নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাস ঠেকাতে এখনি প্রয়োজন পদক্ষেপ নেয়া

০৮ ই মার্চ, ২০২০ রাত ১১:০২


যেহেটু বাংলাদেশে এখনো করোনা ভাইরাস তেমন ছড়ায় নাই,তাই আমদের কোনো প্রকার ভয়ভিতি না পেয়ে এখনি প্রয়োজন
সতর্ক হওয়া এবং অন্যকেও সতর্ক করা যাতে কেউ যেন কোনো প্রকার আতঙ্কিত না হন ।করোনা'কে আমাদের শক্ত ভাবে মোকাবেলা
করতে হবে ।সর্ব প্রথম করোনা ভাইরাস ঠেকাতে বা বেশি যাতে না ছড়ায় সেইজন্য আমাদের যেটা করতে হবে সেটা হল সরকারি উদ্ধেগে
খোঁজ করে ঢাকা শহরে যে সকল ভবন,অফিস,বাসা বাড়ি,ফ্ল্যাট ও চাইনিজ রেষ্টুরেন্ট,এবং গেস্ট হাউজে বেশি বেশি বিদেশি ও চাইনিজ
লোক জনদের যাতায়েত সেগুলোকে চিহ্নিত করে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিতে হবে ।

এরপর শপিংমল,বিভিন্ন মার্কেট,স্কুল,কলেজ,ইনভার্সিটি,সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিতে হবে ।তাছাড়াও বিভিন্ন স্থানে যে সকল
খোলামেলা চায়ের দোকান,খাবারের দোকান আছে সেগুলোকেও সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিতে হবে । এরপর অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহন করতে হবে । প্রয়োজন হলে জরুরি অবস্থা গ্রহন করতে হবে ।

আমাদের সকলকে অতি সিগ্রহ ঘরে বা বাসায় কিছু শুকনো খাবার জমা বা স্টক করে রাখতে হবে ।

করোনা ভাইরাস ঠেকাতে এখনি আমাদের প্রয়োজন পদক্ষেপ নেয়া,যেহেটু অলরেডি আমাদের দেশে করোনা ভাইরাস সনাক্ত
হয়েছে,তাই প্রয়োজন সতর্কতা বা সতর্ক হওয়া ।


তবে আরো কিছু কথা বলা প্রয়োজন আর সেটা হলো, করোনা ভাইরাসসহ অন্যান্য রোগের বিস্তার সীমিত পর্যায়ে রাখতে মেডিক্যল মাস্ক সাহায্য করে,তবে এটার ব্যবহারই এককভাবে সংক্রমণ হ্রাস করতে যথেষ্ঠ না।তাই আমাদের যা করতে হবে,নিয়মিত হাত ধোয়া এবং সম্ভাব্য সংক্রমিত ব্যক্তির সাথে মেলামেশা না করা আর এগুলো হলো এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমানোর সর্বোত্তম উপায়।

যদিও যে কোন বয়সের মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। তবে একটা বিষয় খুব লক্ষ্যণীয় যে করোনা ভাইরাসে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রধানত আগে থেকে অসুস্থ বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই ভাইরাস মারাত্মক হতে পারে।তবে শহরাঞ্চলের দরিদ্র শিশুদের ক্ষেত্রে এই ভাইরাসের পরোক্ষ প্রভাব রয়েছে।তাই শিশু ও বয়স্ক লোকদের প্রতি আমাদের বেশি বেশি নজর রাখতে এবং সতর্ক থাকতে হবে ।

মন্তব্য ১৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২০ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


এতদিনে আপনি নিজের থেকে কিছু লিখেছেন, ভালো: কিছুদিনের জন্য স্কুল, কলেজ বন্ধ করে দেয়া দরকার

০৮ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনি ভালো আছেন ওস্তাদ ?
আপনার শরীর ভালো আছে ?
দেখছি চেষ্টা করে নিজে থেকে কিছু লেখা যায় কি না ।

২| ০৮ ই মার্চ, ২০২০ রাত ১১:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখন কেন? আরো আগেই
পদক্ষেপ নেয়া প্রয়োজন ছিলো।
প্রিভেনটিভ ইজ বেটার দ্যান কিউর।
আমাদের স্বাস্থ্য সংশ্লিষ্টরা এটা বুঝেনা।

০৮ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: না ঘটনা হল কি আগে যেহেটু সনাক্ত হয়নি,আর এখন যেহেটু হয়েছে তাই এখন সচেতন হওয়া ছাড়া আর কোনো উপায়
দেখছি না । কিন্তু এই হওয়াটা আগেই হওয়া প্রয়োজন ছিল ।

৩| ০৯ ই মার্চ, ২০২০ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: আমরা দরিদ্র। আমাদের দেশ দরিদ্র। আমাদের আল্লাহই রক্ষা করবেন।

৪| ০৯ ই মার্চ, ২০২০ রাত ১:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:
স্কুল, কলেজ দোকানপাট রেস্তোরা বন্ধ করে বলছেন,
কিন্তু গাদাগাদি করে রাখা মাদ্রাসা, মসজিদে নামাজ বন্ধ করতে বলেন নি। বললে গুনা হবে?

৫| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩৯

নেওয়াজ আলি বলেছেন:
আল্লাহ রহমত করো।

৬| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৯

ফয়সাল রকি বলেছেন: জানি না কী আছে আমাদের কপালে! তবে চেষ্টা ও সচেতনতার সময় এখনো আছে।

৭| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আল্লাহু জানেন আমাদের কপালে কি আছে !

৮| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৯

নতুন বলেছেন: প্রথমে দরকার সোসাল মিডিয়া্বন্ধ করা। ১ মাস ফেসবুক বন্ধ করতে হবে।

এখন দেশের তাপমাত্রা ৩০ ডিগ্রী আগামী মাসে ৩৫ ডিগ্রি হবে।

এখন বাইরে ফ্লুর ভাইরাস ছড়াবেনা। মাচ, এপ্রিল,মে মাসে আমাদের দেশে ফ্লুর প্রকোপ থাকেনা।

আতংকিত হবার কারন নাই।

আমি আতংকিত সামনে ডেঙ্গু আসছে কিন্তু কোন পরিকল্পনা নেই। :(

৯| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৯:৪১

(লাইলাবানু) বলেছেন: দারুন সচেতনমূলক পোস্ট । সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করবেন ।

১০| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৬

বলেছেন: পুরো বাংলাদেশে ১৫ দিনের জন্য কারফিউ দেয়া দরকার ।

১১| ১০ ই মার্চ, ২০২০ রাত ১২:১৪

ব্লগ মাস্টার বলেছেন: চমতকার সচেতন হতে হবে ।

১২| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩২

জাহিদ হাসান বলেছেন: ঢাকায় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় এক সপ্তাহের জন্য ছুটি চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.