![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনেছিলাম প্রথম যখন নোবেল করোনা নামক ঘাতক ভাইরাসটি চিনের উহানে বিস্তার ঘটায় আর এই ঘাতকের আঘাতে
উহান শহর থেকে শরু করে পুরো চিন মিত্যুপুরীতে পরিণত হতে লাগল,তখন নাকি চিনের কিছু জায়গায় করোনায় ভাইরাসে
আক্রান্ত হওয়া সেই সকল মৃত ব্যক্তিদের এক জায়গায় জরো করে আগুন দিয়ে পুরে ফেলা হত যাতে আর কেউ নতুন করে
এই ঘাতক ভাইরাসে আক্রান্ত না হয় বা কিছুটা হলেও যেন পতিরোধ হয় । আল্লাহু আপনার কাছে মনে প্রাণে একটাই প্রাথনা,
যাতে আমাদের এই দেশ সহ বিশ্বের আর কোনো দেশে হৃদয় বিদারক ও পিরাদায়ক এমন ঘটনা আর না দেখতে হয় ।
নাটক,ছবি,মুভি এবং বিভিন্ন গল্প কবিতায় আমরা নানা রকম কষ্টের ঘটনা পড়তে শুনতে ও দেখতে পাই যা হৃদয়কে কষ্টের
আগুনে রেখে যায় । যদিও সেগুলো শুধুই গল্প কবিতা আর মুভি,নাটকের লেখকদের কলমের ছোঁয়ায় গড়ে তুলা।
তবে বাস্তবে যদি এমন হয় তাহলে আমাদের মনের অবস্থা কেমন হবে ?
পত্রিকায় দেখলাম :
ঢাকার আজিমপুর গোরস্থানে একটি লাশ দাফন হয় আর সে লাশের পাশে তার কোনো আত্মীয় স্বজন বা কোনো প্রিয়জন কেউই নেই। আর সেই লাশটিকে কোনো বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়।লাশের সারা শরীর বিশেষ প্রটেকশনে ঢাকা।আর সেই লাশের পাশে শুধু গোরস্থানের কর্মীদের ছাড়া তার পাশে আজ আর কেউ নাই।আচ্ছা এই মানুষটি কি মাত্র কয়েক দিন আগেও ভেবেছিলেন যে তাকে এভাবে দাফন করা হবে ? আমাদের সকলের মনে রাখতে হবে মৃত্যু কিন্তু প্রতিটা জীবের জন্য অনিবার্য সত্য, পৃথিবীতে জন্ম নিলে একদিন মরতে হবেই। তাই বলে এভাবে একটা মানুষের বিদায় যাত্রা ? সত্যি বলছি বাস্তব বড় বেদনা দায়ক হবে যদি পরিস্থিতি আমাদের ভাগ্যে কাল এমন হয় ।
২৩ শে মার্চ, ২০২০ রাত ১০:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহ আমাদের ক্ষমা করুন । আমিন !
২| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০১
মাহমুদুর রহমান বলেছেন: নামাজ পড়ুন।আল্লাহর কাছে দোয়া করুন।
২৩ শে মার্চ, ২০২০ রাত ১০:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ক,তে কোরআন !
রো,তে রোযা !
না,তে নামাজ !
৩| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: করোনা ভাইরাস থেকে বাঁচতে রবীন্দ্রনাথ ঠাকুরের সাবধানতা
২৩ শে মার্চ, ২০২০ রাত ১০:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: না গেলে খাওয়ামু কি ?
নিজেই খামু কি ?
৪| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২৪
নেওয়াজ আলি বলেছেন: হে করুণাময় । এই মরণ ব্যাথি থেকে আমাদের সকলকে সুস্থ রাখো।
২৩ শে মার্চ, ২০২০ রাত ১১:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিন ।
৫| ২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৮
সোহানী বলেছেন: আরো ভয়াবহ সময়ের ইঙ্গিত করছে সামনে। আশা করি সরকারের ঘুম ভেঙ্গেছে এবং কোন জরুরী ব্যবস্থা নিবে।
২৩ শে মার্চ, ২০২০ রাত ১১:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কাল থেক্বে সেনাবাহিনী মতায়েন করা হবে ।
৬| ২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই জীবাণু হয়তো আমাদেরকে বাস্তবিক করবে।
২৩ শে মার্চ, ২০২০ রাত ১১:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হতে পারে ।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ আর ভাবতেই পারি না। আল্লাহ আমাদের ক্ষমা করুন