|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
একটা সময় আমরা যখন লেখা পড়া করেছি তখন মূল পাঠ্য বইয়ের পড়া থেকেই স্কুলের শিক্ষকরা বা বাসায় রাখা শিক্ষকরা যে কোনো
প্রশ্নের উত্তর বের করে দিতেন । স্কুলের শিক্ষকরা দেখা যেত একটা প্রশ্নের উত্তর বোডে লিখে দিতেন,আর আমরা সেটা দেখে দেখে
পুরো ক্লাশের ছাত্র,ছাত্রীরা খাতায় নোট করে নিতাম । আর এখন কথায় কথায় স্কুলের টিচারদের মুখে শুনতে হয়,ছেলে,মেয়েদের গাইড
কিনেদিন।
৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণী পযন্ত ছেলে,মেয়েদের একেকটা গাইডের দাম নিম্নতম ১০০০ থেকে ১২০০,বা ১৩০০,১৪০০ টাকা পযন্ত
নিয়ে নেয় লাইব্রেরী ।আমার কথা টাকাটা সমস্যা যেমন তেমন,যদি গাইড বই দিয়েই ছেলে,মেয়েদের পড়াতে হয় তাহলে শিক্ষকদের
প্রয়োজন কি ? আমরা অভিভাবকেরাই তাদের চেয়ে ভালো পড়াতে পারবো । সমস্যার সমাধান বা সকল বইয়ের প্রশ্নের উত্তরের জন্য যদি, ক্লাশ ১ম শ্রেণী থেকে শুরু করে ৫ম শ্রেণীর ছোট ছোট ছেলে,মেয়ে বা শিশুদেরও গাইড বই কিনতে হয় তাহলে ছেলে,মেয়েদের কি শিখানো হচ্ছে স্কুলে বা টিচারের কাছে ছেলে,মেয়েরা কি শিক্ষা লাভ করতেছেন ? 
শুধু এখানেই শেষ নয়,এমনো দেখা যাচ্ছে যে স্কুলের টিচারেরা নানান রকমের ভয় দেখিয়ে, ছাত্র ছাত্রীদের গাইড বই কেনার জন্য বাধ্যতামূলক করছেন বা জোর করে কিনতে বাধ্য করছেন । সম্ভবত ২০১৯ সালের একটা পত্রিকা রিপোট । এই বছরেও পিছিয়ে নেই,একই অবস্থা চলছে অনেক স্কুলে।
সর্বদিক থেকে হিসেব করলে ফলাফল যা পাওয়া যায়,তাতে স্পষ্ট গাইড বই শিক্ষার জন্য একটা বিশাল বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে ।
আর এভাবে যদি চলতে থাকে এমনেই আমরা প্রশ্নফাস জাতি হিসেবে যে খ্যাতি লাভ বা অর্জন করেছি সেটা একটা সময় আরো 
খ্যাতি অর্জন এবং আগামি প্রজন্মের জন্য শিক্ষার বিশাল ক্ষতিকর একটা দিক হয়ে দাঁড়াবে,তাই সময় থাকতে সরকারের এসব 
বিষর নজর ও পদক্ষেপ নেয়া প্রয়োজন । সরকারে পাশাপাশি ক্লাশ ১ম শ্রেণী হতে ৮ম শ্রেণী পযন্ত স্কুল পড়ুয়া প্রতিটা ছাত্র ছাত্রীদের
অভিভাবকদেরও সচেতন হতে হবে। 
ছবি ইন্টারনেট ।
 ১৬ টি
    	১৬ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:১৮
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: গুরুভাই একটু ভালোভাবে টিউরিয়াল করালে বা দিলে স্কুলের টিচারেরা তাহলে মুল বইয়ে বেশির ভাগ প্রশ্নের উত্তর পাওয়া যায় ।
গত কালকে আমার ৮ম শ্রেণী পড়ুয়া মেয়ের কয়েকটা প্রশ্নের উত্তর মুল বই থেকে আমি নিজে বের করে দিয়েছি ।
২|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:৩৩
২৬ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:৩৩
কনফুসিয়াস বলেছেন: আমরা তো অন্ধকারেই নিমজ্জিত হয়ে আছি। ন্যায় বিচার, সঠিক শিক্ষা, নিরাপদ অন্ন ও চিকিৎসা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। সবকিছুতেই এখন দুর্নীতি আর ঠকবাজি ছাড়া আর কিছুই নেই। সবাই চায়, শুধু টাকা বানাতে। টাকা, টাকা, টাকা। আর কি লাগে জীবনে??
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:২২
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার সাথে একমত ।
৩|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১:৪৭
২৬ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১:৪৭
নিভৃতা  বলেছেন: স্কুলে কোন পড়াশোনাই হয় না। কোচিং বা প্রাইভেট কয়জন পড়তে পারে কিংবা পারলেও যে শিক্ষকরা প্রাইভেট পড়ান তারাই গাইড কেনার পরামর্শ দেন। গাইড থেকে পড়ান। আর সৃজনশীলের নামে এমন সব প্রশ্ন করা হয় যার উত্তর শুধু পাঠ্য বই থেকে খুঁজে বের করা দুষ্কর। 
আগে নির্দিষ্ট প্রশ্ন ছিল। এখন অনির্দিষ্ট কোলকিনারাবিহীন প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে বাচ্চাদের শৈশব কৈশোর সব বিপন্ন।
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:২৫
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নিয়ম করা উচিত মুল বইয়ের বাহির থেকে কোনো প্রশ্ন দেয়া যাবেনা । এগুলো আসলে দেখার মত কেও নেই বলেই
আজকে শিক্ষার অবস্থা প্রশ্নফাস জেনারশন আর জুকিপূর্ণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা ।
৪|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৩:৪৯
২৬ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৩:৪৯
সোহানী বলেছেন: প্রশ্নপত্র ফাঁস, গাইড বই............ একটার পর একটা শিশু শিক্ষা ধ্বংসের পায়তারা।
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৩৬
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এগুলো থেকে যাভাবেই হোক আমাদের বেরিয়ে আসতে হবে ।
৫|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৮:০১
২৬ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৮:০১
নেওয়াজ আলি বলেছেন: খুবই ভালো লাগলো।
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৩৬
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ।
৬|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৩৩
২৬ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: গুরুভাই একটু ভালোভাবে টিউরিয়াল করালে বা দিলে স্কুলের টিচারেরা তাহলে মুল বইয়ে বেশির ভাগ প্রশ্নের উত্তর পাওয়া যায় ।
গত কালকে আমার ৮ম শ্রেণী পড়ুয়া মেয়ের কয়েকটা প্রশ্নের উত্তর মুল বই থেকে আমি নিজে বের করে দিয়েছি । 
সমস্যা তো এখানেই স্কুলে শিক্ষকেরা এত ছেলে মেয়েকে ৪০ মিনিটের ক্লাশে কতটা দিবেন?
সম্ভব হয় না। 
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৩৭
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাই চেষ্ঠা থাকলে উপায় হয় ।
৭|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৫:৪৫
২৬ শে ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৫:৪৫
(লাইলাবানু) বলেছেন: বেশ ভালো একটা বিষয় নিয়ে লিখেছেন ভালো লাগল । হ্যা আসলে আমাদের সচেতনটার বিকল্প আর কিছু নেই ।
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৩৭
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ আপু ।
৮|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৪৬
২৬ শে ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৪৬
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: শিক্ষা ক্ষেত্রে মনে হচ্ছে এখন সব থেকে বেশি দূরনীতি চলছে ।
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৩৮
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:১২
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:১২
রাজীব নুর বলেছেন: গাইড বই দরকার আছে।
এটা আমাদের যুগ না।
বহু ছেলে মেয়ে আছে টাকার অভাবে শিক্ষকের কাছে পড়তে পারে না। তাদের গাইড বই ছাড়া উপায় নাই।