|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
একদিকে মসজিদে এশার নামাজ শুরু হয়েছে আরেকদিকে বাহির থেকে ভেসে আসছে মুহুর্তে কয়েকশত বোমা বাজির শব্দ ।
দুই একটা বোমার শব্দ এতটাই শক্তিশালী যে শুনে মনে হচ্ছে ওগুলো বোমা নয় যেন গ্রেন্ড বা ককটেল বিস্ফরন হচ্ছে ।
আমি আমার পরিবারের কথা বিবেচনা বা আমার পরিবারের ভাবনা চিন্তার উদাহারন দিয়েই বলতে পারি,করোনা নিয়ে সারা বিশ্বে
যে ভয়াবহ পরিস্থিতি চলছে তাতে মানুষের চিন্তা ও দূর্ভোগের শেষ নেই ।অথচ মানুষের বঙ্গবন্ধুর শততম বর্ষ উদযাপন দেখে নিজের
উপরই খুব ঘৃণা হচ্ছে আসলে আমরা কি মানুষ ? সামনে কি আছে আমাদের ভাগ্যে সেটা আল্লাহু ছাড়া আমরা সাধারন মানুষেরা কেও
ই বলতে পারিনা । কি হবে যাদের নুন আনতে পান্তা ফুরায় ? যদি সব বন্ধ হয়ে যায় তাহলে সাধারন মানুষগুলো কেমনে চলবে ?
এমন পরিস্থিতে শততম জন্মবাষিকি পালন করার জন্য ককতেল বা বোমাবাজি করা কি খুব বেশি প্রয়োজন ছিল ?
 ৮ টি
    	৮ টি    	 +০/-০
    	+০/-০  ১৭ ই মার্চ, ২০২০  রাত ১০:২৯
১৭ ই মার্চ, ২০২০  রাত ১০:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২|  ১৭ ই মার্চ, ২০২০  রাত ১০:২৩
১৭ ই মার্চ, ২০২০  রাত ১০:২৩
রাজীব নুর বলেছেন: এত এত আতশবাজির টাকা কোথা থেকে আসছে? 
দরিদ্র দেশে বিলাসিতা করা আমার মোটেও পছন্দ না।
  ১৭ ই মার্চ, ২০২০  রাত ১০:২৮
১৭ ই মার্চ, ২০২০  রাত ১০:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহুই জানে ।
৩|  ১৭ ই মার্চ, ২০২০  রাত ১১:৩৮
১৭ ই মার্চ, ২০২০  রাত ১১:৩৮
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: হুম কি বলবো বুঝে উঠতে পারছি না ।
  ২২ শে মার্চ, ২০২০  বিকাল ৩:০৬
২২ শে মার্চ, ২০২০  বিকাল ৩:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিছু বলারো নাই ।চুপ থাকুন সেটাই ভালো ।
৪|  ১৮ ই মার্চ, ২০২০  রাত ১২:৪৯
১৮ ই মার্চ, ২০২০  রাত ১২:৪৯
নেওয়াজ  আলি বলেছেন: 
  ২২ শে মার্চ, ২০২০  বিকাল ৩:০৭
২২ শে মার্চ, ২০২০  বিকাল ৩:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবই আমাদের ভাগ্য ।
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০২০  রাত ৯:১৬
১৭ ই মার্চ, ২০২০  রাত ৯:১৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
হাসু ভাই,
আপনার পোষ্ট বোমাবাজির শব্দ আতঙ্কের সাথে আমিও ভয়ার্ত তবে পোষ্টে দেওয়া ছবিটি তো বাংলাদেশের না ! আপনি ব্লগে রিউমার ছড়াতে পছন্দ করেন এটি খুবই অন্যায় চিন্তা। আমি মনে প্রাণে দোয়া ও কামনা করবো আপনার পোষ্টে দেওয়া বোমার সাথে যেনো আপনার সামনা সামনি অন্তত ৩০০ মিটারের মধ্যে হলেও বাস্তব অভিজ্ঞতা হয়। আমিন।