যদি আমরা ধরে নেই এরা মানে বাকি ৬৫% ভোটার আওয়ামিলীগর সমর্থক তাহলে নিশ্চিত এরা আনন্দ উৎসবমূখর পরিবেশে ভোট
দিতে যেত ভোট কেন্দ্রে । যেহেটু তারা যায় নাই সেহেটু আমরা ধরে নিতে পারি এরা মানে বাকি ৬৫% ভোটার বিএনপি,পক্ষের বা সমর্থক
তাই তারা যায় নাই,কেননা তারা ভোট কেন্দ্রে গেলে তারা ভোট দিতে পারতো না,দেখা যেত তাদের ভোট আগেই দেয়া হয়েগেছে ।
 ১৪ টি
    	১৪ টি    	 +০/-০
    	+০/-০  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৪৯
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যদি ৬৫% ভোটার ভোট দিতে যেত তখন দেখা যেত কার সুখ মনে না কনে । 
২|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৩৪
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: এই ৬৫% ই আসল ভোটার। সচেতন নাগরিক।
  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৪৯
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক কইছেন গুরুভাই ।
৩|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:১১
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:১১
রাশিয়া বলেছেন: এই ৬৫% হইল সেইসব ভোটার যারা ২০১৮ সালে সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়েছিল কিন্তু কাস্ট হবার পরে দেখেছে তার ভোট নেওয়া প্রার্থী ৫% ভোটও পায়নাই। এই লজ্জায় তার ভোট দেবার শখ উবে গেছে।
  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:০৬
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ১০০% সত্য কথা বলছেন ।
৪|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ১২:৫৮
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ১২:৫৮
একাল-সেকাল বলেছেন: 
৬৫% হচ্ছে ওই সকল ভোটার যারা ১৯৭০ সালের মত সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, হোক তা ইয়াহিয়া খানের মত লোকের অধীনে।
  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:০৭
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটা আর হয়ত কোনোদিন হবেনা ।
৫|  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৫৮
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৬৫% বাস্তববাদী ভোটার...
  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:০৭
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ।
৬|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০  ভোর ৬:৫৭
০৫ ই ফেব্রুয়ারি, ২০২০  ভোর ৬:৫৭
হাসান কালবৈশাখী বলেছেন: 
 'যদি' ৬৫% ভোটার ভোট দিতে যেত?
 'যদি' ৬৫% ভোটার কাম্বাচোরাদের ভোট দিত?
'যদি' লাইগা যায়
এতগুলা 'যদি'?  মাইনশে একটা  'যদি' পায় না আবার দুইটার আশা!
পাগলের সুখ .. মনে মনে।
  ১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:২৯
১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তারা কাম্বা চুরি করে তবুতো আপাগো কিছু ভাগ দিছিলো না হইলে আপনেরা কেমনে জানেন ?  আপনেরা যে পয়রা দেশটারে লুইটা ফুইটা রেফ করতাছেন সেইটার কি হইবো ?
  আপনেরা যে পয়রা দেশটারে লুইটা ফুইটা রেফ করতাছেন সেইটার কি হইবো ?  
৭|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৮:১৬
০৫ ই ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৮:১৬
নতুন বলেছেন: @ ভাই জাদিদ ভাই এর ভোটটা আপনার সোনার ছেলেরা দিয়ে দিয়েছে, তাকে কস্ট করে মেশিনে চাপ দিয়ে ভোট দিতে হয় নি। আয়ামীলীগের পোলাপাইন জানে তিনি কাকে ভোট দেবেন। 
বাকি ৬৫% জানে যে সোনার ছেলেরা এই কাজটুকু করে দেবেন তাই তারা ভোট কেন্দে যান নাই কস্ট করে। 
৬৫% ভোটের বেশির ভাগই বিএনপির না । বিএনপি এমন কিছু করে নাই যে তাদের ভোট দিতে হবে। কিন্তু ভোটের প্রতি বিশ্বাস নস্ট করেছে আয়ামীলীগ।
  ১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৩০
১১ ই ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ভাই । ধন্যবাদ ভাই ।
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০  ভোর ৪:৩৬
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০  ভোর ৪:৩৬
হাসান কালবৈশাখী বলেছেন:
বাকি ৬৫% ভোট বিম্পির!
পাগলের সুখ .. মনে মনে।