![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একটু ভালো ও সৎ উদ্ধেশ্য থাকলেই সম্ভব দেশে সুস্থ নির্বাচন এবং সুস্থ একটা রাজনীতির পরিবেশ তৈরি করা।
একজন এমপি মন্ত্রী,কাউন্সলার ও মেয়র কতদিন ক্ষমতায় থাকেন ?
ধরে নিলাম,৫ বছর,১০ বছর,কিংবা ১৫ বছর বা ২০ বছর,আশা করি এর উদ্ধে নয়।
আর একজন প্রশাসনের কর্মকর্তা কতদিন ক্ষমতায় থাকেন ?
প্রশাসন বলতে আমি পুলিশ,র্যব,সেনাবাহিনী,ডিবি,বডার গার্ড,এবং আদালত,জজ কোট,হাই কোট,উকিল,ব্যারিস্টার
জজ,এদের কথা বুঝিয়রছি ।
আমাদের দেশে আইন প্রশাসনকে ধীরে ধীরে,ঘুষ,দূরনীতির,গুনপোকায় খেয়ে ফেলছে।যাই হোক প্রতিটা প্রশাসনের কর্মকর্তারা
কম হলেও ৩৫ ৪০ বছর চাকরি করেন ।
একমাত্র দেশের বিচার ভিবাগ,আইন রক্ষা বাহিনী বা প্রশাসনের লোকেরা ঠিক থাকলে এবং প্রশাসন যদি কোনো দলের হয়ে
কাজ না করেন,মাত্র কয়েক ঘন্টা সময় লাগবে,দেশের সকল দলের রাজনীতিবাধরা সুস্থ রাজনীতি করতে বাধ্য থাকবেন।
এবং দেশে সুস্থ নির্বাচনও ফিরে আসবে,দেশের লোক ফিরে পাবেন তাদের নাগরিকত্ব ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবই সম্ভব,অসম্ভব বলে কোনো কথা নাই,ঠিক মত টাইত দিলে সব সোজা হইয়া যাইবো ।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫২
চাঁদগাজী বলেছেন:
আপনার পোষ্ট পড়লে, সহজেই বুঝা যায় যে, "সৎ উদ্দেশ্য" কাকে বলে, সেই সম্পর্কে আপনার ধারণা নেই; বরং মনে হয়, আপনার উদ্দেশ্য সৎ নয়।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিতো আমার আপন মামা,চাচা,চুদানি পুলাগো সরাসরি বলি মাঝে মধ্যে যে শালার পুলারা এটা কেমন স্বাধীনতা আনলেন, যে
নিজের ভোট দেয়ার অধিকার নাই । নেই পথে ঘাটে কোথাও নিরাপদ একটা স্থান । নেই নিজের মনে ভাব প্রকাশ করার স্বাধীনতা।
ওস্তাদ আইজ আপনে না হয় আমাগো একটু বুঝাইয়া কন সৎ কাকে বলে ?
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৪
ᬧ বলেছেন: দারুন টপিক ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৮
খোলা মনের কথা বলেছেন: বিচার বিভাগ প্রশাসন নেতৃত্বদানকারীদের কি পরিচালনা করবে, তাদেরই নেতৃত্বদানকরীরা পরিচালনা করে। অতএব এই আশায় গুড়েবালি। সরকারের বিরুদ্ধে কথা বলার কোন সাহস কোন ডিপার্টমেন্ট নেই, সহী রাজনীতি, ভোট যে কত কালে দেখবেন না সেটা কোন নিরেকার নেই। চোখ বুঝে এটাই ভাবতে থাকুন যে, যেটা হচ্ছে এটাই সহী, এটা সঠিক, আমরা দর্শনার্থী মাত্র।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম কিছু বলার ও করার নেই আমাদের সত্য কথাই বলছেন ভাই ।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৩
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখনী।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২১
রাজীব নুর বলেছেন: না। এভাবে হবে না।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫০
একাল-সেকাল বলেছেন:
প্রশাসনিক কর্মকর্তাদের কে আর মধু হই হই বিষ খাওয়ানো যাবেনা। সরকার ইতোমধ্যেই এই জেনারেশনকে নষ্ট করে দিয়েছে।