![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমে হা্ত মিলিয়ে অং সান সুচির সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পরে কোনো হোটেল মোটেলে অভ্যর্থনা। ওয়েলকাম ম্যাডাম ।আসুন এখানে বসে আমরা কিছুক্ষন নিরিবিলি পরিবেশ উপভোগ করবো ।
তারপর মালের গ্লাস হাতে শুরু হল দুই কুকখ্যাত রাজনীতিবিধ নর নারীর বাদরামীর যত সলাপরামর্শ ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিয়ানমার সফরকালে মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের ওপর যে অবর্ণনীয় অত্যাচার নিয়ে বিশ্ববিবেক তোলপাড়, সে বিষয়ে তিন দিনের সফরে নরেন্দ্র মোদি একটি কথাও বলেননি। বরং তিনি জানিয়েছেন, রাখাইনে ‘জঙ্গি সহিংসতা’ রুখতে তার সরকার সর্বতোভাবে মিয়ানমার সরকারকে সাহায্য করবে।
এরপর দুজন আরো কাছাকাছি,মনে হয় একে অপরের কতদিনের চেনাচেনি ।
মোট কথা এরা যে রাজনীতির লেবাসধারী কতটা ধর্মবিদ্ধেশি সেটা তাদের রাষ্ট্র চালানোর ধরন কৌশল দেখলেই বোঝা যায় ।
তাই আমি বলি কি,থামা ভাই তোরা দাঙ্গা,মোদি আর আং সুচির দে ধরে হাঙ্গা,খাই মোরা লাড্ডু দিল্লিকা ।
০৮ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একটা নিরব ব্যধি ।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৫
চাঁদগাজী বলেছেন:
আরেকটু সাজিয়ে গুজিয়ে লিখুন
০৮ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জি চেষ্টায় আছি ।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৪
করুণাধারা বলেছেন: অনন্যসাধারণ আইডিয়া। এই দুই শান্তির দূতকে বিয়ে করায় দেয়া যায়।
০৮ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত ।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: আমি শুধু দেখতে চাই, আগুন থেমে যাক, মানুষ না মরুক। কেউ থাকলে নিজে হস্তক্ষেপ করুক, মানুষ দিয়ে মানুষকে নয়।
০৮ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হি হি হি ।
৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৯
সোহানী বলেছেন: হাসু মামা, ভাগিনি হিসেবে একটা কথা। মোদি কেন সুচিকে সাপোর্ট দিয়েছে? এতো কিছুর পরও ট্রাম্প কি মুখ খুলেছে? চায়না বা আরো যারা আশেপাশে আছে তারা কি একটি বারেরও জন্য বলেছে রাখাইনা বাঁচা, মুসলিত বাচাঁ, দাঙ্গা থামা!!!!... না কোথাও বলেনি। যে যার নিজস্ব স্বার্থে, দেশের স্বার্থে কাজ করে, এর নামই পলিটিক্স। মানবতা মানবতা বলে যারা লাফায় তারাও বন্ধক রেখেছে নিজেদের আত্মা। তাহলে আমরা কেন এতো বেহুদা লাফালাফি করি!!! ভারতে তার সংখ্যালঘুকে মারছে, আমরা কি করতে পারি?? আজ যদি মোদি ওদেরকে জাহাজে করে এখানে পাঠায় আমরা কি করতে পারবো? সুচির কি করতে পারছি..!! কিছু জ্বালাময়ী বক্তৃতা ছাড়া............।
আগে নিজ দেশ আগে, দেশের স্বার্থ আগে............. তারপর মোদি ফোদি সুচি মুচি নিয়া চেচামু...!
০৯ ই মার্চ, ২০২০ রাত ১২:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একদম ঠিক বলেছেন খালা ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৭
নেওয়াজ আলি বলেছেন: