নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

সাবাইকে বিশ্ব বেহাইয়াপানা দিবসে কড়া নোটিশ

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪১


হ্যালো ব্লগার্স ভাই,বোন এবং বন্ধুরা সকলকে সকলকে আসছে আগামী কাল বিশ্ব বেহাইয়াপানা দিবসের অগ্রিম করা নোটিশ মোবারক বার
জানাই । আসুন আমরা বিশ্ব বেহাইয়াপানার বিরুদ্ধে প্রতিবাদ জানাই । ভালোবাসা কোনো সৃজনশীল ফল নয় যে এটাকে বছরে একদিন
প্রিয় মানুষটিকে নিয়ে, কোনো এক বিশেষ জায়াগায় বা স্থানে নিয়ে বেহাইয়াপানাগিরী করতে হবে ।

ভালোবাসা থাকবে ঘরে ঘরে, রোজ সকাল,বিকেল,বছরের প্রতিদিন এবং সব সময় ।ভালোবাসা কোনো বিশেষ একজনের প্রাপ্য নয়,
ভালোবাসা হতে হবে পরিবার এবং সমাজ ও পৃথিবীর সকলের জন্য । শিশু,বিদ্ধ,ছোট,বড়,মা,বাবা,ভাই,বোন,বন্ধু,বান্ধবী,আত্মিয়স্বজন
সকলকে সব সময় ভালোবাসুন তবে সেটাই হবে প্রকৃতপক্ষে ভালোবাসা ।

১৬ থেকে ১৮ কি এর চেয়ে কম বা এর থেকে বেশি বয়ছের ছেলে মেয়েদের বলছি দয়া করে আপনারা আপনাদের বয়ছের এই সময়তাকে
ধরে রাখুন পারলে ভালো কোনো কাজে যে কাজ নিজের ও পরিবার এবং দেশের জন্য মঙ্গল বয়ে আনবে সেরকম কাজে নিজেকে উৎসর্গ
করুন এবং আপনাদের মূল্যবান সময়টাকে সেখানে ব্যায় করুন ।

তালা মেরে রাখুন নিজের মনকে এরকম বেহাইয়াপানা নিলর্জ দিবস থেকে ।

দুরে সরিয়ে রাখুন নিজেকে,ভালোবাসা দিবস নামে এরকম নিলর্জ বেহাইয়াপানা বন্ধু,বান্ধবীদের সাথে মেলামেশা থেকে।
মনে রাখবেন আপনার একটু ভুলের জন্য আপনার সারা জীবন নষ্ট হয়ে যেতে পারে।বয়ে আনতে পারে আপনার পরিবারের
উপরে সারাজীবনের জন্য কোনো না কোনো অমঙ্গল । নিজের সাথে নিজের শত যুদ্ধ করতে হলে তাই করুন, তবুও দয়া করে
নিজের মনতাকে কন্ট্রল করুন । বয়সের ভারে নিজেকে কোনো অসামাজিক কাজে দয়াকরে বিলিয়ে দিবেননা। মনে রাখবেন
আপনার একদিনের একটুখানি ভুলের পরিনাম হতে পারে আপনার এবং আপনার আপননজনদের সারাজীবনের চোখের পানি ।
তাই দয়া করে সতর্ক হওন এবং পারলে অন্যকেও সতর্ক করুন ।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:



ইহা কি জিং জিং দিবসে পরিণত হয়েছে?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিছুটা মনে হচ্ছে সরকমই । মহল্লায় ওলি গোলি ভরে গেছে ফুলের অস্থায়ী দোকান দিয়ে ।
এরা নাকি ভালোবাসা দিবস উপলক্ষে ওসব ফুলের দোকান দিছে । আজ রাত ১২টার পর থেকেই নাকি কার্যক্রম
শুরু হবে । =p~

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


ফুলের দোকান না দিয়ে, জংগলের ভেতরে ১ বেডের তাঁবু করলে, ভাড়া দেয়া যাবে?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জংগলে গেলে তাবুর আর কি দরকার ? এমনেই বনের পশুরা খেয়ে নিবে ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


আসলে, মেয়েরা একটা বয়সে, কিছু পরীক্ষা নিরীক্ষা করতে চায়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবে সে বয়সটা ধরে রাখতে পারলে,ছেলে বা মেয়ে উভয়ের জন্য ভালো । না হলে এক সময় নিজের ক্ষেতে অন্যে শোষ্য
বুনবে । :P

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস বা দ্য ভ্যালেন্টাইনস ডে। এ দিনে সারা বিশ্বে একযোগে উদযাপিত
হবে ভালবাসা দিবস। বিশ্ব ভালবাসা দিবস’কে বেহায়া দিবস বললেন চরমোনাই পীরবাংলাদেশে এক
শ্রেণির লোকেরা মুসলিম এ দেশে নতুন এক ধরনের সংস্কৃতি আমদানী করেছে। নতুন এক দিবস
‘ভ্যালেন্টাইনস ডে’ ভালবাসা দিবসের নামে তারা পালন শুরু করেছে। বিভিন্ন কোম্পানী এ দিবস
উপলক্ষে নানা অফার দিয়ে তরুণদেরকে আকর্ষণ করে। বড় বড় হোটেলগুলোর হলরুমে তারুণ্যের
মিলন মেলা অনুষ্ঠিত হয়। নানা রঙের বেলুন আর অসংখ্য ফুলে স্বপ্নিত করা হয় হলরুমের অভ্যন্তর।
অনুষ্ঠানের সূচিতে থাকে লাইভ ব্যান্ড কনসার্ট এবং উদ্দাম নাচ। তরুণ-তরুণী থেকে শুরু করে বয়স্ক
পর্যন্ত আগতদের সিংহ ভাগই অংশ নেয় সে নাচে। এভাবে নাচতে নাচতে হায়া মায়া, সভ্যতা-শালীনতা
সব হারিয়ে আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। সভ্যতা, সংস্কৃতি, মনুষত্ব ও মানব সমাজকে রক্ষা করতে
উদ্যোগ নিতে হবে। আমাদের সুশীল, সুলেখক ও বোদ্ধাদেরকে। সচেতন হতে হবে অভিভাবকদের।
সরকার ও প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে বেহায়াপনা ও বাণিজ্য বন্ধের। সিদ্ধান্ত নিতে হবে কঠিনভাবে।
৯২ ভাগ মুসলমানের চিন্তা-চেতনাবিরোধী বেহায়া দিবসকে কঠোর হস্তে দমন করতে না পারলে, নৈতিকতা
সম্পন্ন ও আদর্শিক যুবসমাজ তৈরি না হলে, ভবিষ্যৎ নেতৃত্ব হবে নৈতিকতা বিবর্জিত। আর এধরনের নেতৃত্ব
দিয়ে দেশে কখনও ভালো কাজ হবে না।”

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মামা । ঠিক এইভাবে গুছিয়ে একটা লেখা আপনার কাছে আশা করছি মামা । আশা করি আমাদের নিরশা করবেন না ।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩২

আহমেদ জী এস বলেছেন: :):):)(:(:(:হাসু মামা,





ভালোবাসা দিবসটিকে আপনি "বেহায়াপনা" দিবস বললেন। মানতে পারলুম না।
একটি "দিবস" পালন করা হয় বিশেষ একটি বিষয়কে সার্বজনীনতায় রূপ দিতে। নিশ্চয়ই বিশ্ব বিবেক এতোখানি নীচে এখনও নেমে যায়নি যে কোনও একটি দিবসে বেহায়াপনা ছড়াতে চাইবেন।

আমরা অনেকেই নিজেদের আধুনিক ভাবতে ভালোবাসি, "আধুনিক" শব্দটির অর্থ কি না জেনেই। ছেঁড়া জীনসের প্যান্ট, হাতে মেটালিক বালা বা রঙিন সুতোর মালা, চোখে সানগ্লাস, ভাঙা কোমড় নিয়ে টুইষ্ট নাচ আর লেটেষ্ট মডেলের মোবাইল ফোনে
ভুল বাংলিশ ষ্টাইলে কথা বলার নাম আধুনিকতা নয়।
আধুনিকতা হলো চলমান বিশ্বের বাস্তব বিষয়বস্তুর অন্তঃস্থিত যা কিছু শালীন, যা কিছু যুক্তির অধীনে স্বয়ং সম্পূর্ণ, যা কিছু মানব কল্যানকর, যা কিছু আবেগ বর্জিত, যা কিছু মানবের বৃহত্তর শুদ্ধি প্রসারের দিক দর্শন; তাতে আস্থা রেখে নিজের মন-মানসকে তার সাথে খাপ খাইয়ে সংহতির ঘনতায় উন্নীত করা।
আধুনিক মানেই কিন্তু চলতি হাওয়া নয় মোটেই। মনে-মগজে-মননে-মনীষায় সর্বসংস্কারমুক্ত হওয়াই আধুনিকতা। কিন্তু আমাদের স্বল্প জ্ঞানে, রূচির দারিদ্রে, মন-মানসের বৈকল্যে, বোধ-বুদ্ধির অসাড়তায়, রিপুর বিপুল ঘৃন্য বিস্তারে কিছু একটা করে মানুষের চোখ টানাকেই আধুনিকতা বলে মনে করি।

ভালোবাসা দিবসটি তাবৎ বিশ্বকে ভালোবাসতে শেখানোর সময় সংকেত, যেমনটা আপনি বলেছেন।

কিন্তু সেই সার্বজনীনতাকে প্রশ্নবিদ্ধ করে যারা কালিমা লিপতে চায় তারা আসলে বেহায়া- বেলেহাজ-বেআক্কেল-বেল্লিক-বেআদব-বেচশম কিছু।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাই আপনার এরকম আন্তরিকতা মন্তব্যের জন্য ধন্যবাদ । তবে সমাজটা মনে হয় দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে ।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে দিবসটাকে উপভোগ করুন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আজ মোটামুটি সারাদিনই দিবসটা উপভোগ করলাম,আর চেয়ে শুধু দেখলাম ।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৬

করুণাধারা বলেছেন: অবাক লাগে, যখন দেখি এই দিবস পালন অনেকে অবশ্য কর্তব্য বলে মনে করে এবং বেহায়াপনার চূড়ান্ত করে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু আমাদের সকলকে সুবুদ্ধি দেয় যেন ।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৯

ব্লগ মাস্টার বলেছেন: এ বিসয়টা নিয়ে মনে হয় বিশ্ববাসী খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছে ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম মনে হয় ।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৫৬

সোহানী বলেছেন: আমরাই মনে হয় একমাত্র জাতি যারা এ দিবসে ছলে বলে কৈাশলে বোকা মেয়েগুলাকে ঘরের বাইরে এনে ভালোবাসা দিবস নামে ভোগ করার চেস্টা করে।............ দেশেতো মনে হয় এখন এ দিবসের রমরমা ব্যবসা। শফিক রেহমানের নাম নিশানা না থাকলেও তার উদ্যোগে পালিত দিবসটি ব্যবসা সফল :P

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপু এটা কিন্তু ফুল ব্যবসার সফল একটা দিন । ;)

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: ধন্যবাদ মামা । ঠিক এইভাবে গুছিয়ে একটা লেখা আপনার কাছে আশা করছি মামা । আশা করি আমাদের নিরশা করবেন না ।

ভাগ্নেকে আশাহত করা ঠিক হবেনা। তাই ভাগ্নের জন্য ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস নয়, সৈরাচার প্রতিরোধ দিবস আজ

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মামা কথা রাখার জন্য । আপাতত প্রিয়তে নিয়ে রেখেছি রাতে পড়বো ।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আজ মোটামুটি সারাদিনই দিবসটা উপভোগ করলাম,আর চেয়ে শুধু দেখলাম ।

দেখে কি আনন্দ পেয়েছেন? মানুষের আনন্দ দেখে নিশ্চয় আপনার ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.