নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

শুধু করোনা ভাইরাস নয় সাথে ডেঙ্গু প্রতিরোধ গড়ে তুলতে হবে

২৩ শে মার্চ, ২০২০ রাত ১০:৪৭

আজ কিছু দিন ধরে আমরা করোনা প্রতিরোধে ব্যস্ত এবং করোনা নিয়ে বেশ আ্তঙ্কে আছি ।কিন্ত এখন শুধু করোনা ভাইরাস নয় পাশাপাশি
প্রয়োজন ডেঙ্গু প্রতিরোধ গড়ে তোলা । ইদানিং মশা অনেক বেড়ে গেছে তাই করোনার পাশাপাশি সকলের ডেঙ্গু বিষয়ও সচেতন
থাকতে হবে । বাড়ির আশপাশ সব কিছু পরিস্কার রাখতে হবে ।যাদের বাসা বাড়িতে টপে করে ফুল গাছ লাগানো হয়েছে,তাদের লক্ষ
রাখতে হবে যেন বাসা বাড়িতে ফুলের টপে কোনো পানি জমে না থাকে। তাছাড়াও পরিত্যাক্ত স্থানে যেন কোনো ময়লা আবর্জনা জমে
না থাকে । আমাদের মনে রাখতে হবে,আমাদের বাসাবাড়ির আশেপাশে পরে থাকা পরিত্যাক্ত স্থান গুলোতে জমে থাকা ময়লা আবর্জনা
এবং বাসাবাড়িতে ফুলের টপ ও পরে থাকা অন্য আবাসপত্র জমে থাকা ময়লা পানি থেকে ডেঙ্গু সহ বিভিন্ন রোগ জীবানু ছড়াতে পারে ।

সরকার থেকে বা সিটি করপোরেশন থেকেও করোনার পাশাপাশি ডেঙ্গু বিষয় সাধারন মানুষদের সচেতন এবং বিভিন্ন পদক্ষেপ নিতে
হবে । ইদানিং একটা বিষয় বেশ লক্ষণিয় যে সিটি করপোরেশন থেকে মশার ভালো ঔষুধ দেয়া হচ্ছে না,যার কারনে মশা কমছে
না । তাই সরকার ও সিটি করপোরেশন এর মেয়র ও কাউন্সিলারদের কাছে আমাদের সাধারন মানুষের পক্ষ থেকে বিনিত অনুরোধ
মশা নির্মুল করার জন্য দয়া করে ভালো মানের ওষুধের ব্যবস্থা করুন ।

করোনা সচেতন:
করোনা ভাইরাস সংক্রমণের ঝুকি কমাতে বা করোনা ভাইরাস রোধে,,
হাচি-কাশির সময় আমরা সকলে অবশ্যই যেন টিস্যু বা পরিস্কার কাপড় দিয়ে মুখ ঢেকে রাখি অথবা মুখ ঢেকে ফেলি ।
তাছাড়াও আরো একটু সচেতন হতে হবে আমাদের । আমরা যেন যেখানে সেখানে কাশি দেয়ার পরে কফ,থুথু,না ফেলি ।
এবং যতক্ষন পযন্ত হাত সাবান দিয়ে না পরিস্কার করবো ততক্ষন পযন্ত যেন চোখ ও মুখ বা শরীরের অন্য কোনো স্থানে স্পর্শ
না করি বা স্পর্শ করা থেকে বিরত থাকি । পাশাপাশি যতটুকো সম্ভব খুব ঘন ঘন সাবান পানি দিয়ে বা হ্যান্ড ওয়াস দিয়ে
কম হলেও ২০ সেকেন্ড সময় নিয়ে হাত পরিস্কার বা ধুয়ে ফেলুন ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২০ রাত ১০:৫৩

নেওয়াজ আলি বলেছেন: ঠিক বলেছেন । ডেঙ্গু-জ্বর নিয়ে এখনি ভাবতে হবে। সচেতন হই । অন্যেকে সচেতন করি।

২৩ শে মার্চ, ২০২০ রাত ১০:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সচেতন হওয়া ছাড়া বিকল্প কিছু নাই ।

২| ২৪ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: হয়তো মানুষের বদলে তাওয়াফ করবে শুধুই আবাবিল পাখি। লাওহে মাহফুজ থেকে মহান রব আবার পাঠাবেন সেই ঐশী গ্রন্থ আর ঈসাহ মসীহকে বলবেন, আরো কিছুদিন ধৈর্য্য ধর। সিরিয়া পুনর্গঠিত হোক। ঈমাম মাহাদী প্রস্তুত হোক।

এভাবেই বরফ যুগ ফিরে ফিরে আসে লক্ষ লক্ষ বছর পরে। এভাবেই প্রস্তর যুগ ফিরে ফিরে আসে কোটি কোটি বছর পরে। যেখানে স্থান পরিবর্তন করে টেকটোনিক প্লেট, পরিণত হয় সাহারা মহাসাগরে, হিমালয় সাহারায় ।

থাকবে শুধু সময়, মহাকাল আর তিনি।

২৬ শে মার্চ, ২০২০ সকাল ১১:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মাবুদ রক্ষা করো আমাদের ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.